Ajker Patrika

বিদ্যুৎ সাশ্রয়ে বন্ধ থাকবে সড়কবাতি

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ১৩ জুলাই ২০২২, ১৩: ৫৯
বিদ্যুৎ সাশ্রয়ে বন্ধ থাকবে সড়কবাতি

বিদ্যুৎ সাশ্রয় করতে রাজশাহী শহরের সড়কবাতি বন্ধ রাখার পরিকল্পনা করা হচ্ছে। প্রতিদিন রাত ১২টার পর থেকে বাতিগুলোর অন্তত ৫০ শতাংশ নিভিয়ে রাখা হবে বলে জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

মেয়র গত রোববার বিকেলে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান। তিনি বলেন, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এভাবে সাশ্রয় করে সরবরাহ ব্যবস্থাপনায় অংশীদার হতে চায় রাজশাহী সিটি করপোরেশন।

মেয়র আরও বলেন, ‘সড়ক আলোকায়নের সংশ্লিষ্ট ঠিকাদার ও বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা হয়েছে। সে অনুযায়ী রাত ১২টা ও ১টার পর ৫০ শতাংশ সড়কবাতি কমিয়ে দেওয়া হবে। এ ছাড়া রাত ৩টা-৪টার দিকে আলো আরও কমিয়ে দেওয়া হবে। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এভাবে করে মোটামুটিভাবে বিদ্যুতের ব্যবহার চার ভাগের এক ভাগে কমিয়ে নেওয়া সম্ভব হবে।’

মেয়র লিটন জানান, বাতি কমিয়ে বিদ্যুৎ সাশ্রয়ের কাজটি এভাবে আপাতত এক মাস চলবে। তারপর পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এনসিটিবিতে দুর্নীতির অভিযোগে এনসিপি নেতা তানভীরের নাম, সোশ্যাল মিডিয়া তোলপাড়

‘হেলিকপ্টারে শেখ হাসিনা পালিয়েছে, আমি ফিরেছি’

ধর্ষণ ও তিন খুনের আসামি ঘুরে বেড়াচ্ছে, ভয়ে বাদী

আটকের ভয়ে সকাল থেকে উপজেলা পরিষদে ইউপি চেয়ারম্যান, বিকেলে বেরিয়ে আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত