Ajker Patrika

বাজারে শীতকালীন সবজি, খুচরায় দাম বেশি

ঠাকুরগাঁও প্রতিনিধি
বাজারে শীতকালীন সবজি, খুচরায় দাম বেশি

পঞ্জিকার হিসাবে শীত আসতে এখনো অনেক দিন বাকি। ঠাকুরগাঁওয়ের হাট-বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন বিভিন্ন সবজি। তবে ক্রেতারা বলছেন, বাজারে যেসব শীতকালীন সবজি উঠছে। সবকিছুরই দাম অনেক বেশি। অন্যদিকে বিক্রেতারা বলছেন, কৃষকের কাছ থেকে পাইকারি ব্যবসায়ীরা বেশি দামে কিনছেন। তাই খুচরা বাজারেও দাম একটু বেশি রাখা হচ্ছে। তবে শীত পুরোপুরি শুরু হলে সবজির সরবরাহ বাড়বে, দামও কমে আসবে।

 গতকাল শুক্রবার শহরের গোবিন্দনগর সমবায় মার্কেট পাইকারি বাজারে গিয়ে দেখা গেছে, সকাল থেকেই এখানে চলছে শীতকালীন সবজির বেচাকেনা।

জেলার বিভিন্ন উপজেলা থেকে অনেক সবজি এসেছে এ বাজারে। আঞ্চলিক সড়কের পাশে হওয়ায় এই বাজারে সবজি বেচা-কেনা করতে স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্তের পাইকারেরাও আসেন।

বাজারে সবজি বিক্রি করতে আসা চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগাম শীতকালীন সবজি চাষে লাভ ভালো হয়। এতে তাঁরা আর্থিকভাবে লাভবার হন। এবার সবজির যেমন বাজারদর চলছে, আরও কয়েক দিন তা পাওয়া গেলে ভালোই লাভবান হবেন তাঁরা।

পাইকারি বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেজিপ্রতি মুলা ২৮ থেকে ৩০ টাকায়, গোল বেগুন ৩০ থেকে ৩২ টাকা, শসা ৩০ থেকে ৩২ টাকা, ফুলকপি ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতিটি লাউ ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হয়। শাক প্রকারভেদে ৮ থেকে ১০ টাকা আঁটি দরে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে প্রতিটি সবজির দাম কেজিতে পাঁচ থেকে ১০ টাকা বেশি বিক্রি হচ্ছে।

শহরের কালীবাড়ী বাজারে কথা হয় দিনমজুর সাইদুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘ইচ্ছা ছিল বাজার থেকে কিছু শীতকালীন সবজি কিনব। কিন্তু সবকিছুর এত দাম। তাই কিছুই কিনিনি।’

কালীবাড়ী বাজারের খুচরা সবজি বিক্রেতা রুহুল আমিন বলেন, ‘কৃষকের কাছ থেকে পাইকারি ব্যবসায়ীরা বেশি দামে কিনছেন। তাই খুচরা বাজারে আমরাও একটু বেশি দামে বিক্রি করছি। শীত পুরোপুরি শুরু হলে বাজারে সবজির সরবরাহ বাড়বে, দামও কমে আসবে।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার পাঁচ উপজেলার ২ হাজার ৬৮০ হেক্টর জমিতে আগাম জাতের বিভিন্ন শীতকালীন সবজির চাষাবাদ হয়েছে। তবে এ সংখ্যা আরও বাড়বে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. আব্দুল আজিজ বলেন, এখন খরিপ-২ মৌসুম। এই সময়ে সবজি চাষ করলে কৃষকেরা বেশি লাভবান হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত