প্রতিনিধি (খুলনা) পাইকগাছা
পাইকগাছায় ঘেরমালিকেরা অবস্থান নিয়েছেন লবণপানিতে চিংড়ি চাষের পক্ষে। অপর দিকে মিষ্টিপানিতে একই সঙ্গে ধান ও চিংড়ি চাষের পক্ষে অবস্থান নিয়েছেন জমির মালিকেরা।
এ নিয়ে চিংড়ি চাষি সমিতি তাঁদের সদস্যদের নিয়ে ১১ ডিসেম্বর সভা-সমাবেশ করেছে। আর মিষ্টিপানিতে ধান চাষ ও চিংড়ি চাষের পক্ষে জমির মালিকেরা একত্র হয়ে পাইকগাছা সাংসদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্ব-স্ব ইউপি চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছেন।
৭ ডিসেম্বর চিংড়ি চাষি সমিতির নেতারা পাইকগাছা-কয়রার সাংসদের সঙ্গে উপজেলা মিলনায়তনে এক মতবিনিময় সভা করে চিংড়ি চাষের সুফল তুলে ধরে বলেন, সরকার চিংড়ি খাত থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাচ্ছে। সঙ্গে দেশের অর্থনৈতিক সমৃদ্ধির বিরাট অংশ চিংড়ি থেকে আসছে। এ খাতের সঙ্গে জড়িত কাঁকড়া, মৎস্য কাটার হাজারো ব্যবসায়ী ও শ্রমিকেরা বেকার হয়ে পড়বে।
তা ছাড়া অধিকাংশ ইউনিয়ন চেয়ারম্যানরা মিষ্টিপানিতে ধান ও চিংড়ি চাষের পক্ষে মতামত ব্যক্ত করেছেন। তাঁরা বলেন, সারা বছর লবণপানি জমিতে ধরে রেখে চিংড়ি চাষ করার ফলে জমির উর্বরতা নষ্ট হচ্ছে। এলাকার গাছপালা মরে যাচ্ছে, গোখাদ্যের অভাব দেখা দিয়েছে। দেশীয় প্রজাতির মিষ্টিপানির মাছ বিলুপ্ত হচ্ছে।
তাঁরা আরও জানান, লবণপানির চিংড়ি চাষের ফলে পানির ঢেউয়ে সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে পাকা ও কাঁচা রাস্তা ভেঙে নষ্ট হচ্ছে। শত শত ঘেরমালিক ওয়াপদার রাস্তা কেটে নষ্ট করছেন। যেখানে কেটে পাইপ ঢোকানো হচ্ছে, সেখানে নিচু হয়ে নদীর জোয়ারের পানি প্রবেশ করে ভেঙে এলাকা প্লাবিত হয়ে ক্ষতি হচ্ছে।
তাঁরা আরও জানা, গড়ইখালী ও দেলুটির দুটি পোল্ডারে লবণপানি না ঢোকানোয় তরমুজ, তিল, ও সবজি চাষে বিঘাপ্রতি জমিতে প্রায় দেড় লাখ টাকা আয় করতে পেরেছেন কৃষকেরা। একদিকে জমির উর্বরতা ও মাটির গুণাগুণ বেড়ে যাচ্ছে, অন্যদিকে জমির মালিক ও কৃষকেরা ফসল ফলিয়ে কৃষিসমৃদ্ধ দেশ গড়ার পাশাপাশি তাঁরা স্বাবলম্বী হচ্ছেন।
এদিকে লবণপানিতে চিংড়িঘের ও মিষ্টিপানিতে ধান এবং মৎস্য চাষ হবে কি হবে না, এ বিষয়ে একটি কমিটি হয়েছে। এ কমিটির আহ্বায়কের দায়িত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। অন্য সদস্যরা হলেন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, ১০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, চিংড়ি চাষি সমিতির সভাপতি ও সম্পাদকসহ ১০ সদস্য।
এ বিষয় পাইকগাছা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ জানান, আধুনিক পদ্ধতি ও পরিকল্পিতভাবে চিংড়ি চাষ করলে লবণপানি জমিতে তোলা লাগবে না।
পাইকগাছা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম জানান, পাইকগাছার সোলাদানা, গদাইপুর, দেলুটি ও গড়ইখালী ইউনিয়নে আশির দশক থেকে লবণপানিতে চিংড়ি চাষ হয়ে আসছে। এ এলাকায় চিংড়িঘেরের মাটি দীর্ঘদিন লবণপানিতে ডুবে থাকায় মাটির অনুজ নষ্ট হচ্ছে। নষ্ট হচ্ছে জমির উর্বরতা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, বিষয়টি নিয়ে শিগগির কমিটির সদস্যদের সঙ্গে বসে ফয়সালা করা হবে।
পাইকগাছায় ঘেরমালিকেরা অবস্থান নিয়েছেন লবণপানিতে চিংড়ি চাষের পক্ষে। অপর দিকে মিষ্টিপানিতে একই সঙ্গে ধান ও চিংড়ি চাষের পক্ষে অবস্থান নিয়েছেন জমির মালিকেরা।
এ নিয়ে চিংড়ি চাষি সমিতি তাঁদের সদস্যদের নিয়ে ১১ ডিসেম্বর সভা-সমাবেশ করেছে। আর মিষ্টিপানিতে ধান চাষ ও চিংড়ি চাষের পক্ষে জমির মালিকেরা একত্র হয়ে পাইকগাছা সাংসদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্ব-স্ব ইউপি চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছেন।
৭ ডিসেম্বর চিংড়ি চাষি সমিতির নেতারা পাইকগাছা-কয়রার সাংসদের সঙ্গে উপজেলা মিলনায়তনে এক মতবিনিময় সভা করে চিংড়ি চাষের সুফল তুলে ধরে বলেন, সরকার চিংড়ি খাত থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাচ্ছে। সঙ্গে দেশের অর্থনৈতিক সমৃদ্ধির বিরাট অংশ চিংড়ি থেকে আসছে। এ খাতের সঙ্গে জড়িত কাঁকড়া, মৎস্য কাটার হাজারো ব্যবসায়ী ও শ্রমিকেরা বেকার হয়ে পড়বে।
তা ছাড়া অধিকাংশ ইউনিয়ন চেয়ারম্যানরা মিষ্টিপানিতে ধান ও চিংড়ি চাষের পক্ষে মতামত ব্যক্ত করেছেন। তাঁরা বলেন, সারা বছর লবণপানি জমিতে ধরে রেখে চিংড়ি চাষ করার ফলে জমির উর্বরতা নষ্ট হচ্ছে। এলাকার গাছপালা মরে যাচ্ছে, গোখাদ্যের অভাব দেখা দিয়েছে। দেশীয় প্রজাতির মিষ্টিপানির মাছ বিলুপ্ত হচ্ছে।
তাঁরা আরও জানান, লবণপানির চিংড়ি চাষের ফলে পানির ঢেউয়ে সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে পাকা ও কাঁচা রাস্তা ভেঙে নষ্ট হচ্ছে। শত শত ঘেরমালিক ওয়াপদার রাস্তা কেটে নষ্ট করছেন। যেখানে কেটে পাইপ ঢোকানো হচ্ছে, সেখানে নিচু হয়ে নদীর জোয়ারের পানি প্রবেশ করে ভেঙে এলাকা প্লাবিত হয়ে ক্ষতি হচ্ছে।
তাঁরা আরও জানা, গড়ইখালী ও দেলুটির দুটি পোল্ডারে লবণপানি না ঢোকানোয় তরমুজ, তিল, ও সবজি চাষে বিঘাপ্রতি জমিতে প্রায় দেড় লাখ টাকা আয় করতে পেরেছেন কৃষকেরা। একদিকে জমির উর্বরতা ও মাটির গুণাগুণ বেড়ে যাচ্ছে, অন্যদিকে জমির মালিক ও কৃষকেরা ফসল ফলিয়ে কৃষিসমৃদ্ধ দেশ গড়ার পাশাপাশি তাঁরা স্বাবলম্বী হচ্ছেন।
এদিকে লবণপানিতে চিংড়িঘের ও মিষ্টিপানিতে ধান এবং মৎস্য চাষ হবে কি হবে না, এ বিষয়ে একটি কমিটি হয়েছে। এ কমিটির আহ্বায়কের দায়িত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। অন্য সদস্যরা হলেন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, ১০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, চিংড়ি চাষি সমিতির সভাপতি ও সম্পাদকসহ ১০ সদস্য।
এ বিষয় পাইকগাছা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ জানান, আধুনিক পদ্ধতি ও পরিকল্পিতভাবে চিংড়ি চাষ করলে লবণপানি জমিতে তোলা লাগবে না।
পাইকগাছা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম জানান, পাইকগাছার সোলাদানা, গদাইপুর, দেলুটি ও গড়ইখালী ইউনিয়নে আশির দশক থেকে লবণপানিতে চিংড়ি চাষ হয়ে আসছে। এ এলাকায় চিংড়িঘেরের মাটি দীর্ঘদিন লবণপানিতে ডুবে থাকায় মাটির অনুজ নষ্ট হচ্ছে। নষ্ট হচ্ছে জমির উর্বরতা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, বিষয়টি নিয়ে শিগগির কমিটির সদস্যদের সঙ্গে বসে ফয়সালা করা হবে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে