বিনোদন প্রতিবেদক, ঢাকা
এক শটেই পুরো একটি চলচ্চিত্র। আন্তর্জাতিক অঙ্গনে এ ধরনের নিরীক্ষা দেখা গেলেও এবারই প্রথম দেশের টেলিভিশনে প্রচারের লক্ষ্যে এক শটের পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি হয়েছে। রিহার্সাল ও সব ধরনের প্রস্তুতি শেষে পুরো ছবি আনকাট ধারণ করা হয়েছে। নির্মাণ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই। বাংলাদেশের বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে তৈরি হয়েছে বিশেষ এই পাঁচ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ২০ মিনিট দৈর্ঘ্যের প্রতিটি চলচ্চিত্রই মুক্তিযুদ্ধবিষয়ক। চলচ্চিত্রগুলো হলো—‘দূরযাত্রা’, ‘ছায়া মরিচের বনে’, ‘কামালনামা’, ‘সিন্স ১৯৭১’ ও ‘শালবৃক্ষ’। মহান বিজয় দিবসে চলচ্চিত্রগুলো প্রকাশিত হবে ওটিটি প্ল্যাটফর্ম বায়স্কোপে। এরপর দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে বলে জানিয়েছেন প্রযোজক শাহরিয়ার শাকিল। ছবিগুলো ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে কাজ করেছেন অভিনেতা মনোজ প্রামাণিক।
দূরযাত্রা
মুক্তিযুদ্ধের সময়ের এক স্কুলশিক্ষকের গল্প। হঠাৎ করেই তাঁর বাড়িতে হাজির হন আহত একজন বীর মুক্তিযোদ্ধা। তাঁর সঙ্গে স্কুলশিক্ষকের স্ত্রীর সম্পর্ক ছিল বিয়ের আগে। সব মিলিয়ে বাড়ির পরিবেশ হয়ে ওঠে গমগমে। কিন্তু শেষ পর্যন্ত দেশের চিন্তাই বড় হয়ে ওঠে শিক্ষকের কাছে।
‘দূরযাত্রা’র চিত্রনাট্য ও নির্মাণ করেছেন আহসানুল ইয়ামিন রিয়াদ। অভিনয়ে মনোজ প্রামাণিক, সানজিদা প্রীতি, মেহেদি তানজির।
ছায়া মরিচের বনে
বাড়িতে বয়স্ক বাবা, মা, ছোট ভাই আর বোনকে রেখে মুক্তিযুদ্ধে যাওয়া ছেলেটি এক রাতে বাড়ি আসে সহযোদ্ধাদের নিয়ে। সেই খবর পেয়ে যায় পাকিস্তানি বাহিনী। বাড়ির সবাইকে নির্বিঘ্নে পালিয়ে যেতে সাহায্য করতে বাবা একা রয়ে যান বাড়িতে। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইশতিয়াক জিহাদ। অভিনয়ে জয়ন্ত চট্টোপাধ্যায়, আহসাবুল ইয়ামিন, গোলাম মুস্তাকিম প্রমুখ।
কামালনামা
মুক্তিযুদ্ধের প্রায় ২৫ বছর পর নিজের ভিটেবাড়িতে ফিরে আসে এক ব্যক্তি। নিজের বাড়ি আর সন্তানকে ফিরে পাওয়ার দাবি তোলে সে। শ্রী অভিক চন্দ্র তালুকদারের চিত্রনাট্য ও পরিচালনায় এই চলচ্চিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আলমগীর হোসেন, সুমাইয়া হক প্রমুখ।
সিন্স ১৯৭১
বিয়ের আসরে বর জানতে পারে যাকে বিয়ে করছে, সে একজন বীরাঙ্গনার মেয়ে। ভেঙে যায় বিয়ে। শুরু হয় ভিন্ন এক নাটকীয়তা! রেদওয়ান ইলাহির চিত্রনাট্য ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মোমেনা চৌধুরী, সামিয়া অথৈ, হান্নান শেলী প্রমুখ।
শালবৃক্ষ
দুর্ঘটনায় আহত হয় এক নারী পোশাককর্মী। হাসপাতালে টাকা দিয়ে সেই দুর্ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে লোকজন। কিন্তু প্রতিবাদে অটল থাকেন সেই মেয়ের বীর মুক্তিযোদ্ধা বাবা। গোলাম মুনতাকিম ফাহিমের চিত্রনাট্য ও পরিচালনায় এতে অভিনয় করেছেন অশোক ব্যাপারী, সুমন আনোয়ার প্রমুখ।
এক শটেই পুরো একটি চলচ্চিত্র। আন্তর্জাতিক অঙ্গনে এ ধরনের নিরীক্ষা দেখা গেলেও এবারই প্রথম দেশের টেলিভিশনে প্রচারের লক্ষ্যে এক শটের পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি হয়েছে। রিহার্সাল ও সব ধরনের প্রস্তুতি শেষে পুরো ছবি আনকাট ধারণ করা হয়েছে। নির্মাণ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই। বাংলাদেশের বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে তৈরি হয়েছে বিশেষ এই পাঁচ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ২০ মিনিট দৈর্ঘ্যের প্রতিটি চলচ্চিত্রই মুক্তিযুদ্ধবিষয়ক। চলচ্চিত্রগুলো হলো—‘দূরযাত্রা’, ‘ছায়া মরিচের বনে’, ‘কামালনামা’, ‘সিন্স ১৯৭১’ ও ‘শালবৃক্ষ’। মহান বিজয় দিবসে চলচ্চিত্রগুলো প্রকাশিত হবে ওটিটি প্ল্যাটফর্ম বায়স্কোপে। এরপর দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে বলে জানিয়েছেন প্রযোজক শাহরিয়ার শাকিল। ছবিগুলো ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে কাজ করেছেন অভিনেতা মনোজ প্রামাণিক।
দূরযাত্রা
মুক্তিযুদ্ধের সময়ের এক স্কুলশিক্ষকের গল্প। হঠাৎ করেই তাঁর বাড়িতে হাজির হন আহত একজন বীর মুক্তিযোদ্ধা। তাঁর সঙ্গে স্কুলশিক্ষকের স্ত্রীর সম্পর্ক ছিল বিয়ের আগে। সব মিলিয়ে বাড়ির পরিবেশ হয়ে ওঠে গমগমে। কিন্তু শেষ পর্যন্ত দেশের চিন্তাই বড় হয়ে ওঠে শিক্ষকের কাছে।
‘দূরযাত্রা’র চিত্রনাট্য ও নির্মাণ করেছেন আহসানুল ইয়ামিন রিয়াদ। অভিনয়ে মনোজ প্রামাণিক, সানজিদা প্রীতি, মেহেদি তানজির।
ছায়া মরিচের বনে
বাড়িতে বয়স্ক বাবা, মা, ছোট ভাই আর বোনকে রেখে মুক্তিযুদ্ধে যাওয়া ছেলেটি এক রাতে বাড়ি আসে সহযোদ্ধাদের নিয়ে। সেই খবর পেয়ে যায় পাকিস্তানি বাহিনী। বাড়ির সবাইকে নির্বিঘ্নে পালিয়ে যেতে সাহায্য করতে বাবা একা রয়ে যান বাড়িতে। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইশতিয়াক জিহাদ। অভিনয়ে জয়ন্ত চট্টোপাধ্যায়, আহসাবুল ইয়ামিন, গোলাম মুস্তাকিম প্রমুখ।
কামালনামা
মুক্তিযুদ্ধের প্রায় ২৫ বছর পর নিজের ভিটেবাড়িতে ফিরে আসে এক ব্যক্তি। নিজের বাড়ি আর সন্তানকে ফিরে পাওয়ার দাবি তোলে সে। শ্রী অভিক চন্দ্র তালুকদারের চিত্রনাট্য ও পরিচালনায় এই চলচ্চিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আলমগীর হোসেন, সুমাইয়া হক প্রমুখ।
সিন্স ১৯৭১
বিয়ের আসরে বর জানতে পারে যাকে বিয়ে করছে, সে একজন বীরাঙ্গনার মেয়ে। ভেঙে যায় বিয়ে। শুরু হয় ভিন্ন এক নাটকীয়তা! রেদওয়ান ইলাহির চিত্রনাট্য ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মোমেনা চৌধুরী, সামিয়া অথৈ, হান্নান শেলী প্রমুখ।
শালবৃক্ষ
দুর্ঘটনায় আহত হয় এক নারী পোশাককর্মী। হাসপাতালে টাকা দিয়ে সেই দুর্ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে লোকজন। কিন্তু প্রতিবাদে অটল থাকেন সেই মেয়ের বীর মুক্তিযোদ্ধা বাবা। গোলাম মুনতাকিম ফাহিমের চিত্রনাট্য ও পরিচালনায় এতে অভিনয় করেছেন অশোক ব্যাপারী, সুমন আনোয়ার প্রমুখ।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে