আবু বকর ছিদ্দিক, চট্টগ্রাম
কক্সবাজারের মহেশখালীর গভীর সমুদ্রবন্দর মাতারবাড়ী পর্যন্ত যাবে রেললাইন। দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর থেকে আমদানি-রপ্তানি পণ্য সহজে পরিবহনে এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের চকরিয়া অংশ থেকে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর পর্যন্ত ২৬ কিলোমিটার রেললাইন নির্মিত হবে।
ইতিমধ্যে ওই রেললাইন প্রকল্পের সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) ও ডিজাইনের কাজও শেষ হয়েছে। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার ডাবল লাইন ডুয়েল গেজ নির্মাণ সমীক্ষা প্রকল্পের পরিচালক মো. আবিদুর রহমান। তিনি জানিয়েছেন, প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার কোটি টাকা। ‘কনস্ট্রাকশন অব নিউ সিঙ্গেল লাইন ডুয়েল গেজ রেল লিংক মহেশখালী অ্যান্ড মাতারবাড়ী প্রবোস্ট পাওয়ার প্ল্যান্ট’ নামে ওই প্রকল্পটি নেওয়া হয়েছে।
এই রেললাইন নির্মিত হলে মাতারবাড়ী বন্দর থেকে দেশের বিভিন্ন স্থানে পণ্য পরিবহন নির্বিঘ্নে করা সম্ভব হবে। এর মধ্য দিয়ে সড়ক, রেল, সমুদ্রপথে বহুমুখী (মাল্টিমোডাল) পণ্য পরিবহন স্থাপিত হবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, কক্সবাজারের চকরিয়া থেকে মাতারবাড়ী পর্যন্ত ২৬ কিলোমিটার রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) ও ডিজাইনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। বর্তমানে চলছে বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে যোগাযোগ। অর্থায়ন নিশ্চিত হওয়ার পরই মূল প্রকল্পের কাজ শুরু হবে। এই ২৬ কিলোমিটারের মধ্যে অনেকগুলো বড় দুটি নদী ছাড়াও ছোট নদী-খাল রয়েছে। এর মধ্যে ১১ কিলোমিটার হবে এলিভেটেড। প্রকল্পের জন্য ৪৪৫ একর ভূমি অধিগ্রহণ করা হবে।
মাতারবাড়ীতে দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মাণকাজ ২০২৫ সালের মাঝামাঝিতে শেষের আশা করছেন সংশ্লিষ্টরা। ১৭ হাজার ৭৭৭ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের মাধ্যমে গভীর সমুদ্রবন্দরের যুগে প্রবেশ করবে বাংলাদেশ। মাতারবাড়ী থেকে সরাসরি ইউরোপ-আমেরিকা থেকে জাহাজে পণ্য পরিবহন সম্ভব হবে। সেই পণ্য দেশের বিভিন্ন স্থানে পরিবহনের জন্য ২৬ কিলোমিটার দীর্ঘ মাতারবাড়ী-চকরিয়া সংযোগ সড়ক তৈরি করছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। পাশাপাশি রেললাইন যুক্ত হলে পণ্য পরিবহনে সহজ নতুন মাত্রা যোগ হবে।
এ বিষয়ে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর পর্যন্ত রেললাইন নির্মাণ হলে ব্যবসায়ীরা সহজে দেশের বিভিন্ন স্থানে পণ্য পরিবহন করতে পারবেন। যোগাযোগ ব্যবস্থায় দারুণ এক নেটওয়ার্ক তৈরি হবে। এ ক্ষেত্রে তিনি পার্শ্ববর্তী ভারতের রেলনির্ভর যোগাযোগ ব্যবস্থার উদাহরণ দেন।
কক্সবাজারের মহেশখালীর গভীর সমুদ্রবন্দর মাতারবাড়ী পর্যন্ত যাবে রেললাইন। দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর থেকে আমদানি-রপ্তানি পণ্য সহজে পরিবহনে এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের চকরিয়া অংশ থেকে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর পর্যন্ত ২৬ কিলোমিটার রেললাইন নির্মিত হবে।
ইতিমধ্যে ওই রেললাইন প্রকল্পের সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) ও ডিজাইনের কাজও শেষ হয়েছে। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার ডাবল লাইন ডুয়েল গেজ নির্মাণ সমীক্ষা প্রকল্পের পরিচালক মো. আবিদুর রহমান। তিনি জানিয়েছেন, প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার কোটি টাকা। ‘কনস্ট্রাকশন অব নিউ সিঙ্গেল লাইন ডুয়েল গেজ রেল লিংক মহেশখালী অ্যান্ড মাতারবাড়ী প্রবোস্ট পাওয়ার প্ল্যান্ট’ নামে ওই প্রকল্পটি নেওয়া হয়েছে।
এই রেললাইন নির্মিত হলে মাতারবাড়ী বন্দর থেকে দেশের বিভিন্ন স্থানে পণ্য পরিবহন নির্বিঘ্নে করা সম্ভব হবে। এর মধ্য দিয়ে সড়ক, রেল, সমুদ্রপথে বহুমুখী (মাল্টিমোডাল) পণ্য পরিবহন স্থাপিত হবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, কক্সবাজারের চকরিয়া থেকে মাতারবাড়ী পর্যন্ত ২৬ কিলোমিটার রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) ও ডিজাইনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। বর্তমানে চলছে বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে যোগাযোগ। অর্থায়ন নিশ্চিত হওয়ার পরই মূল প্রকল্পের কাজ শুরু হবে। এই ২৬ কিলোমিটারের মধ্যে অনেকগুলো বড় দুটি নদী ছাড়াও ছোট নদী-খাল রয়েছে। এর মধ্যে ১১ কিলোমিটার হবে এলিভেটেড। প্রকল্পের জন্য ৪৪৫ একর ভূমি অধিগ্রহণ করা হবে।
মাতারবাড়ীতে দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মাণকাজ ২০২৫ সালের মাঝামাঝিতে শেষের আশা করছেন সংশ্লিষ্টরা। ১৭ হাজার ৭৭৭ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের মাধ্যমে গভীর সমুদ্রবন্দরের যুগে প্রবেশ করবে বাংলাদেশ। মাতারবাড়ী থেকে সরাসরি ইউরোপ-আমেরিকা থেকে জাহাজে পণ্য পরিবহন সম্ভব হবে। সেই পণ্য দেশের বিভিন্ন স্থানে পরিবহনের জন্য ২৬ কিলোমিটার দীর্ঘ মাতারবাড়ী-চকরিয়া সংযোগ সড়ক তৈরি করছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। পাশাপাশি রেললাইন যুক্ত হলে পণ্য পরিবহনে সহজ নতুন মাত্রা যোগ হবে।
এ বিষয়ে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর পর্যন্ত রেললাইন নির্মাণ হলে ব্যবসায়ীরা সহজে দেশের বিভিন্ন স্থানে পণ্য পরিবহন করতে পারবেন। যোগাযোগ ব্যবস্থায় দারুণ এক নেটওয়ার্ক তৈরি হবে। এ ক্ষেত্রে তিনি পার্শ্ববর্তী ভারতের রেলনির্ভর যোগাযোগ ব্যবস্থার উদাহরণ দেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে