উদ্ধার হয়নি সীমান্তে পড়ে থাকা লাশ দুটি

কানাইঘাট প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২১, ০৯: ২৯
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৫: ৫১

সিলেটের কানাইঘাটে বাংলাদেশ-ভারত সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে দুই দিন ধরে পড়ে আছে দুই বাংলাদেশির লাশ। লাশ দুটি কানাইঘাটের দনা সীমান্ত এলাকার এরালীগুল গ্রামের আরিফ উদ্দিন ও আশকর উদ্দিনের।

গত মঙ্গলবার রাত থেকেই সোনারখেয়ড় সীমান্তের ১৩৩১ নম্বর মেইন পিলারের অভ্যন্তরে ভারতের মেঘালয় রাজ্যের উকিয়াং এলাকার লালটিলাসংলগ্ন নুনতালাং ছড়ায় লাশ দুটি পড়ে থাকলেও আইনি জটিলতার কারণে উদ্ধার কার্যক্রম চালাতে পারছে না ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

এ নিয়ে গতকাল দুপুরে ভারতের উকিয়াং ক্যাম্পের বিএসএফের পক্ষ থেকে সোর্স মারফত চিঠি দেওয়া হয়েছে দনা সীমান্তের বিজিবি ক্যাম্পে। এরপর বিকেলে উভয় ক্যাম্পের পক্ষ থেকে ১৩৩১ নম্বর পিলারের কাছে পতাকা বৈঠক হলেও কোনো পক্ষই দায়িত্ব না নেওয়ায় পতাকা বৈঠক ভেস্তে যায়। বৈঠক ভেস্তে যাওয়ায় দিনব্যাপী সীমান্ত এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বিএসএফ ও বিজিবি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত