ঠাকুরগাঁও প্রতিনিধি
পঞ্জিকার হিসাবে শীত আসতে এখনো অনেক দিন বাকি। ঠাকুরগাঁওয়ের হাট-বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন বিভিন্ন সবজি। তবে ক্রেতারা বলছেন, বাজারে যেসব শীতকালীন সবজি উঠছে। সবকিছুরই দাম অনেক বেশি। অন্যদিকে বিক্রেতারা বলছেন, কৃষকের কাছ থেকে পাইকারি ব্যবসায়ীরা বেশি দামে কিনছেন। তাই খুচরা বাজারেও দাম একটু বেশি রাখা হচ্ছে। তবে শীত পুরোপুরি শুরু হলে সবজির সরবরাহ বাড়বে, দামও কমে আসবে।
গতকাল শুক্রবার শহরের গোবিন্দনগর সমবায় মার্কেট পাইকারি বাজারে গিয়ে দেখা গেছে, সকাল থেকেই এখানে চলছে শীতকালীন সবজির বেচাকেনা।
জেলার বিভিন্ন উপজেলা থেকে অনেক সবজি এসেছে এ বাজারে। আঞ্চলিক সড়কের পাশে হওয়ায় এই বাজারে সবজি বেচা-কেনা করতে স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্তের পাইকারেরাও আসেন।
বাজারে সবজি বিক্রি করতে আসা চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগাম শীতকালীন সবজি চাষে লাভ ভালো হয়। এতে তাঁরা আর্থিকভাবে লাভবার হন। এবার সবজির যেমন বাজারদর চলছে, আরও কয়েক দিন তা পাওয়া গেলে ভালোই লাভবান হবেন তাঁরা।
পাইকারি বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেজিপ্রতি মুলা ২৮ থেকে ৩০ টাকায়, গোল বেগুন ৩০ থেকে ৩২ টাকা, শসা ৩০ থেকে ৩২ টাকা, ফুলকপি ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতিটি লাউ ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হয়। শাক প্রকারভেদে ৮ থেকে ১০ টাকা আঁটি দরে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে প্রতিটি সবজির দাম কেজিতে পাঁচ থেকে ১০ টাকা বেশি বিক্রি হচ্ছে।
শহরের কালীবাড়ী বাজারে কথা হয় দিনমজুর সাইদুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘ইচ্ছা ছিল বাজার থেকে কিছু শীতকালীন সবজি কিনব। কিন্তু সবকিছুর এত দাম। তাই কিছুই কিনিনি।’
কালীবাড়ী বাজারের খুচরা সবজি বিক্রেতা রুহুল আমিন বলেন, ‘কৃষকের কাছ থেকে পাইকারি ব্যবসায়ীরা বেশি দামে কিনছেন। তাই খুচরা বাজারে আমরাও একটু বেশি দামে বিক্রি করছি। শীত পুরোপুরি শুরু হলে বাজারে সবজির সরবরাহ বাড়বে, দামও কমে আসবে।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার পাঁচ উপজেলার ২ হাজার ৬৮০ হেক্টর জমিতে আগাম জাতের বিভিন্ন শীতকালীন সবজির চাষাবাদ হয়েছে। তবে এ সংখ্যা আরও বাড়বে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. আব্দুল আজিজ বলেন, এখন খরিপ-২ মৌসুম। এই সময়ে সবজি চাষ করলে কৃষকেরা বেশি লাভবান হন।
পঞ্জিকার হিসাবে শীত আসতে এখনো অনেক দিন বাকি। ঠাকুরগাঁওয়ের হাট-বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন বিভিন্ন সবজি। তবে ক্রেতারা বলছেন, বাজারে যেসব শীতকালীন সবজি উঠছে। সবকিছুরই দাম অনেক বেশি। অন্যদিকে বিক্রেতারা বলছেন, কৃষকের কাছ থেকে পাইকারি ব্যবসায়ীরা বেশি দামে কিনছেন। তাই খুচরা বাজারেও দাম একটু বেশি রাখা হচ্ছে। তবে শীত পুরোপুরি শুরু হলে সবজির সরবরাহ বাড়বে, দামও কমে আসবে।
গতকাল শুক্রবার শহরের গোবিন্দনগর সমবায় মার্কেট পাইকারি বাজারে গিয়ে দেখা গেছে, সকাল থেকেই এখানে চলছে শীতকালীন সবজির বেচাকেনা।
জেলার বিভিন্ন উপজেলা থেকে অনেক সবজি এসেছে এ বাজারে। আঞ্চলিক সড়কের পাশে হওয়ায় এই বাজারে সবজি বেচা-কেনা করতে স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্তের পাইকারেরাও আসেন।
বাজারে সবজি বিক্রি করতে আসা চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগাম শীতকালীন সবজি চাষে লাভ ভালো হয়। এতে তাঁরা আর্থিকভাবে লাভবার হন। এবার সবজির যেমন বাজারদর চলছে, আরও কয়েক দিন তা পাওয়া গেলে ভালোই লাভবান হবেন তাঁরা।
পাইকারি বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেজিপ্রতি মুলা ২৮ থেকে ৩০ টাকায়, গোল বেগুন ৩০ থেকে ৩২ টাকা, শসা ৩০ থেকে ৩২ টাকা, ফুলকপি ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতিটি লাউ ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হয়। শাক প্রকারভেদে ৮ থেকে ১০ টাকা আঁটি দরে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে প্রতিটি সবজির দাম কেজিতে পাঁচ থেকে ১০ টাকা বেশি বিক্রি হচ্ছে।
শহরের কালীবাড়ী বাজারে কথা হয় দিনমজুর সাইদুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘ইচ্ছা ছিল বাজার থেকে কিছু শীতকালীন সবজি কিনব। কিন্তু সবকিছুর এত দাম। তাই কিছুই কিনিনি।’
কালীবাড়ী বাজারের খুচরা সবজি বিক্রেতা রুহুল আমিন বলেন, ‘কৃষকের কাছ থেকে পাইকারি ব্যবসায়ীরা বেশি দামে কিনছেন। তাই খুচরা বাজারে আমরাও একটু বেশি দামে বিক্রি করছি। শীত পুরোপুরি শুরু হলে বাজারে সবজির সরবরাহ বাড়বে, দামও কমে আসবে।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার পাঁচ উপজেলার ২ হাজার ৬৮০ হেক্টর জমিতে আগাম জাতের বিভিন্ন শীতকালীন সবজির চাষাবাদ হয়েছে। তবে এ সংখ্যা আরও বাড়বে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. আব্দুল আজিজ বলেন, এখন খরিপ-২ মৌসুম। এই সময়ে সবজি চাষ করলে কৃষকেরা বেশি লাভবান হন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে