Ajker Patrika

বিচ্ছেদ ভুলে কাছাকাছি

বিনোদন ডেস্ক
বিচ্ছেদ ভুলে কাছাকাছি

টিভি সিরিয়াল দিয়ে কাজ শুরু করেছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার। তারপর রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমায় জুটি হন তাঁরা। এই সিনেমা দিয়ে রাতারাতি তারকা বনে যান রাহুল-প্রিয়াঙ্কা। সম্পর্কেও জড়ান। তাঁদের বিয়েতে নানারকম বাধা এসেছিল। তবে সব বাধা সরিয়ে ২০১০ সালে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। ছেলে সহজের জন্মের সময় স্বাভাবিকভাবেই অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু ছেলে কিছুটা বড় হওয়ার পর সবাইকে চমকে দিয়ে বিচ্ছেদের সিদ্ধান্তের খবর আসে রাহুল ও প্রিয়াঙ্কার পক্ষ থেকে।

অনেক সময় বিচ্ছেদও শান্তিপূর্ণ হয়। কিন্তু রাহুল-প্রিয়াঙ্কার ক্ষেত্রে তেমনটি হয়নি। বেশ জটিলতা তৈরি হয়েছিল তাঁদের মধ্যে। ২০১৮ সালে তাঁরা পরস্পরের বিরুদ্ধে কিছু অভিযোগ এনেছিলেন জনসম্মুখে। বিশেষ করে ছেলে সহজ বন্দ্যোপাধ্যায়ের দেখভাল নিয়ে দুই পক্ষের মধ্যে আইনি লড়াই ছিল চরমে।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়তবে পুরোনো হয়েছে সেসব গল্প। টালিউডে গুঞ্জন চলছে, বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন রাহুল-প্রিয়াঙ্কা। সম্প্রতি রাহুল ফেসবুকে প্রিয়াঙ্কা আর ছেলে সহজের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন ‘ত্রয়ী’। রাহুলের ঘনিষ্ঠ এক ব্যক্তি ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রাহুল-প্রিয়াঙ্কা আলাদা হয়ে যাওয়ার পর জলঘোলা হয়েছে অনেক। তবে সেসব অধ্যায় ভুলে দুজন এখন সহজের বড় হওয়ার বিষয়টিতে গুরুত্ব দিতে চাইছেন। সহজকে একসঙ্গে বড় করতে হলে তাঁদের আবার মন জুড়তে হবে। সেই পথে হাঁটার চেষ্টা করছেন তাঁরা। যে পথে হাঁটছেন রাহুল-প্রিয়াঙ্কা, সে পথ যদি থমকে না দাঁড়ায়, তাহলে সেটাই হবে টালিউডের জন্য স্বস্তির খবর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

খামেনিকে চিঠি দিয়ে যে প্রস্তাব দিলেন ট্রাম্প

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত