Ajker Patrika

পৌরসভার ১৮ ওয়ার্ডে যুবলীগের কমিটি

ফেনী প্রতিনিধি
আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১২: ৪১
পৌরসভার ১৮ ওয়ার্ডে   যুবলীগের কমিটি

ফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ডে যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন বাবলু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় আগামী ৩ বছরের জন্য ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এর আগে ফেনী পৌরসভার প্রতিটি ওয়ার্ডে যুবলীগের কমিটি গঠনের লক্ষ্যে ওয়ার্ড সম্মেলনের মাধ্যমে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হয়।

কমিটিতে ১ নম্বর ওয়ার্ডে মো. ওমর ফারুক চৌধুরীকে সভাপতি ও আমজাদ হোসেন সাগরকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। একইভাবে ২ নম্বর ওয়ার্ডে অর্জুন নাথ ও শুকদেব চন্দ্র দাস, ৩ নম্বর ওয়ার্ডে মো. ফারুক ও মো. জাহাঙ্গীর আলম, ৪ নম্বর ওয়ার্ডে রেজাউল করিম মাছুম ও ইকবাল হোসেন, ৫ নম্বর ওয়ার্ডে জাফর আহমেদ ও গাজী মনোয়ার হোসেন সোহেলের নাম ঘোষণা করা হয়।

এদিকে ৬ নম্বর ওয়ার্ডে ফারুক আহমেদ ও মো. রফিকুল ইসলাম ভূঞা রুবেল, ৭ নম্বর ওয়ার্ডে শরীফুল ইসলাম ও মো. শাহাদাত হোসেন সাখাওয়াত, ৮ নম্বর ওয়ার্ডে আবদুল আজিজ তালুকদার ও মোহাম্মদ নুর নবী সবুজ, ৯ নম্বর ওয়ার্ডে মো. জয়নাল আবেদীন ও নবাব শরীফ, ১০ নম্বর ওয়ার্ডে মো. সুজন মির্জা ও আবদুল্লাহ আল মামুন, ১১ নম্বর ওয়ার্ডে ফারভেজ হোসেন রিপন ও মোহাম্মদ উল্লাহ সুফল, ১২ নম্বর ওয়ার্ডে সাইফুল ইসলাম মাছুম ও আকবর হোসেন ভূঞা রিপনের নাম ঘোষণা করা হয়।

এ ছাড়া ১৩ নম্বর ওয়ার্ডে জাহিদ হোসেন ও এনামুল হক একরাম পাটোয়ারী, ১৪ নম্বর ওয়ার্ডে শাহাদাত হোসেন রুবেল ও মো. নজরুল ইসলাম বাবু, ১৫ নম্বর ওয়ার্ডে মো. ছালেহ আহমদ সজীব ও মো. দেলোয়ার হোসেন পাটোয়ারী, ১৬ নম্বর ওয়ার্ডে মো. ছামাউন নুর ও মিনহাজুল ইসলাম, ১৭ নম্বর ওয়ার্ডে শহীদুল ইসলাম সোহেল ও খোন্দকার মোস্তাফিজুর রহমান, ১৮ নম্বর ওয়ার্ডে ইমাম হোসেন মজুমদার ইমন সভাপতি ও নুর মোহাম্মদ ফামেলকে সাধারণ সম্পাদক করে নাম ঘোষণা করা হয়েছে।

পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, নানাভাবে যাচাই-বাছাই করে স্বচ্ছ যুবনেতাদের নিয়ে যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। যুব সমাজকে সাম্প্রদায়িক আস্ফালন, অপশক্তির বিরুদ্ধে এবং দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত দেশ নির্মাণের স্বপ্ন বাস্তবায়নে জন্য একযোগে কাজ করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত