কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
একসময় ঘুম ভেঙেই প্রিয়জনের চিঠি পাওয়ার জন্য অপেক্ষার প্রহর গুনত সবাই। কালের বিবর্তনে মোবাইল, ইমেইল, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের মতো মাধ্যম চালু হওয়ায় এখন আর সেই চিঠির অপেক্ষায় থাকতে হয় না।
তাই পোস্ট অফিসগুলোও কাজে পরিবর্তন এনে পেয়েছে আধুনিকতার ছোঁয়া। মানিঅর্ডার কিংবা আগের মতো চিঠিপত্র না এলেও সঞ্চয়পত্র, নির্দিষ্ট ডিপোজিট রাখার জন্য সাধারণ মানুষের ভিড় পোস্ট অফিসে লেগেই আছে।
অথচ সাধারণ মানুষের সবচেয়ে নিরাপদ ও নির্ভেজাল আস্থার পোস্ট অফিস ঘরগুলো পায়নি আধুনিকতার ছোঁয়া। অনেক জায়গায় সংস্কারের অভাবে পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে।
তেমনি একটি পোস্ট অফিসের নাম কাউখালী উপজেলা পোস্ট অফিস। দীর্ঘ দুই বছর আগে ঝুঁকিপূর্ণ হওয়ায় সরকারিভাবে পরিত্যক্ত ঘোষণা করে সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। পাশেই একটি ভবনের নিচতলায় ৫ হাজার ৫০০ টাকা ভাড়া চুক্তিতে ভাড়া নিয়ে চলছে পোস্ট অফিসের সব ধরনের কার্যক্রম।
ভাড়া নেওয়া ভবনটিও সামান্য ঝড়–বৃষ্টি হলেই পানি ঢুকে ডুবে যায়। এমনই এক ভবনে সরকারের অতি গুরুত্বপূর্ণ পরীক্ষার খাতাপত্র, গুরুত্বপূর্ণ সরকারি কাগজ, এমনকি ডাকটিকিট, রাজস্ব স্ট্যাম্প, প্রাইজবন্ডের মতো রাজস্ব আদায়ের সম্পদগুলো অরক্ষিত অবস্থায় ব্যবহার করতে হয়।
জেলা পোস্ট অফিসের ইন্সপেক্টর মোশাররফ হোসেন জানান, কাউখালী পোস্ট অফিস ভবন নির্মাণের জন্য টেন্ডার হয়েছিল। করোনার কারণে ওয়ার্ক অর্ডার হওয়ার পরেও কাজ শুরু করা হয়নি।
খুলনার পোস্টমাস্টার জেনারেল শামসুল আলম বলেন, ‘খুব দ্রুতই কাউখালী পোস্ট অফিস ভবন নির্মাণের কাজ শুরু করা হবে।’
একসময় ঘুম ভেঙেই প্রিয়জনের চিঠি পাওয়ার জন্য অপেক্ষার প্রহর গুনত সবাই। কালের বিবর্তনে মোবাইল, ইমেইল, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের মতো মাধ্যম চালু হওয়ায় এখন আর সেই চিঠির অপেক্ষায় থাকতে হয় না।
তাই পোস্ট অফিসগুলোও কাজে পরিবর্তন এনে পেয়েছে আধুনিকতার ছোঁয়া। মানিঅর্ডার কিংবা আগের মতো চিঠিপত্র না এলেও সঞ্চয়পত্র, নির্দিষ্ট ডিপোজিট রাখার জন্য সাধারণ মানুষের ভিড় পোস্ট অফিসে লেগেই আছে।
অথচ সাধারণ মানুষের সবচেয়ে নিরাপদ ও নির্ভেজাল আস্থার পোস্ট অফিস ঘরগুলো পায়নি আধুনিকতার ছোঁয়া। অনেক জায়গায় সংস্কারের অভাবে পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে।
তেমনি একটি পোস্ট অফিসের নাম কাউখালী উপজেলা পোস্ট অফিস। দীর্ঘ দুই বছর আগে ঝুঁকিপূর্ণ হওয়ায় সরকারিভাবে পরিত্যক্ত ঘোষণা করে সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। পাশেই একটি ভবনের নিচতলায় ৫ হাজার ৫০০ টাকা ভাড়া চুক্তিতে ভাড়া নিয়ে চলছে পোস্ট অফিসের সব ধরনের কার্যক্রম।
ভাড়া নেওয়া ভবনটিও সামান্য ঝড়–বৃষ্টি হলেই পানি ঢুকে ডুবে যায়। এমনই এক ভবনে সরকারের অতি গুরুত্বপূর্ণ পরীক্ষার খাতাপত্র, গুরুত্বপূর্ণ সরকারি কাগজ, এমনকি ডাকটিকিট, রাজস্ব স্ট্যাম্প, প্রাইজবন্ডের মতো রাজস্ব আদায়ের সম্পদগুলো অরক্ষিত অবস্থায় ব্যবহার করতে হয়।
জেলা পোস্ট অফিসের ইন্সপেক্টর মোশাররফ হোসেন জানান, কাউখালী পোস্ট অফিস ভবন নির্মাণের জন্য টেন্ডার হয়েছিল। করোনার কারণে ওয়ার্ক অর্ডার হওয়ার পরেও কাজ শুরু করা হয়নি।
খুলনার পোস্টমাস্টার জেনারেল শামসুল আলম বলেন, ‘খুব দ্রুতই কাউখালী পোস্ট অফিস ভবন নির্মাণের কাজ শুরু করা হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে