নিরব-স্পর্শিয়ার বিরুদ্ধে নির্মাতার অভিযোগ

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৭ মে ২০২৪, ০৮: ২৮
আপডেট : ১৭ মে ২০২৪, ০৯: ১১

গ্রামের এক সাধারণ মেয়ে হতে চায় বিমানের পাইলট। তার সেই স্বপ্নপূরণের গল্প ঘিরে তৈরি হয়েছে ‘সুস্বাগতম’। বানিয়েছেন শফিকুল আলম। এটি নির্মাতার প্রথম সিনেমা। এতে জুটি হয়ে অভিনয় করেছেন নিরব হোসেন ও অর্চিতা স্পর্শিয়া। ২৪ মে সিনেমাটি মুক্তি পাবে বলে ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান বনবিথী মুভিজ। ১৫ মে পোস্টার ও টিজার প্রকাশের মধ্য দিয়ে শুরু হয়েছে সিনেমার প্রচার। কিন্তু সিনেমার প্রচারে নায়ক নিরব ও নায়িকা স্পর্শিয়া সহযোগিতা করছেন না বলে অভিযোগ এনেছেন পরিচালক শফিকুল আলম। তিনি জানিয়েছেন, সিনেমা মুক্তির কথা জানানোর পরও নায়ক-নায়িকার কাছ থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।

শফিকুল আলম বলেন, ‘সিনেমা মুক্তির খবরটি নিরবকে চার-পাঁচ দিন আগেই জানিয়েছি। বিস্তারিত জানিয়ে তাঁকে একটি ভিডিও বার্তা দিতে বলেছি। কিন্তু তিনি আমার কল ধরছেন না। কোনো সাড়াও দিচ্ছেন না। পোস্টার, টিজার রিলিজ দেওয়া হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো কিছুই শেয়ার করেননি তিনি। উল্টো তিনি নাকি আজ (গতকাল) মালদ্বীপ চলে গেছেন। আর স্পর্শিয়া আমার ফোন রিসিভ করছেন না। মেসেজের উত্তর দিচ্ছেন না। তাঁকেও টিজার, পোস্টার পাঠানো হয়েছে।’

নায়ক-নায়িকার কেন এমন আচরণ—জানতে চাইলে শফিকুল আলম বলেন, ‘সিনেমার শুটিংয়ের সময় তাঁরা খুশি ছিলেন। এমনকি তাঁদের পুরো পেমেন্টও করা হয়েছে। কিন্তু শুটিং শেষে তাঁদের মোড় ঘুরে গেছে। কেন এমন আচরণ করছেন, সেটাও আমাদের জানাননি। তাঁদের এই অসহযোগিতার কারণে আমার সিনেমার ক্ষতি হলে এর দায়ভার কে নেবে? এগুলো কি সিনেমার জন্য ভালো? নির্মাতা হিসেবে সিনেমাটি যেমন আমার, অভিনয়শিল্পী হিসেবে তাঁদেরও। কিন্তু দুই অভিনয়শিল্পীর আচরণে সেটা মনে হচ্ছে না। বিষয়টি নিয়ে আমি পরিচালক সমিতির সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনার পর করণীয় ঠিক করব বলে সিদ্ধান্ত নিয়েছি।’

এ বিষয়ে জানতে নিরব ও স্পর্শিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা কল রিসিভ করেননি। এমনকি খুদে বার্তা পাঠালেও উত্তর দেননি। মাঝে একবার স্পর্শিয়ার ফোন অন্য কেউ রিসিভ করলে তাঁকে বিষয়টি জানিয়ে স্পর্শিয়ার সঙ্গে কথা বলতে চাইলে তিনি জানান, স্পর্শিয়া শুটিংয়ে আছেন, পরে কলব্যাক করবেন। কিন্তু এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্পর্শিয়া কলব্যাক করেননি।

সুস্বাগতম সিনেমায় মা ও মেয়ে—দুটি চরিত্রে অভিনয় করেছেন স্পর্শিয়া। চরিত্র দুটির নাম রহিমন ও করিমন। অন্যদিকে হাসান চরিত্রে অভিনয় করেছেন নিরব। যুবক ও বৃদ্ধ—দুই বয়সের চরিত্রেই দেখা যাবে তাঁকে।

শফিকুল আলমসিনেমার গল্প নিয়ে নির্মাতা জানান, রহিমন নামের এক মেয়ে পাইলট হওয়ার স্বপ্ন দেখে। একটি বিমানকে সে মেরামত করে। তবে কিছুক্ষণ ওড়ার পর সেটি পানিতে পড়ে যায়। হাসানের সঙ্গে বিয়ের পর সন্তান প্রসব করার সময় মারা যায় রহিমন। স্ত্রীর ইচ্ছা অনুযায়ী পাইলট বানানোর স্বপ্ন নিয়ে মেয়েকে বড় করে হাসান।

সুস্বাগতম সিনেমায় আরও অভিনয় করেছেন নিপুণ আক্তার, মাহমুদুল হাসান মিঠু, আয়েশ, মারুফ আকিব, অলোকা সরকার প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত