ফরিদগঞ্জে জনমনে আতঙ্ক ছড়িয়েছে ‘ইমো হ্যাকার’

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১২: ১৫
Thumbnail image

ফরিদগঞ্জের সাধারণ মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। সামাজিক যোগাযোগ অ্যাপ ইমোর মাধ্যমে চলে এই প্রতারণা। ব্যবহারকারীদের ব্যক্তিগত অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে আড়ি পেতে মানুষের হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে এই প্রতারক চক্রটি। এ ঘটনায় সংশ্লিষ্টদের জরুরি হস্তক্ষেপ চান ভুক্তভোগী ব্যক্তিরা।

জানা যায়, উপজেলায় বিভিন্ন মানুষের ব্যবহৃত ইমো হ্যাক করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন এসব প্রতারক চক্রের সদস্যরা। পরে ভুক্তভোগীর ইমো অ্যাকাউন্ট থেকে আত্মীয়-স্বজনদের অশ্লীল ছবি-ভিডিও পাঠিয়ে হয়রানিসহ ভুক্তভোগীদের শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নেয় তাঁরা।

উপজেলার পূর্ব বড়ালী গ্রামের রফিকুল ইসলাম জানান, তাঁর ইমো হ্যাক করে স্বজনদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা দাবি করে আসছে প্রতারক চক্র। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিচার দাবি করছেন তিনি।

ফরিদগঞ্জ পৌর এলাকার বাসিন্দা শাহাজাহান মিজির (৫০) ব্যবহৃত ইমো অ্যাপসটি গত ২৭ সেপ্টেম্বরে নিয়ন্ত্রণে নেয় একটি প্রতারক চক্র। পরে তাঁর বিপদের কথা বলে শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা দাবি করা হয়। এ ঘটনায় তিনি থানায় ২৯ সেপ্টেম্বরে একটি সাধারণ ডায়েরি করেন। এর পর থেকে শাহাজাহান মিজির মেয়ের বান্ধবীদের কাছে হ্যাকিংয়ের শিকার ইমো অ্যাকাউন্ট থেকে বিভিন্ন কুরুচিপূর্ণ ছবি পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন শাহাজাহান মিজি। বিষয় নিয়ে তিনি লজ্জিত ও দুশ্চিন্তায় ভুগছেন।

বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এমন অভিযোগ পেলে আমাদের ডিজিটাল সিকিউরিটি সেল ঢাকায় পাঠিয়ে দিই মনিটরিংয়ের জন্য। পরে ঘটনার সত্যতা পেলে আমরা ব্যবস্থা নিয়ে থাকি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত