Ajker Patrika

চাল পেলেন ৩১০ জেলে

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১২: ১৯
চাল পেলেন ৩১০ জেলে

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নের জেলের মাঝে ৬ হাজার ২০০ কেজি চাল বিতরণ করা হয়েছে। ৩১০ জেলের মাঝে মাথা পিছু ২০ কেজি করে চাল দেওয়া হয়।

গতকাল শুক্রবার সকাল ১০টায় আমতলী ইউনিয়নের অস্থায়ী খাদ্য গোডাউনের সামনে এ সব চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান রাশেল চৌধুরী। এ সময় ইউপি সচিব সগির আহম্মেদসহ ওয়ার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।

রাশেল চৌধুরী জানান, কাপ্তাই হ্রদে প্রাকৃতিকভাবে মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে তিন মাস মাছ ধরা বন্ধ থাকায় মানবিক সহায়তার হিসেবে নিবন্ধিত জেলেদের এ চাল বিতরণ করা হয়েছে।

এদিকে আমতলী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রাশেল চৌধুরীর বিরুদ্ধে জেলেদের চাল আত্মসাৎ করেছেন বলে গত বুধবার বাঘাইছড়ি থানায় লিখিত অভিযোগ করেছেন মজিবুর রহমান নামে এক ব্যক্তি। নিজেকে সচেতন নাগরিক দাবি করে মাহিলা গ্রামের ওই ব্যক্তি অভিযোগে লিখেছেন, ইউপি চেয়ারম্যান রাশেল চৌধুরী জেলেদের চাল উত্তোলন করে বাজারে বিক্রি করে টাকা আত্মসাৎ করেছেন। অভিযোগ ভিত্তি অনুসন্ধানে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর উপজেলার সরকার গোডাউন থেকে চাল উত্তোলন করেন। কিন্তু একটি প্রশিক্ষণে অংশ নেওয়ায় চাল বিতরণে দেরি হয়ে যায়। এতে চেয়ারম্যানের বিরুদ্ধ ওই অভিযোগ ওঠে।

উপকার ভোগী জেলে মনির আহমদ জানান, চাল নিয়ে তাঁদের কোনো অভিযোগ নেই। তাঁরা যথাসময়ে চাল বুজে পেয়েছেন।

অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান রাশেল চৌধুরী বলেন, সামনে নির্বাচন, তাই উদ্দেশ্য প্রণোধিতভাবে কেউ কেউ মিথ্যা অভিযোগ ছড়িয়ে আমার বদনাম তৈরির চেষ্টা করছেন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম বলেন, যথাসময়ে জেলেদের মাঝে চাল বিতরন করা হয়েছে। অভিযোগ যে কেউ করতে পারেন, তার সত্যতা কতখানি সেটাই দেখার বিষয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত