Ajker Patrika

কলকাতায় চলছে ফারিয়ার বিবাহ অভিযান

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ নভেম্বর ২০২২, ০৯: ২৩
কলকাতায় চলছে ফারিয়ার বিবাহ অভিযান

‘বিবাহ অভিযান’-এর সাফল্যের পর এর সিক্যুয়েলের কাজ ধরেছিলেন নির্মাতা। দুইবার শুটিংয়ের তারিখ ঠিক করেও শুরু করা যায়নি কাজ। দিন-তারিখ সবই ঠিক ছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে একবার শুটিং বাতিল হলো রাজনৈতিক কারণে, অন্যবার পরিচালক বদল। অবশেষে ২ নভেম্বর থেকে কলকাতায় শুরু করা গেছে ‘বিবাহ অভিযান-২’ সিনেমার শুটিং। প্রথম পর্বের মতো এবারও রয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। তিনি শুটিং করছেন ৫ নভেম্বর থেকে।

নতুন এই সিনেমা নিয়ে নুসরাত ফারিয়া ভারত থেকে বলেন, ‘দুইবার শুটিং পেছানোর পর গত সপ্তাহ থেকে বিবাহ অভিযান-২ সিনেমার শুটিং শুরু করা গেছে। ভালোভাবেই এগিয়ে চলছে কাজ। আশা করছি, বিবাহ অভিযান সিনেমার প্রথম কিস্তির মতো দ্বিতীয় কিস্তিও সাড়া ফেলবে। যেহেতু বিবাহ অভিযান-২ সিক্যুয়েল সিনেমা, তাই চরিত্রটি আগের মতো রেখেই যোগ করা হয়েছে নতুন কিছু চমক।’

নুসরাত ফারিয়ানুসরাত ফারিয়া জানিয়েছেন, কলকাতা অংশের শুটিং শেষ করে চলতি মাসের শেষ দিকে শুটিংয়ের জন্য থাইল্যান্ড যাওয়ার কথা রয়েছে বিবাহ অভিযান টিমের।

‘বিবাহ অভিযান-২’ সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করছেন রুদ্রনীল, অনির্বাণ, অঙ্কুশ, সোহিনী, প্রিয়াঙ্কা এবং একটি বিশেষ চরিত্রে সৌরভ। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ‘বিবাহ অভিযান’।

প্রথম পর্বটি বিরসা দাশগুপ্ত পরিচালনা করলেও এবার পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌভিক হালদার। সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ।

এদিকে বিবাহ অভিযানের শুটিংয়ে যাওয়ার আগে ঢাকায় একটি বিজ্ঞাপনের কাজ করেছেন ফারিয়া। জিঙ্গেলনির্ভর এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন অংশু। এতে ফারিয়ার বিপরীতে রয়েছেন মুশফিক ফারহান। এ ছাড়া শেষ করেছেন ওপার বাংলার ‘রকস্টার’ সিনেমার কাজ। দেশে মুক্তির অপেক্ষায় আছে নুসরাত ফারিয়া অভিনীত ‘মুজিব: একটি জাতির রূপকার’, ‘পাতালঘর’সহ 
একাধিক সিনেমা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নবরাত্রির জন্য বছরজুড়ে অপেক্ষা, পিরিয়ডের কারণে পালন করতে না পেরে আত্মহত্যা

রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আরাকান আর্মির আপত্তি ও শর্ত

আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, খই-মুড়ির মতো বোমা ফুটছে জাজিরায়

অটোতে ফেলে যাওয়া ১৮ ভরি স্বর্ণালংকার ফিরিয়ে দিলেন কলেজছাত্র

পরকীয়া নিয়ে ঝগড়া, স্ত্রীর কাঠের আঘাতে স্বামী নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত