Ajker Patrika

বদরগঞ্জে গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

বদরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৫: ২১
বদরগঞ্জে গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

বদরগঞ্জে এক গৃহবধূকে দুই যুবক ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় ভুক্তভোগীর করা মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ গত মঙ্গলবার রাতে অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার যুবকের নাম আকরাম হোসেন (২২)। তাঁর বাড়ি বদরগঞ্জ পৌরসভায়।

পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই গৃহবধূ একটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। ছয় মাস আগে তাঁর বিয়ে হয়। তিনি বাড়ি থেকে অভিমান করে বের হয়ে ধর্ষণের শিকার হয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর দুপুরে স্বামীর সঙ্গে মনোমালিন্য হয় ওই গৃহবধূর। এ ঘটনায় তিনি অভিমান করে বাড়ি থেকে বের হয়ে বেলা আড়াইটার দিকে বদরগঞ্জ পৌরসভায় রেললাইন ধরে একাই হাঁটছিলেন। এ সময় দুই যুবক তাঁর পিছু নেন। একপর্যায়ে তাঁর সঙ্গে কথা বলা শুরু করেন। তাঁরা পরে তাঁকে সহযোগিতার আশ্বাস দিয়ে একটি হোটেলে নিয়ে ভাত খাওয়ান।

দুই যুবক বিকেল ৪টার দিকে ওই গৃহবধূকে একটি কবরস্থানে নিয়ে ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণ করেন। সেই সঙ্গে তাঁরা গৃহবধূর কাছে থাকা ৯৫০ টাকা, মোবাইল ফোন ও কানের স্বর্ণের দুল ছিনিয়ে নেন।

এ ঘটনায় ওই গৃহবধূ মঙ্গলবার রাতে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বদরগঞ্জ থানায় মামলা করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত আকরাম হোসেনকে গ্রেপ্তার করে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তার আকরাম হোসেন পুলিশের কাছে দোষ স্বীকার করেছেন। ওই ঘটনায় জড়িত অপরজনকে শনাক্ত করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত