ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
ফরিদগঞ্জের সাধারণ মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। সামাজিক যোগাযোগ অ্যাপ ইমোর মাধ্যমে চলে এই প্রতারণা। ব্যবহারকারীদের ব্যক্তিগত অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে আড়ি পেতে মানুষের হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে এই প্রতারক চক্রটি। এ ঘটনায় সংশ্লিষ্টদের জরুরি হস্তক্ষেপ চান ভুক্তভোগী ব্যক্তিরা।
জানা যায়, উপজেলায় বিভিন্ন মানুষের ব্যবহৃত ইমো হ্যাক করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন এসব প্রতারক চক্রের সদস্যরা। পরে ভুক্তভোগীর ইমো অ্যাকাউন্ট থেকে আত্মীয়-স্বজনদের অশ্লীল ছবি-ভিডিও পাঠিয়ে হয়রানিসহ ভুক্তভোগীদের শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নেয় তাঁরা।
উপজেলার পূর্ব বড়ালী গ্রামের রফিকুল ইসলাম জানান, তাঁর ইমো হ্যাক করে স্বজনদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা দাবি করে আসছে প্রতারক চক্র। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিচার দাবি করছেন তিনি।
ফরিদগঞ্জ পৌর এলাকার বাসিন্দা শাহাজাহান মিজির (৫০) ব্যবহৃত ইমো অ্যাপসটি গত ২৭ সেপ্টেম্বরে নিয়ন্ত্রণে নেয় একটি প্রতারক চক্র। পরে তাঁর বিপদের কথা বলে শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা দাবি করা হয়। এ ঘটনায় তিনি থানায় ২৯ সেপ্টেম্বরে একটি সাধারণ ডায়েরি করেন। এর পর থেকে শাহাজাহান মিজির মেয়ের বান্ধবীদের কাছে হ্যাকিংয়ের শিকার ইমো অ্যাকাউন্ট থেকে বিভিন্ন কুরুচিপূর্ণ ছবি পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন শাহাজাহান মিজি। বিষয় নিয়ে তিনি লজ্জিত ও দুশ্চিন্তায় ভুগছেন।
বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এমন অভিযোগ পেলে আমাদের ডিজিটাল সিকিউরিটি সেল ঢাকায় পাঠিয়ে দিই মনিটরিংয়ের জন্য। পরে ঘটনার সত্যতা পেলে আমরা ব্যবস্থা নিয়ে থাকি।’
ফরিদগঞ্জের সাধারণ মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। সামাজিক যোগাযোগ অ্যাপ ইমোর মাধ্যমে চলে এই প্রতারণা। ব্যবহারকারীদের ব্যক্তিগত অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে আড়ি পেতে মানুষের হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে এই প্রতারক চক্রটি। এ ঘটনায় সংশ্লিষ্টদের জরুরি হস্তক্ষেপ চান ভুক্তভোগী ব্যক্তিরা।
জানা যায়, উপজেলায় বিভিন্ন মানুষের ব্যবহৃত ইমো হ্যাক করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন এসব প্রতারক চক্রের সদস্যরা। পরে ভুক্তভোগীর ইমো অ্যাকাউন্ট থেকে আত্মীয়-স্বজনদের অশ্লীল ছবি-ভিডিও পাঠিয়ে হয়রানিসহ ভুক্তভোগীদের শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নেয় তাঁরা।
উপজেলার পূর্ব বড়ালী গ্রামের রফিকুল ইসলাম জানান, তাঁর ইমো হ্যাক করে স্বজনদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা দাবি করে আসছে প্রতারক চক্র। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিচার দাবি করছেন তিনি।
ফরিদগঞ্জ পৌর এলাকার বাসিন্দা শাহাজাহান মিজির (৫০) ব্যবহৃত ইমো অ্যাপসটি গত ২৭ সেপ্টেম্বরে নিয়ন্ত্রণে নেয় একটি প্রতারক চক্র। পরে তাঁর বিপদের কথা বলে শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা দাবি করা হয়। এ ঘটনায় তিনি থানায় ২৯ সেপ্টেম্বরে একটি সাধারণ ডায়েরি করেন। এর পর থেকে শাহাজাহান মিজির মেয়ের বান্ধবীদের কাছে হ্যাকিংয়ের শিকার ইমো অ্যাকাউন্ট থেকে বিভিন্ন কুরুচিপূর্ণ ছবি পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন শাহাজাহান মিজি। বিষয় নিয়ে তিনি লজ্জিত ও দুশ্চিন্তায় ভুগছেন।
বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এমন অভিযোগ পেলে আমাদের ডিজিটাল সিকিউরিটি সেল ঢাকায় পাঠিয়ে দিই মনিটরিংয়ের জন্য। পরে ঘটনার সত্যতা পেলে আমরা ব্যবস্থা নিয়ে থাকি।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৫ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪