দাগনভূঞা (ফেনী) ও ফেনী সদর প্রতিনিধি
ফেনী সদর ও দাগনভূঞা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গত বুধবার রাতে ও গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় দুর্ঘটনাগুলো ঘটে।
ফেনী সদর: ফেনী সদর উপজেলায় অটোরিকশাকে পাশ দিতে গিয়ে মোটরসাইকেল উল্টে আবদুর রহমান (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বুধবার রাতে সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের কলঘরে ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুর রহমান সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের দৌলতকান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে। সোনাগাজীর বক্তারমুন্সি ডাকবাংলা নামক স্থানে তাঁর মোটর ওয়ার্কশপ রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাতে আবদুর রহমান মোটরসাইকেল চালিয়ে ফেনী থেকে সোনাগাজীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ফেনী সদর উপজেলার কলঘরে স্থানে পৌঁছালে হলে অপর দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে পাশ দিতে যান রহমান। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কের ওপর পড়ে যান। এতে ঘটনাস্থলেই মারা যান রহমান।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন স্বজনেরা নিহতের লাশ বাড়ি নিয়ে গেছেন।
দাগনভূঞা: ফেনীর দাগনভূঞায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আকরাম (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বসুরহাট রোডের এনায়েত ভূঞা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকরাম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার ভোলাচং গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে। পেশায় শুঁটকি বিক্রেতা আকরাম ফেনীর হাজারী রোডে বসবাস করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে শুঁটকি নিয়ে ফেনীর মহিপাল থেকে অটোরিকশাযোগে নোয়াখালীর বসুরহাট যাচ্ছিলেন আকরাম। পথে এনায়েত ভূঞা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ড্রিমল্যান্ড বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে গেলে ঘটনাস্থলেই মারা যান আকরাম।
দাগনভূঞা থানার উপপরিদর্শক মোবারক হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি ও সিএনজি উদ্ধার করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটিকে জব্দ ও এর চালককে আটক করা সম্ভব হয়নি।
ফেনী সদর ও দাগনভূঞা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গত বুধবার রাতে ও গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় দুর্ঘটনাগুলো ঘটে।
ফেনী সদর: ফেনী সদর উপজেলায় অটোরিকশাকে পাশ দিতে গিয়ে মোটরসাইকেল উল্টে আবদুর রহমান (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বুধবার রাতে সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের কলঘরে ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুর রহমান সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের দৌলতকান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে। সোনাগাজীর বক্তারমুন্সি ডাকবাংলা নামক স্থানে তাঁর মোটর ওয়ার্কশপ রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাতে আবদুর রহমান মোটরসাইকেল চালিয়ে ফেনী থেকে সোনাগাজীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ফেনী সদর উপজেলার কলঘরে স্থানে পৌঁছালে হলে অপর দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে পাশ দিতে যান রহমান। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কের ওপর পড়ে যান। এতে ঘটনাস্থলেই মারা যান রহমান।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন স্বজনেরা নিহতের লাশ বাড়ি নিয়ে গেছেন।
দাগনভূঞা: ফেনীর দাগনভূঞায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আকরাম (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বসুরহাট রোডের এনায়েত ভূঞা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকরাম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার ভোলাচং গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে। পেশায় শুঁটকি বিক্রেতা আকরাম ফেনীর হাজারী রোডে বসবাস করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে শুঁটকি নিয়ে ফেনীর মহিপাল থেকে অটোরিকশাযোগে নোয়াখালীর বসুরহাট যাচ্ছিলেন আকরাম। পথে এনায়েত ভূঞা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ড্রিমল্যান্ড বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে গেলে ঘটনাস্থলেই মারা যান আকরাম।
দাগনভূঞা থানার উপপরিদর্শক মোবারক হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি ও সিএনজি উদ্ধার করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটিকে জব্দ ও এর চালককে আটক করা সম্ভব হয়নি।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে