জাহাঙ্গীর জয়েস
পাখির কিচিরমিচিরে ঘুম ভাঙে না। তবে ঘুম ভাঙলেই চড়ুইয়ের ডাক শুনি। দরজা খুললেই দেখা যায় তাদের। বারান্দার গ্রিলে বসে এদিক-ওদিক তাকায়। এখান থেকে ওখানে যায়। পুচ্ছ নাচায়।
উঠোনে ধান শুকানো হচ্ছে। চড়ুই এসে খেতে শুরু করে। সবুজ ঘাসের ভেতর খাবার খুঁজে বেড়াচ্ছে চড়ুইয়ের দল। ছনের ঘরের চাল, ধানখেত, ঘন গাছের শাখা-প্রশাখায় তাদের ওড়াউড়ির দৃশ্য খুবই স্বাভাবিক।
পুকুরের জলে নুয়ে আসা লেবু, পেয়ারা প্রভৃতি ছোট গাছের ডাল কিংবা নদী, খালের পাশের ঝোপঝাড়ে তাদের ছোটাছুটি, কিচিরমিচির অনেকের কাছেই পরিচিত একটি দৃশ্য। কিন্তু বিদ্যুতের তারে শত শত চড়ুই এসে জড়ো হচ্ছে। তাদের কিচিরমিচির আগন্তুকদের অবাক করে দিচ্ছে। সন্ধ্যার আগে পরে ঘণ্টাখানেক তাদের শব্দে অন্য সব শব্দ ম্লান হয়ে পড়ে। এ দৃশ্য না দেখলে বিশ্বাস করা কঠিন। কিন্তু সেটাই হয়েছে মৌলভীবাজারের ব্যস্ততম সড়কের একটি এম সাইফুর রহমান সড়কে (সেন্ট্রাল রোড)। শেষ বিকেলে চতুর্দিক থেকে শাঁ শাঁ শব্দ করে আসত চড়ুইয়ের পাল। চৌমোহনা লাগোয়া এই সড়কের পাশের বিদ্যুৎ, টেলিফোন, ডিশ, ওয়াইফাই ইত্যাদির লাইনে জড়ো হতো হাজারো চড়ুই। সন্ধ্যার পর গায়ে গা লাগিয়ে বসে থাকত তারা। এই শীতে সম্ভবত শৈত্যপ্রবাহের কারণে তারা চলে গেছে অন্য কোথাও।
সাধারণত এসব তারে চড়ুইদের থাকার কথা নয়। ধারণা করি নতুন নতুন দালানের ভেন্টিলেটর তাদের এখানে আসতে বাধ্য করেছে। আর আশপাশের গাছপালা কমে যাওয়াও একটা কারণ হতে পারে। যেখানে আগে তারা বাসা বাঁধতে পারত। এখন পারে না। এখানে তারা প্রায় ছয় মাস ছিল।
উইকিপিডিয়ায় চড়ুই সম্পর্কে লেখা আছে, ‘শহরে বা গ্রামে, মানববসতির কাছাকাছি যেকোনো পরিবেশে এরা নিজেদের স্বচ্ছন্দে মানিয়ে নিতে পারে। প্রতিকূল পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা থাকলেও সাধারণত জনহীন বনভূমি, তৃণভূমি ও মরুভূমিতে এরা বসবাস করে না।’
তবে কি এই চড়ুইয়ের দল মানুষের কাছাকাছি থাকতেই এখানে এসেছিল। আবার শৈত্যপ্রবাহ থেকে বাঁচতে অন্য কোথাও কোনো মানববসতির কাছাকাছি আশ্রয় নিয়েছে!
যা হোক। আজ ২০ মার্চ বিশ্ব চড়ুই পাখি দিবস। তারাও ভালো থাকুক, নিরাপদ থাকুক প্রকৃতি এবং সভ্যতার মেলবন্ধনে।
লেখক: কবি ও শিক্ষক
পাখির কিচিরমিচিরে ঘুম ভাঙে না। তবে ঘুম ভাঙলেই চড়ুইয়ের ডাক শুনি। দরজা খুললেই দেখা যায় তাদের। বারান্দার গ্রিলে বসে এদিক-ওদিক তাকায়। এখান থেকে ওখানে যায়। পুচ্ছ নাচায়।
উঠোনে ধান শুকানো হচ্ছে। চড়ুই এসে খেতে শুরু করে। সবুজ ঘাসের ভেতর খাবার খুঁজে বেড়াচ্ছে চড়ুইয়ের দল। ছনের ঘরের চাল, ধানখেত, ঘন গাছের শাখা-প্রশাখায় তাদের ওড়াউড়ির দৃশ্য খুবই স্বাভাবিক।
পুকুরের জলে নুয়ে আসা লেবু, পেয়ারা প্রভৃতি ছোট গাছের ডাল কিংবা নদী, খালের পাশের ঝোপঝাড়ে তাদের ছোটাছুটি, কিচিরমিচির অনেকের কাছেই পরিচিত একটি দৃশ্য। কিন্তু বিদ্যুতের তারে শত শত চড়ুই এসে জড়ো হচ্ছে। তাদের কিচিরমিচির আগন্তুকদের অবাক করে দিচ্ছে। সন্ধ্যার আগে পরে ঘণ্টাখানেক তাদের শব্দে অন্য সব শব্দ ম্লান হয়ে পড়ে। এ দৃশ্য না দেখলে বিশ্বাস করা কঠিন। কিন্তু সেটাই হয়েছে মৌলভীবাজারের ব্যস্ততম সড়কের একটি এম সাইফুর রহমান সড়কে (সেন্ট্রাল রোড)। শেষ বিকেলে চতুর্দিক থেকে শাঁ শাঁ শব্দ করে আসত চড়ুইয়ের পাল। চৌমোহনা লাগোয়া এই সড়কের পাশের বিদ্যুৎ, টেলিফোন, ডিশ, ওয়াইফাই ইত্যাদির লাইনে জড়ো হতো হাজারো চড়ুই। সন্ধ্যার পর গায়ে গা লাগিয়ে বসে থাকত তারা। এই শীতে সম্ভবত শৈত্যপ্রবাহের কারণে তারা চলে গেছে অন্য কোথাও।
সাধারণত এসব তারে চড়ুইদের থাকার কথা নয়। ধারণা করি নতুন নতুন দালানের ভেন্টিলেটর তাদের এখানে আসতে বাধ্য করেছে। আর আশপাশের গাছপালা কমে যাওয়াও একটা কারণ হতে পারে। যেখানে আগে তারা বাসা বাঁধতে পারত। এখন পারে না। এখানে তারা প্রায় ছয় মাস ছিল।
উইকিপিডিয়ায় চড়ুই সম্পর্কে লেখা আছে, ‘শহরে বা গ্রামে, মানববসতির কাছাকাছি যেকোনো পরিবেশে এরা নিজেদের স্বচ্ছন্দে মানিয়ে নিতে পারে। প্রতিকূল পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা থাকলেও সাধারণত জনহীন বনভূমি, তৃণভূমি ও মরুভূমিতে এরা বসবাস করে না।’
তবে কি এই চড়ুইয়ের দল মানুষের কাছাকাছি থাকতেই এখানে এসেছিল। আবার শৈত্যপ্রবাহ থেকে বাঁচতে অন্য কোথাও কোনো মানববসতির কাছাকাছি আশ্রয় নিয়েছে!
যা হোক। আজ ২০ মার্চ বিশ্ব চড়ুই পাখি দিবস। তারাও ভালো থাকুক, নিরাপদ থাকুক প্রকৃতি এবং সভ্যতার মেলবন্ধনে।
লেখক: কবি ও শিক্ষক
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে