মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
প্রায় এক মাস আগে মেঘনায় মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা শেষ হলেও চাঁদপুরের মতলব দক্ষিণের বাজারগুলোতে ইলিশের সরবরাহ কম। নদীতে জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে না। যে কারণে মাছের বাজারগুলোতে ইলিশের দেখা পাওয়া যাচ্ছে না। অল্প কিছু ইলিশ বাজারে এলেও দাম বেশ চড়া।
তবে কয়েক দিন ধরে বৃষ্টি হওয়ায় ইলিশ নদীর গভীরে চলে গেছে বলে মনে করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘জেলেদের জালে তেমন ইলিশ ধরা পড়ছে না। আশা করি, বৃষ্টি কমলে প্রত্যাশিত ইলিশ পাওয়া যাবে। তখন ক্রেতারাও ইলিশের স্বাদ নিতে পারবেন।’
জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, জাটকা রক্ষায় চলতি বছরের ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস মেঘনা নদীর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকায় মাছ ধরা নিষিদ্ধ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। নিষেধাজ্ঞা শেষে গত ১ মে থেকে আবার মাছ ধরা শুরু করেন জেলেরা। মতলব দক্ষিণ উপজেলার মতলব বাজার, বরদিয়া আড়ং, মুন্সীরহাট, নায়েরগাঁও, নারায়ণপুর, মাছুয়া খালসহ কয়েকটি মাছবাজারে গিয়ে দেখা গেছে, মাছ বিক্রেতারা হাতে গোনা কয়েকটি ইলিশ নিয়ে বসে আছেন। দাম বেশি হওয়ায় অধিকাংশ ক্রেতা দরদাম করেই ফিরে যাচ্ছেন। অনেককে শখ করে বেশি দাম দিয়ে দু-একটি ইলিশ কিনে নিয়ে যেতে দেখা যায়।
উপজেলার মাছুয়া খাল এলাকার কৃষক মো. আলী ইলিশ কিনতে মতলব মাছ বাজারে যান। দাম বেশি হওয়ায় তিনি ইলিশের পরিবর্তে রুই মাছ কেনেন। তিনি বলেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর বাজারে ইলিশের আকাল দেখা যাচ্ছে। দামও খুব চড়া। এত দামে ইলিশ কেনা সাধ্যের বাইরে। অনেক দরদাম করেও একটি ইলিশও কিনতে পারেননি। তাই রুই মাছ কিনে ফিরেছেন।
ওই বাজারের মাছ বিক্রেতা রিপন দাস বলেন, ‘এ বছর ইলিশের আমদানি খুবই কম। মেঘনা নদীতে ইলিশ পাওয়াই যাচ্ছে না। সাগর ও ভাটির অঞ্চল থেকে কিছু ইলিশ আসছে বলে বিক্রি করছি। তবে পদ্মা-মেঘনার আসল স্বাদের ইলিশ পাওয়া যাচ্ছে না। এ জন্য পদ্মা-মেঘনার ইলিশের দামও বেশি। কয়েক দিন ধরে ১ কেজি ওজনের ইলিশের কেজি ১৮০০ থেকে ২০০০ টাকা, ৫০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ কেজিপ্রতি ১২০০ থেকে ১৫০০ এবং ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের প্রতি কেজি ইলিশ ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। যা গত কয়েক বছরের তুলনায় অনেক বেশি।’
প্রায় এক মাস আগে মেঘনায় মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা শেষ হলেও চাঁদপুরের মতলব দক্ষিণের বাজারগুলোতে ইলিশের সরবরাহ কম। নদীতে জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে না। যে কারণে মাছের বাজারগুলোতে ইলিশের দেখা পাওয়া যাচ্ছে না। অল্প কিছু ইলিশ বাজারে এলেও দাম বেশ চড়া।
তবে কয়েক দিন ধরে বৃষ্টি হওয়ায় ইলিশ নদীর গভীরে চলে গেছে বলে মনে করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘জেলেদের জালে তেমন ইলিশ ধরা পড়ছে না। আশা করি, বৃষ্টি কমলে প্রত্যাশিত ইলিশ পাওয়া যাবে। তখন ক্রেতারাও ইলিশের স্বাদ নিতে পারবেন।’
জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, জাটকা রক্ষায় চলতি বছরের ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস মেঘনা নদীর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকায় মাছ ধরা নিষিদ্ধ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। নিষেধাজ্ঞা শেষে গত ১ মে থেকে আবার মাছ ধরা শুরু করেন জেলেরা। মতলব দক্ষিণ উপজেলার মতলব বাজার, বরদিয়া আড়ং, মুন্সীরহাট, নায়েরগাঁও, নারায়ণপুর, মাছুয়া খালসহ কয়েকটি মাছবাজারে গিয়ে দেখা গেছে, মাছ বিক্রেতারা হাতে গোনা কয়েকটি ইলিশ নিয়ে বসে আছেন। দাম বেশি হওয়ায় অধিকাংশ ক্রেতা দরদাম করেই ফিরে যাচ্ছেন। অনেককে শখ করে বেশি দাম দিয়ে দু-একটি ইলিশ কিনে নিয়ে যেতে দেখা যায়।
উপজেলার মাছুয়া খাল এলাকার কৃষক মো. আলী ইলিশ কিনতে মতলব মাছ বাজারে যান। দাম বেশি হওয়ায় তিনি ইলিশের পরিবর্তে রুই মাছ কেনেন। তিনি বলেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর বাজারে ইলিশের আকাল দেখা যাচ্ছে। দামও খুব চড়া। এত দামে ইলিশ কেনা সাধ্যের বাইরে। অনেক দরদাম করেও একটি ইলিশও কিনতে পারেননি। তাই রুই মাছ কিনে ফিরেছেন।
ওই বাজারের মাছ বিক্রেতা রিপন দাস বলেন, ‘এ বছর ইলিশের আমদানি খুবই কম। মেঘনা নদীতে ইলিশ পাওয়াই যাচ্ছে না। সাগর ও ভাটির অঞ্চল থেকে কিছু ইলিশ আসছে বলে বিক্রি করছি। তবে পদ্মা-মেঘনার আসল স্বাদের ইলিশ পাওয়া যাচ্ছে না। এ জন্য পদ্মা-মেঘনার ইলিশের দামও বেশি। কয়েক দিন ধরে ১ কেজি ওজনের ইলিশের কেজি ১৮০০ থেকে ২০০০ টাকা, ৫০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ কেজিপ্রতি ১২০০ থেকে ১৫০০ এবং ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের প্রতি কেজি ইলিশ ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। যা গত কয়েক বছরের তুলনায় অনেক বেশি।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে