মাসুদুর রহমান মাসুদ, ঝিকরগাছা (যশোর)
যশোরের ঝিকরগাছায় গরু চুরি থামছে না। গত ছয় মাসে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কৃষকের অন্তত অর্ধশত গরু চুরি হয়েছে। উপজেলার গ্রামে গ্রামে কৃষকেরা এখন গরু চুরির আতঙ্কে রাত কাটাচ্ছেন।
সর্বশেষ গত শনিবার রাতে উপজেলার কীত্তিপুর গ্রামের আলমগীর হোসেনের গরু চুরি হয়। এর আগে ২৫ জুলাই রাতে পাশের গ্রাম মল্লিকপুরের আব্বাস আলীর তিনটি গরু চুরির ঘটনা ঘটে।
এসব চুরি ঠেকাতে গ্রামবাসী রাত জেগে পাহারা দিচ্ছেন। আবার গরু চুরি ঠেকাতে সামর্থ্যবান কৃষকেরা গোয়ালঘরের আশপাশে ক্লোজ সার্কিট ক্যামেরাও লাগিয়েছেন। সঙ্গে বিদ্যুতের ব্যবস্থাও করা হয়েছে।
শুধু মল্লিকপুর গ্রামের আলমগীর বা আব্বাস আলীর গরু চুরির ঘটনাই নয়, প্রায় রাতেই উপজেলার কোথাও না কোথাও ঘটছে এমন ঘটনা। এতে কৃষিকাজের প্রধান অনুষঙ্গ হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছেন স্বল্প আয়ের কৃষকেরা। পরপর চুরির এসব ঘটনা ঘটতে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে উপজেলার বিভিন্ন গ্রামে।
গত শনিবার চুরি হওয়া গরুর মালিক আলমগীর হোসেন বলেন, ‘গরুটি চুরি যাওয়ায় বিপদে পড়েছি। গরুটির বাজারমূল্য অন্তত ১ লাখ টাকা।’একই ঘটনার শিকার আব্বাস আলীর স্ত্রী সেলিনা বেগম বলেন, ‘আমার স্বামী অসুস্থ। কোনো কাজ করতে পারেন না। গরু-ছাগল আর হাঁস-মুরগি পালন করে আমার সংসার চলে। সেদিন আমরা বারান্দায় না ঘুমিয়ে ঘরে ঘুমাচ্ছিলাম। এ সুযোগে চোরেরা গোয়ালঘরের দেয়াল ভেঙে একটি গাভি আর দুটি এঁড়ে বাছুর চুরি করে নিয়ে যায়। গরুগুলোর মূল্য প্রায় ৩ লাখ টাকা। ঋণ নিয়ে আমরা গরুর খাবার কিনি। গরুগুলো হারিয়ে আমরা নিঃস্ব হয়ে গেছি।’
গত বৃহস্পতিবার উপজেলার নবীবনগর বাসস্ট্যান্ড মোড়ে একটি চা-দোকানে গরু চুরির ঘটনা নিয়ে আতঙ্কের কথা বলছিলেন কৃষক গোলাম মোস্তফা। তিনি বলেন, ‘মাস দেড়েক আগে আমার গোয়ালের তালা ভেঙে দুটি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। এখন নিজেদের গরু নিয়ে আমাদের এলাকার মানুষ শঙ্কিত। তাই রাত জেগে গরু পাহারা দিই।’
বামন আলী গ্রামের মিরাজ হোসেন মিঠু বলেন, ‘এলাকায় গরু চুরি বেড়ে যাওয়ায় রাত জেগে পাহারা দেন অনেকে। আমরা বাড়ি ও গোয়ালঘরের আশপাশে ক্লোজ সার্কিট ক্যামেরা বসিয়েছি।’
গদখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহজাহান আলী বলেন, ‘গরু চুরির বিষয়টি নিয়ে আমি থানার ওসির সঙ্গে কথা বলেছি। উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায়ও বিষয়টি উত্থাপন করেছি।’
গরু চুরির বিষয়ে অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, ‘গরু চুরির অভিযোগে ইতিমধ্যে অভিযান চালিয়ে বিভিন্ন জায়গা থেকে পাঁচ-ছয়জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। পুলিশ চোর নির্মূলে কাজ করে যাচ্ছে।’
যশোরের ঝিকরগাছায় গরু চুরি থামছে না। গত ছয় মাসে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কৃষকের অন্তত অর্ধশত গরু চুরি হয়েছে। উপজেলার গ্রামে গ্রামে কৃষকেরা এখন গরু চুরির আতঙ্কে রাত কাটাচ্ছেন।
সর্বশেষ গত শনিবার রাতে উপজেলার কীত্তিপুর গ্রামের আলমগীর হোসেনের গরু চুরি হয়। এর আগে ২৫ জুলাই রাতে পাশের গ্রাম মল্লিকপুরের আব্বাস আলীর তিনটি গরু চুরির ঘটনা ঘটে।
এসব চুরি ঠেকাতে গ্রামবাসী রাত জেগে পাহারা দিচ্ছেন। আবার গরু চুরি ঠেকাতে সামর্থ্যবান কৃষকেরা গোয়ালঘরের আশপাশে ক্লোজ সার্কিট ক্যামেরাও লাগিয়েছেন। সঙ্গে বিদ্যুতের ব্যবস্থাও করা হয়েছে।
শুধু মল্লিকপুর গ্রামের আলমগীর বা আব্বাস আলীর গরু চুরির ঘটনাই নয়, প্রায় রাতেই উপজেলার কোথাও না কোথাও ঘটছে এমন ঘটনা। এতে কৃষিকাজের প্রধান অনুষঙ্গ হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছেন স্বল্প আয়ের কৃষকেরা। পরপর চুরির এসব ঘটনা ঘটতে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে উপজেলার বিভিন্ন গ্রামে।
গত শনিবার চুরি হওয়া গরুর মালিক আলমগীর হোসেন বলেন, ‘গরুটি চুরি যাওয়ায় বিপদে পড়েছি। গরুটির বাজারমূল্য অন্তত ১ লাখ টাকা।’একই ঘটনার শিকার আব্বাস আলীর স্ত্রী সেলিনা বেগম বলেন, ‘আমার স্বামী অসুস্থ। কোনো কাজ করতে পারেন না। গরু-ছাগল আর হাঁস-মুরগি পালন করে আমার সংসার চলে। সেদিন আমরা বারান্দায় না ঘুমিয়ে ঘরে ঘুমাচ্ছিলাম। এ সুযোগে চোরেরা গোয়ালঘরের দেয়াল ভেঙে একটি গাভি আর দুটি এঁড়ে বাছুর চুরি করে নিয়ে যায়। গরুগুলোর মূল্য প্রায় ৩ লাখ টাকা। ঋণ নিয়ে আমরা গরুর খাবার কিনি। গরুগুলো হারিয়ে আমরা নিঃস্ব হয়ে গেছি।’
গত বৃহস্পতিবার উপজেলার নবীবনগর বাসস্ট্যান্ড মোড়ে একটি চা-দোকানে গরু চুরির ঘটনা নিয়ে আতঙ্কের কথা বলছিলেন কৃষক গোলাম মোস্তফা। তিনি বলেন, ‘মাস দেড়েক আগে আমার গোয়ালের তালা ভেঙে দুটি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। এখন নিজেদের গরু নিয়ে আমাদের এলাকার মানুষ শঙ্কিত। তাই রাত জেগে গরু পাহারা দিই।’
বামন আলী গ্রামের মিরাজ হোসেন মিঠু বলেন, ‘এলাকায় গরু চুরি বেড়ে যাওয়ায় রাত জেগে পাহারা দেন অনেকে। আমরা বাড়ি ও গোয়ালঘরের আশপাশে ক্লোজ সার্কিট ক্যামেরা বসিয়েছি।’
গদখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহজাহান আলী বলেন, ‘গরু চুরির বিষয়টি নিয়ে আমি থানার ওসির সঙ্গে কথা বলেছি। উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায়ও বিষয়টি উত্থাপন করেছি।’
গরু চুরির বিষয়ে অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, ‘গরু চুরির অভিযোগে ইতিমধ্যে অভিযান চালিয়ে বিভিন্ন জায়গা থেকে পাঁচ-ছয়জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। পুলিশ চোর নির্মূলে কাজ করে যাচ্ছে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে