২ হাসপাতাল বন্ধ, দুটিকে সময়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ৩০ আগস্ট ২০২২, ১৩: ৫২

চট্টগ্রাম নগরীর চট্টেশ্বরী রোডের দেশ মেডিকেল সার্ভিস হাসপাতাল ও পাঁচলাইশের ট্রিটমেন্ট চক্ষু হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি আরও ২টি হাসপাতালকে প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করতে ১০ দিনের সময় বেঁধে দেওয়া হয়।

গতকাল সোমবার চট্টগ্রামের সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াস চৌধুরীর নেতৃত্বে চালানো অভিযানে নানা অভিযোগে ওই প্রতিষ্ঠান দুটি বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া হেলথ হোম প্রাইভেট লিমিটেড ও ফেয়ার হেলথ নামের আরও দুই প্রতিষ্ঠানকে সতর্ক করে কাগজপত্র ঠিক করার জন্য ১০ দিনের সময় বেঁধে দেওয়া হয়।

সিভিল সার্জন সূত্র জানায়, দেশ মেডিকেল সার্ভিস প্রতিষ্ঠান ২০১৫ সালের পর কোনো লাইসেন্স নবায়ন করেনি। নেই জরুরি বিভাগও। অপারেশন থিয়েটারও মানসম্মত নয়।

নার্সরাও কেউ ডিপ্লোমা সনদধারী নন। পরিবেশও নোংরা। সব মিলিয়ে হাসপাতালটির কার্যক্রম বন্ধের নির্দেশনা দেন সিভিল সার্জন। একই সঙ্গে পাঁচলাইশের ট্রিটমেন্ট চক্ষু হাসপাতালের অনলাইনে নিবন্ধনের অনুমতিপত্র ও হাসপাতাল পরিচালনার কোনো অনুমতির কাগজপত্র পাওয়া যায়নি। অপারেশন থিয়েটার মানসম্মত না থাকাসহ নানান অনিয়মে এ হাসপাতাল বন্ধ রাখতে বলা হয়েছে।

সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াস চৌধুরী জানান, অবৈধভাবে স্বাস্থ্যকেন্দ্রে বিরুদ্ধে এ অভযান অব্যহত থাকবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত