Ajker Patrika

সিংড়ায় আগুনে পুড়ল ১৮টি বাড়ি

সিংড়া (নাটোর) প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৮: ২৪
সিংড়ায় আগুনে পুড়ল ১৮টি বাড়ি

নাটোরের সিংড়ার ডাহিয়া ইউনিয়নের কাউয়াটিকরি গ্রামে গভীর রাতে ১৮টি বাড়ি পুড়েছে। এর মধ্যে ১৩টি বাড়ি পুরোপুরি ও ৫টি আংশিক পুড়ে গেছে। গত বুধবার দিবাগত রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ১টার দিকে শর্ট সার্কিট থেকে প্রথম আগুনের সূত্রপাত। পরে তা অন্য বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় ওই সব বাড়িতে থাকা চাষাবাদের কাজে মজুত করা ডিজেল তেলের ব্যারেল ও গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে তা ভয়াবহ রূপ নেয়। পরে এলাকাবাসী ও পাশের গ্রামের মানুষ ছুটে এসে আগুন নেভান।

দুই ঘণ্টাব্যাপী এ অগ্নিকাণ্ডে কাউয়াটিকরী গ্রামের জাফর মণ্ডল, শরিফুল মণ্ডল, জেহেল মণ্ডল, আবেদ মণ্ডল, সোহাগ আলীর বাড়িসহ ১৮টি বাড়ি পুড়ে যায়। এসব বাড়িতে থাকা নগদ টাকা, গয়না, ঘরের টিনসহ সংসারের আসবাব পুড়ে যায়। এ সময় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলেও গ্রামে কোনো রাস্তা না থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি তারা।

ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম আবুল কালাম বলেন, আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার বলেন, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ৩০ কেজি চাল ও কম্বল দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত