Ajker Patrika

ডোবা জলাশয়ে পানি নেই বিপাকে পাটচাষিরা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
আপডেট : ২৬ জুলাই ২০২২, ১৫: ১২
ডোবা জলাশয়ে পানি নেই বিপাকে পাটচাষিরা

পাট নিয়ে বিপাকে পড়েছেন রংপুরের গঙ্গাচড়ার কৃষকেরা। ভরা বর্ষা মৌসুমেও পানির অভাবে পাট জাগ দিতে পারছেন না তাঁরা। অধিকাংশ খাল, বিল, ডোবা ও জলাশয়ের কোথাও তেমন পানি নেই। যেটুকু পানি আছে, তা পাট পচানোর জন্য যথেষ্ট নয় বলে জানান চাষিরা।

উপজেলার কোলকোন্দ, আলমবিদিতর, লক্ষ্মীটারী, বড়বিল, মর্ণেয়া, গজঘণ্টা ও নোহালী ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রত্যেকটি ইউনিয়নেই মাঠের পর মাঠজুড়ে শোভা পাচ্ছে পাট। পাট কাটার উপযোগী হলেও পানির অভাবে বেশির ভাগ জমির পাট কাটা শুরু হয়নি। অপেক্ষা করছেন বৃষ্টির জন্য। চাষিরা জানান, বৃষ্টি না হওয়ায় বেশির ভাগ জলাশয়ে পানি নেই। এ অবস্থায় অনেকে খেত থেকে পাট কাটার সাহস পাচ্ছেন না। সময়মতো খেত থেকে পাট না কাটায় গাছের গোড়ার দিকে আধ হাত পরিমাণ কালচে রং ধারণ করেছে। কেউ কেউ পাট কাটলেও পানির অভাবে জাগ দিতে না পেরে রাস্তার পাশে স্তূপ করে রেখেছেন। আবার কেউ নিজ বাড়ির পুকুরে নিয়ে জাগ দেওয়ার চেষ্টা করছেন। অনেকে আবার সড়কের পাশের ডোবা, খাল ও জলাশয়ের অল্প পানিতেই পাট পচানোর জন্য জাগ দিচ্ছেন। এ অবস্থায় পাটের গুণগত মান নষ্ট হয়ে ভালো দাম না পাওয়ার আশঙ্কা করছেন তাঁরা।

মর্ণেয়া ইউনিয়নের খলিপার বাজার এলাকার কৃষক রফিকুল ইসলাম বলেন, ‘এ বছর রোদের জন্য ফলন ভালো হয়নি। কিন্তু পানি না থাকায় তা কাটা হচ্ছে না। যেগুলো কাটা হয়েছে, সেগুলো পানির অভাবে পচানোর জায়গা নেই। তাই সড়কের পাশে ফেলে রেখেছি।’

নোহালী ইউনিয়নের কচুয়া এলাকার কৃষক মঈনুল বলেন, ‘আমার দুই বিঘা জমিতে এবার পাট চাষ করেছি। গাছের গোড়ার দিকে কালচে হয়ে যাওয়ায় তাড়াতাড়ি কেটে আমার পুকুরের মাছ মেরে পাট জাগ দিতে হয়েছে।’

উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম বলেন, চলতি মৌসুমে উপজেলায় ১ হাজার ৮০০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তা পাট পচানোর জন্য যথেষ্ট নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত