Ajker Patrika

৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের পদ শূন্য

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের পদ শূন্য

বগুড়ার সারিয়াকান্দিতে ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানের পদ শূন্য রয়েছে। বিভিন্ন সময়ে অবসরজনিত, মৃত্যু এবং মামলার কারণে পদগুলো শূন্য হয়। খুব শিগগির পদগুলো পূরণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা।

সারিয়াকান্দিতে ৭টি কলেজ, ২৯টি উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ১৪টি মাদ্রাসা, ৫টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ১৬৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এগুলোর মধ্যে একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, একটি মাদ্রাসা এবং তিনটি কলেজের অধ্যক্ষের পদ শূন্য রয়েছে। এ ছাড়া আরও ৪২টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এ পদগুলো শূন্য থাকায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন একাধিক অভিভাবক।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সারোয়ার ইউসুফ জামান বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শূন্য পদগুলো পূরণের প্রক্রিয়া চলছে।

সারিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম কবির জানান, ইতিমধ্যেই শূন্য পদের তালিকা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সহকারী শিক্ষকদের প্রমোশন দিয়ে এ শূন্য পদ পূরণের চিন্তাভাবনা চলছে। আশা করা যাচ্ছে, চলতি বছরেই এ শূন্য পদগুলো পূরণ হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত