ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দ (রাজবাড়ী)
রাজবাড়ীর গোয়ালন্দ শহর এখন কৃষ্ণচূড়ার রঙে রঙিন, বিশেষ করে গোয়ালন্দ রেলস্টেশনসংলগ্ন রেললাইনের পাশ দিয়ে প্রায় শতাধিক গাছে শোভা পাচ্ছে কৃষ্ণচূড়া ফুল। আর এ গাছগুলো রোপণ করেছেন স্থানীয় কিছু শিক্ষিত ও সৌন্দর্যপ্রেমী যুবক। তাঁদের রয়েছে একটি সামাজিক সংগঠন, যার নাম ‘একজ জাগরণে’।
পঞ্জিকা অনুসারে প্রকৃতিতে এখন গ্রীষ্মকাল। এ ঋতুতে কখনো কালবৈশাখীর রুদ্র তাণ্ডব, কখনো রোদের খরতাপ। এখন কৃষ্ণচূড়া ফোটার সময়। এখন গাছজুড়ে লাল রঙের ফুলের সমারোহ। এই কৃষ্ণচূড়া ফুল গাছের সবুজ পাতাকে ঢেকে দিয়ে নীরবে সৌন্দর্য বিলাচ্ছে।
জানা গেছে, প্রায় ১১ বছর আগে রেললাইনের দুই পাশসহ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, বাজারে অন্তত এক হাজারেরও বেশি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করে একজ জাগরণের সদস্যরা। এখন সেই চারা বড় হয়েছে, শোভা ও সৌন্দর্য বাড়াচ্ছে এলাকার।
সংগঠনটি পাখি সংরক্ষণের জন্যও বিভিন্ন কাজ করে। এর মধ্যে তাদের রোপিত গাছে মাটির হাঁড়ি বেঁধে দেওয়া অন্যতম। এ ছাড়া তারা প্রাণ ও প্রকৃতি নিয়ে কাজ করে।
সংগঠনটির সদস্যরা গাছ রোপণ থেকে শুরু করে পরিচর্যা ও এর রক্ষণাবেক্ষণে উল্লেখযোগ্য কোনো সহযোগিতা নেননি। সংগঠনের সদস্যদের থেকে টাকা তুলে তাঁরা চারাগুলো রোপণসহ পরিচর্যা করেছেন। কয়েক বছর আগে একবার গাছগুলো কেটে ফেলার উদ্যোগ নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। সে সময় একজের সদস্যরা রেললাইনে শুয়ে রেল অবরোধ করেন। পরে রেল কর্মকর্তারা আসে। রক্ষা পায় সারি সারি কৃষ্ণচূড়া গাছ।
সরেজমিনে গোয়ালন্দ রেলস্টেশন ও তার পাশে অবস্থিত সড়কে দেখা যায়, সড়কের পাশে রোপণ করা কৃষ্ণচূড়া গাছে এ বছর ব্যাপক ফুল ফুটেছে। এলাকার বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে গাছের নিচে দাঁড়িয়ে ছবি তুলছেন। অনেককেই পরিবার নিয়ে ঘুরতে এসেছেন, অনেকে আবার নিচে পড়া ফুল কুড়াচ্ছেন।
স্থানীয়রা জানান, ১০-১১ বছর আগে কিছু যুবককে এই গাছগুলো রোপণ করতে দেখেছেন। তাঁরা ভেবেছিলেন, হয়তো রেলের পাশে বলে গাছগুলো কাটা পড়বে। একবার কাটার চেষ্টা চালালেও তা হয়নি। গাছগুলো যখন ছিল না, তখন রাস্তা দিয়ে দিনের বেলায় প্রচণ্ড রোদে হাঁটায় কষ্ট হতো। এই গাছগুলোর জন্য এখন তাঁদের চলাচল অনেক সহজ হয়েছে। তাঁরা এখন গাছের নিচে বসতে পারেন, বিকেলের দিকে এই গাছের নিচে আড্ডা বসে। এ ছাড়া এলাকার অনেক হাট এই গাছের নিচেই বসে।
একজ জাগরণের সদস্য শামীম আহমেদ বলেন, ‘গাছগুলো যখন আমরা রেললাইনের পাশ দিয়ে রোপণ করি, তখন আমাদের উন্মাদ, পাগলসহ আরও অনেক কিছু বলেছে অনেকেই। কিন্তু আমরা এসবে কান দিইনি, আমরা আমাদের কাজ করে গেছি। ১১ বছর পর যখন গাছগুলো বড় হয়েছে ও তাতে ফুল ফুটছে, তখন কত খুশি লাগে তা ভাষায় প্রকাশ করা যায় না। তবে আবার কষ্টও লাগে যখন দেখি, কিছু লোক বিভিন্ন ব্যানার-পোস্টার পেরেক ঠুকে গাছে ঝোলায়।’
একজ জাগরণের আহ্বায়ক সুজন সরওয়ার বলেন, এলাকার সৌন্দর্য ও পরিবেশের কথা বিবেচনা করে আমরা প্রতিবছর গাছ রোপণ করে থাকি। এ পর্যন্ত আমরা কয়েক হাজার গাছ রোপণ করেছি। কৃষ্ণচূড়া ও হাজারখানেক তালগাছ বিভিন্ন স্থানে রোপণ করা হয়েছে। আমরা সব সময় প্রাণ ও প্রকৃতি নিয়ে কাজ করার চেষ্টা করি, আমরা নিজেদের অর্থায়নে এ ধরনের কর্মকাণ্ডগুলো পরিচালনা করে থাকি।
সুজন সরওয়ার আরও বলেন, গাছ ও ফুল শোভাবর্ধন করলেও এ সৌন্দর্যে ভাটা ফেলছে বিভিন্ন ব্যানার ও পোস্টার। আমাদের অসচেতনতার কারণে প্রাণ ও প্রকৃতির ক্ষতি হচ্ছে, যা আমাদের বোঝা উচিত। এ নিয়ে আমাদের আরও সচেতন হতে হবে।
রাজবাড়ীর গোয়ালন্দ শহর এখন কৃষ্ণচূড়ার রঙে রঙিন, বিশেষ করে গোয়ালন্দ রেলস্টেশনসংলগ্ন রেললাইনের পাশ দিয়ে প্রায় শতাধিক গাছে শোভা পাচ্ছে কৃষ্ণচূড়া ফুল। আর এ গাছগুলো রোপণ করেছেন স্থানীয় কিছু শিক্ষিত ও সৌন্দর্যপ্রেমী যুবক। তাঁদের রয়েছে একটি সামাজিক সংগঠন, যার নাম ‘একজ জাগরণে’।
পঞ্জিকা অনুসারে প্রকৃতিতে এখন গ্রীষ্মকাল। এ ঋতুতে কখনো কালবৈশাখীর রুদ্র তাণ্ডব, কখনো রোদের খরতাপ। এখন কৃষ্ণচূড়া ফোটার সময়। এখন গাছজুড়ে লাল রঙের ফুলের সমারোহ। এই কৃষ্ণচূড়া ফুল গাছের সবুজ পাতাকে ঢেকে দিয়ে নীরবে সৌন্দর্য বিলাচ্ছে।
জানা গেছে, প্রায় ১১ বছর আগে রেললাইনের দুই পাশসহ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, বাজারে অন্তত এক হাজারেরও বেশি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করে একজ জাগরণের সদস্যরা। এখন সেই চারা বড় হয়েছে, শোভা ও সৌন্দর্য বাড়াচ্ছে এলাকার।
সংগঠনটি পাখি সংরক্ষণের জন্যও বিভিন্ন কাজ করে। এর মধ্যে তাদের রোপিত গাছে মাটির হাঁড়ি বেঁধে দেওয়া অন্যতম। এ ছাড়া তারা প্রাণ ও প্রকৃতি নিয়ে কাজ করে।
সংগঠনটির সদস্যরা গাছ রোপণ থেকে শুরু করে পরিচর্যা ও এর রক্ষণাবেক্ষণে উল্লেখযোগ্য কোনো সহযোগিতা নেননি। সংগঠনের সদস্যদের থেকে টাকা তুলে তাঁরা চারাগুলো রোপণসহ পরিচর্যা করেছেন। কয়েক বছর আগে একবার গাছগুলো কেটে ফেলার উদ্যোগ নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। সে সময় একজের সদস্যরা রেললাইনে শুয়ে রেল অবরোধ করেন। পরে রেল কর্মকর্তারা আসে। রক্ষা পায় সারি সারি কৃষ্ণচূড়া গাছ।
সরেজমিনে গোয়ালন্দ রেলস্টেশন ও তার পাশে অবস্থিত সড়কে দেখা যায়, সড়কের পাশে রোপণ করা কৃষ্ণচূড়া গাছে এ বছর ব্যাপক ফুল ফুটেছে। এলাকার বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে গাছের নিচে দাঁড়িয়ে ছবি তুলছেন। অনেককেই পরিবার নিয়ে ঘুরতে এসেছেন, অনেকে আবার নিচে পড়া ফুল কুড়াচ্ছেন।
স্থানীয়রা জানান, ১০-১১ বছর আগে কিছু যুবককে এই গাছগুলো রোপণ করতে দেখেছেন। তাঁরা ভেবেছিলেন, হয়তো রেলের পাশে বলে গাছগুলো কাটা পড়বে। একবার কাটার চেষ্টা চালালেও তা হয়নি। গাছগুলো যখন ছিল না, তখন রাস্তা দিয়ে দিনের বেলায় প্রচণ্ড রোদে হাঁটায় কষ্ট হতো। এই গাছগুলোর জন্য এখন তাঁদের চলাচল অনেক সহজ হয়েছে। তাঁরা এখন গাছের নিচে বসতে পারেন, বিকেলের দিকে এই গাছের নিচে আড্ডা বসে। এ ছাড়া এলাকার অনেক হাট এই গাছের নিচেই বসে।
একজ জাগরণের সদস্য শামীম আহমেদ বলেন, ‘গাছগুলো যখন আমরা রেললাইনের পাশ দিয়ে রোপণ করি, তখন আমাদের উন্মাদ, পাগলসহ আরও অনেক কিছু বলেছে অনেকেই। কিন্তু আমরা এসবে কান দিইনি, আমরা আমাদের কাজ করে গেছি। ১১ বছর পর যখন গাছগুলো বড় হয়েছে ও তাতে ফুল ফুটছে, তখন কত খুশি লাগে তা ভাষায় প্রকাশ করা যায় না। তবে আবার কষ্টও লাগে যখন দেখি, কিছু লোক বিভিন্ন ব্যানার-পোস্টার পেরেক ঠুকে গাছে ঝোলায়।’
একজ জাগরণের আহ্বায়ক সুজন সরওয়ার বলেন, এলাকার সৌন্দর্য ও পরিবেশের কথা বিবেচনা করে আমরা প্রতিবছর গাছ রোপণ করে থাকি। এ পর্যন্ত আমরা কয়েক হাজার গাছ রোপণ করেছি। কৃষ্ণচূড়া ও হাজারখানেক তালগাছ বিভিন্ন স্থানে রোপণ করা হয়েছে। আমরা সব সময় প্রাণ ও প্রকৃতি নিয়ে কাজ করার চেষ্টা করি, আমরা নিজেদের অর্থায়নে এ ধরনের কর্মকাণ্ডগুলো পরিচালনা করে থাকি।
সুজন সরওয়ার আরও বলেন, গাছ ও ফুল শোভাবর্ধন করলেও এ সৌন্দর্যে ভাটা ফেলছে বিভিন্ন ব্যানার ও পোস্টার। আমাদের অসচেতনতার কারণে প্রাণ ও প্রকৃতির ক্ষতি হচ্ছে, যা আমাদের বোঝা উচিত। এ নিয়ে আমাদের আরও সচেতন হতে হবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে