রায় শুনে আপনার প্রতিক্রিয়া কেমন ছিল?
কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম। অবশ্যই সত্যের জয় হয়েছে। কেউ যদি তাঁর কর্মে সঠিক থাকেন, সেটার ফল পাবেন। হয়তো একটু সময় লাগবে। যেমন আমার নয় মাস লেগেছে। অনেকেই বলেছেন, ‘আমি হলে এ জায়গা ছেড়ে দিতাম। আমার এত ধৈর্য নেই।’ কিন্তু আমি হাল ছাড়িনি।
যদিও পদ নিয়ে অনেক টানাটানি হয়েছে, কিন্তু এতদিন সাধারণ সম্পাদকের দায়িত্ব আপনিই পালন করেছেন। সে জায়গা থেকে এই নয় মাসে শিল্পী সমিতির কি কোনো প্রাপ্তি আছে?
অনেক প্রাপ্তি আছে। আমরা সাহায্য-সহযোগিতা নিয়ে সিলেটের বন্যাদুর্গত এলাকায় গিয়েছি। আমাদের এ উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে। কারণ এই প্রথম শিল্পী সমিতির এজেন্ডার বাইরে আমরা সাধারণ মানুষের জন্য কিছু করতে পেরেছি। সবার অংশগ্রহণে ইফতার মাহফিল করেছি। অসুস্থ অনেক শিল্পীকে সহযোগিতা করেছি।
জায়েদ খান নাকি এফডিসিতে আসতে পারছেন না। কেন?
জায়েদ খানের এফডিসিতে আসা নিয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। প্রয়াত সালমান শাহ, মান্না ভাই, জসিম ভাই, রাজ্জাক আঙ্কেলদের জন্য মিলাদ মাহফিল করেছি। উনি তো এসে অ্যাটেন্ড করতে পারতেন। ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উদ্যাপন করলাম, সবাইকে ইনভাইট করা হয়েছে। উনি কিন্তু আসেননি!
বিরোধী প্যানেল থেকে নির্বাচিত অনেকেই সমিতির কার্যকরী পরিষদের সভায় আসেন না। তাঁদের আনার কোনো উদ্যোগ নেওয়া হয়েছে?
ওনারা হয়তো জায়েদ খানের রায়ের ব্যাপারে অপেক্ষা করছিলেন। এখন তো রায় হয়ে গেছে। ওনাদের জিজ্ঞেস করব, আসতে চান কি না। কারণ, আমাদের ওপর খুব চাপ যাচ্ছে। ২১ জনের কাজ তো ১১ জন করতে পারবে না। যদি ওনারা আসতে অপারগতা জানান, সে ক্ষেত্রে করণীয় কী হবে, সেটা সমিতির সবাই মিলে সিদ্ধান্ত নেবেন।
জায়েদ খানের উদ্দেশে কিছু বলবেন?
একটা কথাই বলব, একজন নারী তাঁর কর্ম দিয়েই এগিয়ে যান। নারীদের এত ছোট করে কথা বলবেন না।
রায় শুনে আপনার প্রতিক্রিয়া কেমন ছিল?
কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম। অবশ্যই সত্যের জয় হয়েছে। কেউ যদি তাঁর কর্মে সঠিক থাকেন, সেটার ফল পাবেন। হয়তো একটু সময় লাগবে। যেমন আমার নয় মাস লেগেছে। অনেকেই বলেছেন, ‘আমি হলে এ জায়গা ছেড়ে দিতাম। আমার এত ধৈর্য নেই।’ কিন্তু আমি হাল ছাড়িনি।
যদিও পদ নিয়ে অনেক টানাটানি হয়েছে, কিন্তু এতদিন সাধারণ সম্পাদকের দায়িত্ব আপনিই পালন করেছেন। সে জায়গা থেকে এই নয় মাসে শিল্পী সমিতির কি কোনো প্রাপ্তি আছে?
অনেক প্রাপ্তি আছে। আমরা সাহায্য-সহযোগিতা নিয়ে সিলেটের বন্যাদুর্গত এলাকায় গিয়েছি। আমাদের এ উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে। কারণ এই প্রথম শিল্পী সমিতির এজেন্ডার বাইরে আমরা সাধারণ মানুষের জন্য কিছু করতে পেরেছি। সবার অংশগ্রহণে ইফতার মাহফিল করেছি। অসুস্থ অনেক শিল্পীকে সহযোগিতা করেছি।
জায়েদ খান নাকি এফডিসিতে আসতে পারছেন না। কেন?
জায়েদ খানের এফডিসিতে আসা নিয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। প্রয়াত সালমান শাহ, মান্না ভাই, জসিম ভাই, রাজ্জাক আঙ্কেলদের জন্য মিলাদ মাহফিল করেছি। উনি তো এসে অ্যাটেন্ড করতে পারতেন। ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উদ্যাপন করলাম, সবাইকে ইনভাইট করা হয়েছে। উনি কিন্তু আসেননি!
বিরোধী প্যানেল থেকে নির্বাচিত অনেকেই সমিতির কার্যকরী পরিষদের সভায় আসেন না। তাঁদের আনার কোনো উদ্যোগ নেওয়া হয়েছে?
ওনারা হয়তো জায়েদ খানের রায়ের ব্যাপারে অপেক্ষা করছিলেন। এখন তো রায় হয়ে গেছে। ওনাদের জিজ্ঞেস করব, আসতে চান কি না। কারণ, আমাদের ওপর খুব চাপ যাচ্ছে। ২১ জনের কাজ তো ১১ জন করতে পারবে না। যদি ওনারা আসতে অপারগতা জানান, সে ক্ষেত্রে করণীয় কী হবে, সেটা সমিতির সবাই মিলে সিদ্ধান্ত নেবেন।
জায়েদ খানের উদ্দেশে কিছু বলবেন?
একটা কথাই বলব, একজন নারী তাঁর কর্ম দিয়েই এগিয়ে যান। নারীদের এত ছোট করে কথা বলবেন না।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে