Ajker Patrika

বিয়ে করে পাচারের চেষ্টা

সোহেল মারমা, চট্টগ্রাম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৩: ০৭
বিয়ে করে পাচারের চেষ্টা

প্রথমে প্রেম, পরে বিয়ের প্রলোভন। এভাবে ফাঁদে ফেলে চট্টগ্রামে এক কিশোরীকে ভারতে পাচারের চেষ্টা করেছিল একটি চক্র। তবে এক অভিযানে কিশোরীকে উদ্ধারের পাশাপাশি নারীসহ পাচারচক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার ওই কিশোরীকে পাচারচেষ্টার বিষয়টি জানায় র‍্যাব-৭।

র‍্যাবের হাতে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার দেবিদ্বার থানার ফাতেমা বেগম (৩০), রংপুরের পীরগঞ্জ থানার আসাদুজ্জামান নুর (২৭) ও কথিত প্রেমিক মো. নাঈম (২২) চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার সুখান দিঘি গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী কিশোরী চট্টগ্রামের ভূজপুর উপজেলার বাসিন্দা। ১৪ ডিসেম্বর কিশোরীর বাবা র‍্যাব-৭ হাটহাজারী ক্যাম্পে মেয়ে নিখোঁজ হওয়ার অভিযোগ করেন।

র‍্যাব-৭ জনসংযোগ কর্মকর্তা ফ্লাইট লে. নিয়াজ মোহাম্মদ চপল বলেন, কিশোরীর বাবা অভিযোগ করেন, চট্টগ্রামে একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করা তাঁর মেয়েকে খোঁজ পাওয়া যাচ্ছে না। ওই বাসার মালিক জানান, ১৩ ডিসেম্বর বাসা থেকে বের হওয়া মেয়েটি আর ফেরেনি। এর আগে হাটহাজারী থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।

নিয়াজ মোহাম্মদ চপল বলেন, অভিযোগ পেয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় মেয়েটির অবস্থান শনাক্তের পর গত বুধবার ঢাকা থেকে তাকে উদ্ধার করা হয়। ভুক্তভোগীর দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন গাবতলী এলাকা থেকে নাঈম ও আসাদুজ্জামানকে এবং হাটহাজারী থেকে ফাতেমাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে ঘটনার পর চট্টগ্রামে বালুচরা এলাকায় মেয়েটির হাতে অ্যান্ড্রয়েড ফোন তুলে দেওয়া চক্রের সদস্য ওই নারী পালিয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে র‍্যাব।

মাহফুজুর রহমান বলেন, ‘গ্রেপ্তারেরা যে সিন্ডিকেটে হয়ে কাজ করে, তাঁদের কাজই বিভিন্ন সময় মেয়েদের ফুসলিয়ে নিয়ে এসে দেশের অভ্যন্তরে ও বাইরে ভারতে পাচার করে দেওয়া। প্রাথমিকভাবে ধারণা করছি, মেয়েটিকে বাইরে পাচারের চেষ্টার পরিকল্পনা ছিল চক্রটির।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত