সিলেট প্রতিনিধি
সিলেটে চলমান বন্যায় কৃষি খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী প্রায় ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা। ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের অতিরিক্ত পরিচালক মো. মোশাররফ হোসেন খান।
চলতি বছরে এটি তৃতীয় দফার বন্যা। বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে ১৫ জুন তৃতীয় ধাপের বন্যা শুরু হয় সিলেটে। এতে বিভাগের চার জেলাতেই কৃষি খাতে ক্ষতি হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতি সিলেট জেলায় হয়েছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, বন্যার পানিতে তলিয়ে গেছে সুনামগঞ্জের ৯০ শতাংশ ও সিলেটের ৭০ শতাংশ এলাকা। এই বন্যায় বিভাগে আউশ ধানের ৬৫ হাজার হেক্টরের বেশি জমি, বোনা আমনের ১৫ হাজার হেক্টর ও সবজির প্রায় সাড়ে ৭ হাজার হেক্টর জমি তলিয়ে গেছে।
গত মাসেই পানিতে তলিয়ে যাওয়া বোরো ধান কেটে ঘরে তুলেছিলেন সিলেট সদর উপজেলার সামাউরাকান্দির কৃষক সের আলী। পানিতে তলিয়ে গেলেও কিছু ধান বাঁচাতে পেরেছিলেন তিনি। তবে চলমান এই বন্যার পানি ঘরে প্রবেশ করায় সেই ধানগুলোও নষ্ট হয়ে গেছে। সের আলীর মতো একই অবস্থা এই এলাকার বেশির ভাগ কৃষকের।
সের আলী বলেন, ‘এক বন্যায় জমির ধান ভাসাইয়া নিল। আরেক বন্যায় ঘরের মজুত ধান ভাসাইয়া নিছে। কিছু বোঝার আগেই ঘরে পানি ঢুকে যায়। অনেক কষ্টে ৪ বিঘা জমি করছিলাম। সব শেষ হইয়া গেছে।’
এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেটের অতিরিক্ত পরিচালক মো. মোশাররফ হোসেন খান বলেন, ‘বন্যায় সিলেটে বড় ধাক্কা লেগেছে কৃষিতে। মাঠে প্রায় ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া কৃষকের গোলায় থাকা অনেক ধানও তলিয়ে গেছে। এগুলোর প্রকৃত হিসাব পাওয়া সম্ভব নয়। পেলে ক্ষতির পরিমাণ আরও বাড়ত। এদিকে এখনো অনেক এলাকায় পানি বাড়ছে। এতে ক্ষতির পরিমাণ আরও বাড়বে।’
তিনি বলেন, সিলেট জেলায় আউশ ধান তলিয়েছে ২৬ হাজার ৬৭৯ হেক্টর এবং সবজি ডুবেছে ২ হাজার ৬৬৫ হেক্টর জমির। হবিগঞ্জে ১৫ হাজার ৭১০ হেক্টর আউশ ধান, ১ হাজার ৫৯৭ হেক্টর সবজি এবং ১৪ হাজার ৬৩০ হেক্টর বোনা আমন ডুবে গেছে। মৌলভীবাজারে আউশ ধান ডুবেছে ১১ হাজার ৭৪১ হেক্টর, সবজি ডুবেছে ৮০৮ হেক্টর এবং বোনা আমনের জমি ডুবেছে ৩৬২ হেক্টর।
সিলেটে চলমান বন্যায় কৃষি খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী প্রায় ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা। ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের অতিরিক্ত পরিচালক মো. মোশাররফ হোসেন খান।
চলতি বছরে এটি তৃতীয় দফার বন্যা। বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে ১৫ জুন তৃতীয় ধাপের বন্যা শুরু হয় সিলেটে। এতে বিভাগের চার জেলাতেই কৃষি খাতে ক্ষতি হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতি সিলেট জেলায় হয়েছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, বন্যার পানিতে তলিয়ে গেছে সুনামগঞ্জের ৯০ শতাংশ ও সিলেটের ৭০ শতাংশ এলাকা। এই বন্যায় বিভাগে আউশ ধানের ৬৫ হাজার হেক্টরের বেশি জমি, বোনা আমনের ১৫ হাজার হেক্টর ও সবজির প্রায় সাড়ে ৭ হাজার হেক্টর জমি তলিয়ে গেছে।
গত মাসেই পানিতে তলিয়ে যাওয়া বোরো ধান কেটে ঘরে তুলেছিলেন সিলেট সদর উপজেলার সামাউরাকান্দির কৃষক সের আলী। পানিতে তলিয়ে গেলেও কিছু ধান বাঁচাতে পেরেছিলেন তিনি। তবে চলমান এই বন্যার পানি ঘরে প্রবেশ করায় সেই ধানগুলোও নষ্ট হয়ে গেছে। সের আলীর মতো একই অবস্থা এই এলাকার বেশির ভাগ কৃষকের।
সের আলী বলেন, ‘এক বন্যায় জমির ধান ভাসাইয়া নিল। আরেক বন্যায় ঘরের মজুত ধান ভাসাইয়া নিছে। কিছু বোঝার আগেই ঘরে পানি ঢুকে যায়। অনেক কষ্টে ৪ বিঘা জমি করছিলাম। সব শেষ হইয়া গেছে।’
এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেটের অতিরিক্ত পরিচালক মো. মোশাররফ হোসেন খান বলেন, ‘বন্যায় সিলেটে বড় ধাক্কা লেগেছে কৃষিতে। মাঠে প্রায় ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া কৃষকের গোলায় থাকা অনেক ধানও তলিয়ে গেছে। এগুলোর প্রকৃত হিসাব পাওয়া সম্ভব নয়। পেলে ক্ষতির পরিমাণ আরও বাড়ত। এদিকে এখনো অনেক এলাকায় পানি বাড়ছে। এতে ক্ষতির পরিমাণ আরও বাড়বে।’
তিনি বলেন, সিলেট জেলায় আউশ ধান তলিয়েছে ২৬ হাজার ৬৭৯ হেক্টর এবং সবজি ডুবেছে ২ হাজার ৬৬৫ হেক্টর জমির। হবিগঞ্জে ১৫ হাজার ৭১০ হেক্টর আউশ ধান, ১ হাজার ৫৯৭ হেক্টর সবজি এবং ১৪ হাজার ৬৩০ হেক্টর বোনা আমন ডুবে গেছে। মৌলভীবাজারে আউশ ধান ডুবেছে ১১ হাজার ৭৪১ হেক্টর, সবজি ডুবেছে ৮০৮ হেক্টর এবং বোনা আমনের জমি ডুবেছে ৩৬২ হেক্টর।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে