Ajker Patrika

আলী সভাপতি সম্পাদক শরিফ

দাউদকান্দি প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৩: ৪৫
আলী সভাপতি সম্পাদক শরিফ

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) দাউদকান্দি উপজেলা কমিটি গঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার গৌরীপুর বাজারের একটি রেস্তোরাঁয় এক সভার মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। এতে মো. আলী আশরাফ খানকে সভাপতি করা হয়েছে। সাধারণ সম্পাদক করা হয়েছে মো. শরিফুল ইসলামকে।

১৭ সদস্যের এ কমিটিতে আবদুল মালেককে সহসভাপতি, ইউসুফ জামিল আরমানকে সহসাধারণ সম্পাদক, মো. শাহীন আহমেদ চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক,

মো. মহিউদ্দিন আহমেদকে কোষাধ্যক্ষ করা হয়েছে। কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শাহ আলম সরকার, মহসীন আহমেদ, মো. সাইদুল ইসলাম, প্রহলাদ কর্মকার, মো. আজিনূর রহমান, মো. তৈয়ব আলী, মো. আক্তারুজ্জামান, মোহাম্মদ আবদুর রহমান, মো. জসিম উদ্দিন, আরিফুল ইসলাম দিপু ও মিলি তালুকদার।

এদিকে কমিটি গঠনের জন্য আয়োজিত আলোচনা সভায় সমাজকর্মী ও কবি মো. আলী আশরাফ খান সভাপতিত্ব করেন। মো. শরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বরকোটা স্কুল অ্যান্ড কলেজের সহযোগী অধ্যাপক মো. আবদুল মালেক। বিশেষ অতিথি ছিলেন শাহীন আহমেদ চৌধুরী, আবদুর রহমান ঢালী, গৌরীপুর রেসিডেনসিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. শাহআলম সরকার প্রমুখ।

সভায় দেশ ও জাতির ভবিষ্যত সুন্দর করতে জাতীয় কমিটির সঙ্গে একাত্ম হয়ে কাজ করার ব্যাপারে ঐক্যমত পোষণ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত