আজকের পত্রিকা ডেস্ক
বড় ধরনের কোনো সহিংসতা ছাড়াই শেষ হয়েছিল ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপের ভোট গ্রহণ। তবে জয়-পরাজয় নির্ধারণ শেষে রাতে বিজয় মিছিল করতে গিয়ে গোলাগুলি ও প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটেছে। ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়ী প্রার্থীর আনন্দ মিছিল করতে গিয়ে প্রতিপক্ষের গুলিতে আয়াশ রহমান ইজাজ (২৩) নামের এক ছাত্রলীগের কর্মী নিহত হয়েছেন। পটুয়াখালীর কলাপাড়ায় পরাজিত প্রার্থীর কর্মীদের হামলায় চারজন আহত হয়েছেন। এর আগে নানা অনিয়ম ও জাল ভোটের অভিযোগে বিভিন্ন স্থান থেকে ১৫১ জনকে আটকের খবর পাওয়া গেছে।
আগের তিন ধাপের চেয়েও এ ধাপে কমেছে ভোটের হার। গতকাল বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে সিইসি কাজী হাবিবুল আউয়াল জানান, এ ধাপে ৩৪ দশমিক ৩৩ শতাংশ ভোট পড়েছে। উল্লেখ্য, আগের তিন ধাপে ভোট পড়ে ৩৫-৩৭ শতাংশ।
সিইসি বলেন, ৬০ উপজেলায় ভোট হয়েছে। ভোট শান্তিপূর্ণ হয়েছে। কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এ জন্য ২৮ জনকে গ্রেপ্তার ও ৯ জনকে বিভিন্ন অপরাধে দণ্ড দেওয়া হয়েছে। ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় ভৈরবের একটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। পাল্টাপাল্টি ধাওয়ায় ১১ জন আহত হয়েছেন।
সামগ্রিকভাবে চার ধাপের ভোট নিয়ে ইসির পর্যালোচনার বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, ‘এসব বিষয়ে আমরা এখন কোনো বক্তব্য দেব না। আমরা পরে এগুলো বিশ্লেষণ করব। পর্যালোচনা করে বলতে পারব।’
এই ভোটে আপনারা সন্তুষ্ট কি না জানতে চাইলে হাবিবুল আউয়াল বলেন, ‘আমাদের কোনো বিষয়ে সন্তুষ্টি বা অসন্তুষ্টির বিষয় নেই। আমরা খুবই সন্তুষ্ট—এই নির্বাচনটা শান্তিপূর্ণ হয়েছে।’
গুলিতে ছাত্রলীগ কর্মী নিহত
ব্রাহ্মণবাড়িয়া সদরে বিজয়ী চেয়ারম্যানের সমর্থকদের আনন্দ মিছিলে প্রতিপক্ষের গুলিতে ছাত্রলীগ কর্মী ইজাজ নিহত হন। গতকাল সন্ধ্যার দিকে পৌর শহরের কলেজপাড়ায় এই ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, জেলা ছাত্রলীগের সহসভাপতি হাসান আল ফারাবি গুলি ছোড়েন।
নিহত ইজাজ সদর উপজেলার সুহিলপুর এলাকার বাসিন্দা। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
সদর মডেল থানার ওসি মোহাম্মদ আসলাম হোসেন জানান, সন্ধ্যায় উপজেলা চেয়ারম্যান পদে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভনের জয়ী হওয়ার খবরে তাঁর সমর্থকেরা আনন্দ মিছিল বের করেন। জেলা ছাত্রলীগের সহসভাপতি জয় তাঁর হাতে থাকা পিস্তল দিয়ে ছাত্রলীগ কর্মী ইজাজের মাথায় গুলি করেন এবং পালিয়ে যান।
এদিকে পটুয়াখালীর কলাপাড়ায় পরাজিত প্রার্থীর কর্মীদের হামলায় বিজয়ী ঘোড়া প্রতীকের প্রার্থীর চার সমর্থক আহত হয়েছেন। গতকাল রাত ৯টার দিকে নাচনাপাড়া চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
জাল ভোট, অনিয়মে আটক ১৫১
ব্রাহ্মণবাড়িয়া সদর, নবীনগর ও বিজয়নগরে জাল ভোট প্রদান, কেন্দ্রে মোবাইল ফোন নেওয়া, ভোটারদের প্রভাবিত করাসহ বিভিন্ন অপরাধে ৩৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং ৭৪ জনকে জরিমানা করা হয়েছে। ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগে বগুড়ার শেরপুর, ধুনট ও নন্দীগ্রামে ২১ জনকে আটক করা হয়েছে। রাজশাহীর বাঘায় প্রিসাইডিং কর্মকর্তাকে হুমকিসহ কক্ষে ব্যালট হাতে সেলফি তোলার দায়ে এক ভাইস চেয়ারম্যান প্রার্থীর ছেলেসহ চারজনকে আটকের খবর পাওয়া গেছে।
সিলেটের জকিগঞ্জে এজেন্ট বের করে দেওয়া ও জাল ভোটের দায়ে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা এবং পটুয়াখালীর রাঙ্গাবালীতে প্রভাব বিস্তার ও জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে মোশাররফ কাজী নামের একজনকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ময়মনসিংহের নান্দাইলে জাল ভোট দেওয়ায় এক যুবককে একই মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া কিশোরগঞ্জের ভৈরবে একটি ভোটকেন্দ্রে ব্যালট বাক্স ও ব্যালট বই ছিনতাইয়ের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ফেনীর ছাগলনাইয়ায় অনিয়মের অভিযোগে ১১ জনকে আটক করা হয়।
ভোটের আগের রাতে সংঘর্ষ
বাগেরহাটের শরণখোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার শরণখোলা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের ১২ জন আহত হন। এ ঘটনায় দুই প্রার্থী পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।
বড় ধরনের কোনো সহিংসতা ছাড়াই শেষ হয়েছিল ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপের ভোট গ্রহণ। তবে জয়-পরাজয় নির্ধারণ শেষে রাতে বিজয় মিছিল করতে গিয়ে গোলাগুলি ও প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটেছে। ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়ী প্রার্থীর আনন্দ মিছিল করতে গিয়ে প্রতিপক্ষের গুলিতে আয়াশ রহমান ইজাজ (২৩) নামের এক ছাত্রলীগের কর্মী নিহত হয়েছেন। পটুয়াখালীর কলাপাড়ায় পরাজিত প্রার্থীর কর্মীদের হামলায় চারজন আহত হয়েছেন। এর আগে নানা অনিয়ম ও জাল ভোটের অভিযোগে বিভিন্ন স্থান থেকে ১৫১ জনকে আটকের খবর পাওয়া গেছে।
আগের তিন ধাপের চেয়েও এ ধাপে কমেছে ভোটের হার। গতকাল বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে সিইসি কাজী হাবিবুল আউয়াল জানান, এ ধাপে ৩৪ দশমিক ৩৩ শতাংশ ভোট পড়েছে। উল্লেখ্য, আগের তিন ধাপে ভোট পড়ে ৩৫-৩৭ শতাংশ।
সিইসি বলেন, ৬০ উপজেলায় ভোট হয়েছে। ভোট শান্তিপূর্ণ হয়েছে। কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এ জন্য ২৮ জনকে গ্রেপ্তার ও ৯ জনকে বিভিন্ন অপরাধে দণ্ড দেওয়া হয়েছে। ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় ভৈরবের একটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। পাল্টাপাল্টি ধাওয়ায় ১১ জন আহত হয়েছেন।
সামগ্রিকভাবে চার ধাপের ভোট নিয়ে ইসির পর্যালোচনার বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, ‘এসব বিষয়ে আমরা এখন কোনো বক্তব্য দেব না। আমরা পরে এগুলো বিশ্লেষণ করব। পর্যালোচনা করে বলতে পারব।’
এই ভোটে আপনারা সন্তুষ্ট কি না জানতে চাইলে হাবিবুল আউয়াল বলেন, ‘আমাদের কোনো বিষয়ে সন্তুষ্টি বা অসন্তুষ্টির বিষয় নেই। আমরা খুবই সন্তুষ্ট—এই নির্বাচনটা শান্তিপূর্ণ হয়েছে।’
গুলিতে ছাত্রলীগ কর্মী নিহত
ব্রাহ্মণবাড়িয়া সদরে বিজয়ী চেয়ারম্যানের সমর্থকদের আনন্দ মিছিলে প্রতিপক্ষের গুলিতে ছাত্রলীগ কর্মী ইজাজ নিহত হন। গতকাল সন্ধ্যার দিকে পৌর শহরের কলেজপাড়ায় এই ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, জেলা ছাত্রলীগের সহসভাপতি হাসান আল ফারাবি গুলি ছোড়েন।
নিহত ইজাজ সদর উপজেলার সুহিলপুর এলাকার বাসিন্দা। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
সদর মডেল থানার ওসি মোহাম্মদ আসলাম হোসেন জানান, সন্ধ্যায় উপজেলা চেয়ারম্যান পদে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভনের জয়ী হওয়ার খবরে তাঁর সমর্থকেরা আনন্দ মিছিল বের করেন। জেলা ছাত্রলীগের সহসভাপতি জয় তাঁর হাতে থাকা পিস্তল দিয়ে ছাত্রলীগ কর্মী ইজাজের মাথায় গুলি করেন এবং পালিয়ে যান।
এদিকে পটুয়াখালীর কলাপাড়ায় পরাজিত প্রার্থীর কর্মীদের হামলায় বিজয়ী ঘোড়া প্রতীকের প্রার্থীর চার সমর্থক আহত হয়েছেন। গতকাল রাত ৯টার দিকে নাচনাপাড়া চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
জাল ভোট, অনিয়মে আটক ১৫১
ব্রাহ্মণবাড়িয়া সদর, নবীনগর ও বিজয়নগরে জাল ভোট প্রদান, কেন্দ্রে মোবাইল ফোন নেওয়া, ভোটারদের প্রভাবিত করাসহ বিভিন্ন অপরাধে ৩৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং ৭৪ জনকে জরিমানা করা হয়েছে। ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগে বগুড়ার শেরপুর, ধুনট ও নন্দীগ্রামে ২১ জনকে আটক করা হয়েছে। রাজশাহীর বাঘায় প্রিসাইডিং কর্মকর্তাকে হুমকিসহ কক্ষে ব্যালট হাতে সেলফি তোলার দায়ে এক ভাইস চেয়ারম্যান প্রার্থীর ছেলেসহ চারজনকে আটকের খবর পাওয়া গেছে।
সিলেটের জকিগঞ্জে এজেন্ট বের করে দেওয়া ও জাল ভোটের দায়ে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা এবং পটুয়াখালীর রাঙ্গাবালীতে প্রভাব বিস্তার ও জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে মোশাররফ কাজী নামের একজনকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ময়মনসিংহের নান্দাইলে জাল ভোট দেওয়ায় এক যুবককে একই মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া কিশোরগঞ্জের ভৈরবে একটি ভোটকেন্দ্রে ব্যালট বাক্স ও ব্যালট বই ছিনতাইয়ের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ফেনীর ছাগলনাইয়ায় অনিয়মের অভিযোগে ১১ জনকে আটক করা হয়।
ভোটের আগের রাতে সংঘর্ষ
বাগেরহাটের শরণখোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার শরণখোলা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের ১২ জন আহত হন। এ ঘটনায় দুই প্রার্থী পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে