Ajker Patrika

পুলিশের ওপর হামলা যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রতিনিধি, সাভার
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৯: ১০
পুলিশের ওপর হামলা যুবলীগ নেতা গ্রেপ্তার

আশুলিয়ায় পুলিশের ওপর হামলা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে আশুলিয়ার নবীনগর থেকে মো. সুমন পন্ডি (৩৫) ওরফে সুমন মন্ডল পন্ডিত নামে ওই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার সুমন আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি। তিনি পাথালিয়া ইউনিয়নের চাকলগ্রাম এলাকার মৃত শাহ আলমের ছেলে।

গতকাল মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম। এর আগে সোমবার রাতে নবীনগরের জাতীয় স্মৃতিসৌধের সামনে কর্তব্যরত পুলিশ সদস্য রাশিদুল ইসলামের ওপর হামলা করে সুমন পন্ডি। এ সময় ঘটনাস্থলে ছিলেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হাচিব শিকদার।

এসআই হাচিব সিকদারের করা মামলার এজাহার থেকে জানা যায়, ৯৯৯-এ এক মারামারির ঘটনা শুনে তাঁরা স্মৃতিসৌধের সামনে যান। সেখানে মারামারির সঙ্গে জড়িত অজ্ঞাত একজনের পক্ষ নিয়ে পুলিশের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করে সুমন পন্ডি। এ সময় পুলিশের গাড়িচালক রাশিদুলকে মারধর করেন সুমন। এ ছাড়া তিনি পুলিশের কাজে বাধা দেন এবং পুলিশ সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করেন।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, সুমন পন্ডির বিরুদ্ধে ১৪৩,৩৩২, ৩৫৩ ও ৫০৬ ধারায় মঙ্গলবার মামলা করা হয়েছে। এই মামলায় তাঁকে আদালতে হয়েছে। তাঁর নামে এর আগেও মাদক মামলা আছে। তিনি মাতাল ছিলেন কিনা মেডিকেল টেস্টের রিপোর্ট পেলে জানা যাবে।

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালের ৩ আগস্ট ফেনসিডিলসহ সুমন ও তাঁর এক সহযোগীকে আটক করেছিল পুলিশ। গত বছরের সেপ্টেম্বর মাসে তিনি পাথালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতির পদ পান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত