ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিস ও প্রচার মাইক ভাঙচুরের অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের প্রার্থী মফিজ উদ্দীন বিশ্বাস ও তাঁর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ইউনিয়নের শেখরা বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে নিত্যানন্দপুর ইউনিয়নের শেখরা বাজারে নৌকার পক্ষে লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করেন নেতা-কর্মী ও চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা। সে সময় তাঁরা স্বতন্ত্র (মোটরসাইকেল প্রতীক) চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেনের নির্বাচনী অফিস ভাঙচুর করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয় এবং সংঘাতময় বিভিন্ন স্লোগান দিতে থাকে দুই পক্ষ। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে।
স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন বলেন, ‘আমরা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। নৌকা প্রতীকের প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বহিরাগতদের এলাকায় নিয়ে এসে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। ইউনিয়নের কয়েকটি হিন্দু অধ্যুষিত এলাকায় রাতের বেলায় দেশীয় অস্ত্র নিয়ে গিয়ে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। আমার কর্মী সমর্থকদের বাড়ি থেকে বের হতে দিচ্ছেন না।’
নৌকা প্রতীকের প্রার্থী মফিজ উদ্দীন বিশ্বাস সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এসব কিছুই ঘটেনি। ওরা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’
শৈলকুপা থানার পরিদর্শক (তদন্ত) মহসিন হোসেন বলেন, ইউনিয়নটির নির্বাচনে বহিরাগতদের আনাগোনার কারণে অশান্ত হয়ে উঠছে। শেখরা বাজারে একটি নির্বাচনী কার্যালয় ভাঙচুরের ঘটনায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে। তবে কোনো পক্ষই এখন পর্যন্ত থানায় অভিযোগ করেনি।
উল্লেখ্য, গত মঙ্গলবার প্রতীক বরাদ্দের পর বিকেলে নিত্যানন্দপুর ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যানের সমর্থকেরা লাঠি-সোঁটা, বইঠা নিয়ে গোপালপুর গ্রামে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থক ও সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। এ ঘটনার জেরেই বৃহস্পতিবার আধিপত্য বিস্তার নিয়ে সংঘাতের সৃষ্টি হয়। পঞ্চম ধাপে শৈলকুপার ১৪ ইউনিয়ন পরিষদের মধ্যে ১২ টিতে ভোটগ্রহণ হয়। মনোহরপুর ইউনিয়নে সপ্তম ধাপে ৭ ফেব্রুয়ারি এবং অষ্টম ধাপে ১০ ফেব্রুয়ারি নিত্যানন্দপুর ইউনিয়নে ভোটগ্রহণ হবে।
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলায় ৭ জনের প্রাণহানি ঘটেছিল। এর মধ্যে শুধু সারুটিয়ায় সংঘাতে নিহত হন পাঁচজন।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিস ও প্রচার মাইক ভাঙচুরের অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের প্রার্থী মফিজ উদ্দীন বিশ্বাস ও তাঁর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ইউনিয়নের শেখরা বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে নিত্যানন্দপুর ইউনিয়নের শেখরা বাজারে নৌকার পক্ষে লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করেন নেতা-কর্মী ও চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা। সে সময় তাঁরা স্বতন্ত্র (মোটরসাইকেল প্রতীক) চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেনের নির্বাচনী অফিস ভাঙচুর করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয় এবং সংঘাতময় বিভিন্ন স্লোগান দিতে থাকে দুই পক্ষ। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে।
স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন বলেন, ‘আমরা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। নৌকা প্রতীকের প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বহিরাগতদের এলাকায় নিয়ে এসে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। ইউনিয়নের কয়েকটি হিন্দু অধ্যুষিত এলাকায় রাতের বেলায় দেশীয় অস্ত্র নিয়ে গিয়ে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। আমার কর্মী সমর্থকদের বাড়ি থেকে বের হতে দিচ্ছেন না।’
নৌকা প্রতীকের প্রার্থী মফিজ উদ্দীন বিশ্বাস সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এসব কিছুই ঘটেনি। ওরা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’
শৈলকুপা থানার পরিদর্শক (তদন্ত) মহসিন হোসেন বলেন, ইউনিয়নটির নির্বাচনে বহিরাগতদের আনাগোনার কারণে অশান্ত হয়ে উঠছে। শেখরা বাজারে একটি নির্বাচনী কার্যালয় ভাঙচুরের ঘটনায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে। তবে কোনো পক্ষই এখন পর্যন্ত থানায় অভিযোগ করেনি।
উল্লেখ্য, গত মঙ্গলবার প্রতীক বরাদ্দের পর বিকেলে নিত্যানন্দপুর ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যানের সমর্থকেরা লাঠি-সোঁটা, বইঠা নিয়ে গোপালপুর গ্রামে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থক ও সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। এ ঘটনার জেরেই বৃহস্পতিবার আধিপত্য বিস্তার নিয়ে সংঘাতের সৃষ্টি হয়। পঞ্চম ধাপে শৈলকুপার ১৪ ইউনিয়ন পরিষদের মধ্যে ১২ টিতে ভোটগ্রহণ হয়। মনোহরপুর ইউনিয়নে সপ্তম ধাপে ৭ ফেব্রুয়ারি এবং অষ্টম ধাপে ১০ ফেব্রুয়ারি নিত্যানন্দপুর ইউনিয়নে ভোটগ্রহণ হবে।
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলায় ৭ জনের প্রাণহানি ঘটেছিল। এর মধ্যে শুধু সারুটিয়ায় সংঘাতে নিহত হন পাঁচজন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে