Ajker Patrika

বৃষ্টি-বাতাসে মসুরি ও গমের ব্যাপক ক্ষতি

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৯: ২২
বৃষ্টি-বাতাসে মসুরি ও গমের ব্যাপক ক্ষতি

গত শুক্রবারের বৃষ্টি ও দমকা বাতাসে মেহেরপুরের গাংনী উপজেলায় গম ও মসুরিখেতের ব্যাপক ক্ষতি হয়েছে। বাতাসে নুয়ে পড়েছে গমগাছ। চাষিরা বলছেন, এতে তাঁদের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। গমের ফলন এক-তৃতীয়াংশ হবে কি না সন্দেহ রয়েছে।

উপজেলা কৃষি অফিস বলছে, প্রাকৃতিক দুর্যোগে কারও হাত নেই। তবে বৃষ্টিপরবর্তী ফসল রক্ষার্থে কৃষকদের পরামর্শ দেওয়ার পাশাপাশি তাঁদের পাশে থেকে সব সময় সহযোগিতা করা হবে।

জোড়াঘাট এলাকার গমচাষি হারুন আলী বলেন, ‘গম মাটিতে পড়ে যে অবস্থা হয়েছে, তাতে চিটা ছাড়া কিছুই হবে না। এই বৃষ্টি ও দমকা হাওয়ায় আমাদের মতো গরিব কৃষকদের অনেক ক্ষতি হয়ে গেল।’

দেবীপুর গ্রামের গমচাষি ইমারুল ইসলাম বলেন, ‘যেসব গমের ফুল পড়ে যাবে, সেগুলোর খুব ক্ষতি হবে আর দানা শুকিয়ে যাবে। এক বিঘা জমিতে ভালো গম হলে ১৫ থেকে ১৭ মণ গম হয়। আর পড়ে যাওয়া সেই গমের ফলন ৫ মণ হবে কিনা সন্দেহ।’

এ বিষয়ে গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানান, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও দমকা বাতাস হওয়ায় গম ও মসুরি ফসলের কিছুটা ক্ষতি হবে। প্রাকৃতিক দুর্যোগের ব‍্যাপারে কারও তো হাত নেই। তবে কৃষি অফিস থেকে চাষিদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে আবারও যা বললেন ভারতের সেনাপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত