Ajker Patrika

উজিরের মৃত্যুর ঘটনা সুষ্ঠু তদন্তের আশ্বাস অতিরিক্ত ডিআইজির

শান্তিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৩৫
উজিরের মৃত্যুর ঘটনা সুষ্ঠু তদন্তের আশ্বাস অতিরিক্ত ডিআইজির

সুনামগঞ্জের শান্তিগঞ্জে উজির মিয়ার মৃত্যুর সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন পুলিশের সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার। তিনি গতকাল বাগেরকোনা শত্রুমর্দন গ্রামে উজির মিয়ার বাড়িতে গিয়ে তাঁর মা, স্ত্রী, মেয়ে ও চাচাতো বোনের সঙ্গে কথা বলে এ আশ্বাস দেন।

উজির মিয়ার চাচাতো ভাই গোলাম মোস্তফার সঙ্গে আলাপকালে জানা গেছে, উজিরের মৃত্যুর পর গত শুক্রবার পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান তাঁর বাড়িতে এসে খোঁজখবর নিয়ে গেছেন। এ সময় তিনি সর্বোচ্চ ন্যায় বিচারের আশ্বাস দিয়ে যান। গতকাল শনিবার বিকেলে অতিরিক্ত ডিআইজি উজিরের বাড়িতে এসে স্বজনদের সঙ্গে একান্তে আলাপ করেন। পরে তিনি উজিরের মৃত্যুর বিষয়ে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

পরিবারের অভিযোগ, কয়েক দিন আগে দরগাপাশা থেকে একটি গরু চুরি হয়। এ ঘটনায় পুলিশ শত্রুমর্দন বাগেরকোনা গ্রামের উজির মিয়াকে ৯ ফেব্রুয়ারি রাতে শান্তিগঞ্জ থানায় নিয়ে গিয়ে মারধর করে। পরদিন তাঁকে সুনামগঞ্জ আদালতে নিয়ে যাওয়া হলে আদালত জামিন মঞ্জুর করেন। আহত উজির মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতাল হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বাড়িতে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত