আয়নাল হোসেন, ঢাকা
সংস্কারের নামে প্রায় এক মাস ধরে খুঁড়ে রাখা হয়েছে পুরান ঢাকার আরমানিটোলা এলাকার আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সড়ক। এতে যানবাহন চলাচল দূরের কথা, হেঁটে চলাই দুরূহ হয়ে পড়েছে। ভোগান্তি পোহাতে হচ্ছে ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও পথচারীদের। আরমানিটোলা মাঠের উত্তর পাশের সড়কটিও খুঁড়ে রাখা হয়েছে এক মাসের বেশি সময় ধরে।
বর্ষায় বৃষ্টির পানি জমে মানুষের চলাচলে যেন ভোগান্তি সৃষ্টি না হয়, সে জন্য গভীর নর্দমার পাইপ স্থাপনের কাজ চলছে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ, সড়কটি ধীরগতিতে সংস্কার চলছে। পুরান ঢাকা ব্যবসার প্রাণকেন্দ্র। এখানে মাসের পর মাস সড়ক খুঁড়ে রাখলে মানুষের ভোগান্তি কয়েক গুণ বেড়ে যায়। মানুষের দুর্ভোগ কমাতে তদারকি সংস্থাকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বলছে, উন্নয়নকাজ করতে গিয়ে মানুষের কিছুটা ভোগান্তি হচ্ছে ঠিকই, তবে তা সাময়িক।
মিটফোর্ডের মেসার্স হেলথওয়ের স্বত্বাধিকারী নূর হোসেন জানান, সড়কটিতে ১০ ফুটের বেশি গর্ত করে রাখা হয়েছে। এই গর্তের কারণে সড়কটি দিয়ে হাঁটতেও ভয় লাগে। আমরা চাই, রাস্তাটি দ্রুত সংস্কার করা হোক। হাসপাতাল ও ক্লিনিকের রোগী যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ ছাড়া এখানে রয়েছে দেশের সর্ববৃহৎ কাগজ, কাচ, আয়না, ওষুধ ও কাপড়ের ব্যবসা।’ স্থানীয় বাসিন্দারা জানান, পুরান ঢাকা ব্যবসায়ী এলাকা। দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা এখান থেকে পণ্য কেনেন। অপর দিকে এখানে বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও অনেক শিক্ষার্থীকে স্কুলে আসা-যাওয়া করতে হচ্ছে। ওই সড়ক বন্ধ থাকায় আশপাশের সড়কে তীব্র যানজট হচ্ছে।
বাবুবাজার-আরমানিটোলা সমাজ কল্যাণ সংসদের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, ‘সড়ক দুটি বন্ধ থাকায় মানুষের ভোগান্তি বহু গুণ বেড়েছে। সংস্কারের নামে যদি মাসের পর মাস সড়ক খুঁড়ে রাখা হয়, তাহলে ক্ষতিই বেশি।’
এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-৪-এর নির্বাহী কর্মকর্তা হায়দার আলী বলেন, ‘রাস্তাটি যাতে দ্রুত সংস্কার করা হয়, সে জন্য তিনি সার্বক্ষণিক নজরদারি করছেন। মানুষের ভোগান্তি কমিয়ে আনতে ঠিকাদারকে চাপ দেওয়া হয়েছে।’
সংস্কারের নামে প্রায় এক মাস ধরে খুঁড়ে রাখা হয়েছে পুরান ঢাকার আরমানিটোলা এলাকার আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সড়ক। এতে যানবাহন চলাচল দূরের কথা, হেঁটে চলাই দুরূহ হয়ে পড়েছে। ভোগান্তি পোহাতে হচ্ছে ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও পথচারীদের। আরমানিটোলা মাঠের উত্তর পাশের সড়কটিও খুঁড়ে রাখা হয়েছে এক মাসের বেশি সময় ধরে।
বর্ষায় বৃষ্টির পানি জমে মানুষের চলাচলে যেন ভোগান্তি সৃষ্টি না হয়, সে জন্য গভীর নর্দমার পাইপ স্থাপনের কাজ চলছে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ, সড়কটি ধীরগতিতে সংস্কার চলছে। পুরান ঢাকা ব্যবসার প্রাণকেন্দ্র। এখানে মাসের পর মাস সড়ক খুঁড়ে রাখলে মানুষের ভোগান্তি কয়েক গুণ বেড়ে যায়। মানুষের দুর্ভোগ কমাতে তদারকি সংস্থাকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বলছে, উন্নয়নকাজ করতে গিয়ে মানুষের কিছুটা ভোগান্তি হচ্ছে ঠিকই, তবে তা সাময়িক।
মিটফোর্ডের মেসার্স হেলথওয়ের স্বত্বাধিকারী নূর হোসেন জানান, সড়কটিতে ১০ ফুটের বেশি গর্ত করে রাখা হয়েছে। এই গর্তের কারণে সড়কটি দিয়ে হাঁটতেও ভয় লাগে। আমরা চাই, রাস্তাটি দ্রুত সংস্কার করা হোক। হাসপাতাল ও ক্লিনিকের রোগী যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ ছাড়া এখানে রয়েছে দেশের সর্ববৃহৎ কাগজ, কাচ, আয়না, ওষুধ ও কাপড়ের ব্যবসা।’ স্থানীয় বাসিন্দারা জানান, পুরান ঢাকা ব্যবসায়ী এলাকা। দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা এখান থেকে পণ্য কেনেন। অপর দিকে এখানে বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও অনেক শিক্ষার্থীকে স্কুলে আসা-যাওয়া করতে হচ্ছে। ওই সড়ক বন্ধ থাকায় আশপাশের সড়কে তীব্র যানজট হচ্ছে।
বাবুবাজার-আরমানিটোলা সমাজ কল্যাণ সংসদের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, ‘সড়ক দুটি বন্ধ থাকায় মানুষের ভোগান্তি বহু গুণ বেড়েছে। সংস্কারের নামে যদি মাসের পর মাস সড়ক খুঁড়ে রাখা হয়, তাহলে ক্ষতিই বেশি।’
এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-৪-এর নির্বাহী কর্মকর্তা হায়দার আলী বলেন, ‘রাস্তাটি যাতে দ্রুত সংস্কার করা হয়, সে জন্য তিনি সার্বক্ষণিক নজরদারি করছেন। মানুষের ভোগান্তি কমিয়ে আনতে ঠিকাদারকে চাপ দেওয়া হয়েছে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে