Ajker Patrika

ওসমানীনগরে ২৭ জুলাই ভোট গ্রহণ

সিলেট প্রতিনিধি
আপডেট : ০৮ জুন ২০২২, ১৩: ০৬
ওসমানীনগরে ২৭ জুলাই ভোট গ্রহণ

ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৭ জুলাই ভোট গ্রহণ করা হবে।

গত সোমবার নির্বাচন কমিশনের আদেশে উপসচিব (নির্বাচন পরিচালনা-২) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ওসমানীনগর উপজেলা ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ জুন, যাচাই-বাছাই ৩০ জুন, প্রার্থিতা প্রত্যাহার ৭ জুলাই এবং ভোটগ্রহণ ২৭ জুলাই।

২৭ জুলাই সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে।

ওসমানীনগর উপজেলার আট ইউনিয়নের ৫৩টি কেন্দ্রে ৭৫ হাজার ৬৪০ জন পুরুষ এবং ৭৩ হাজার ২৫৭ জন নারীসহ ১ লাখ ৪৮ হাজার ৯০০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। ওসমানীনগর উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকবেন সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার।

রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মুরাদ উদ্দিন হওলাদার বলেন, ২৭ জুলাই জগন্নাথপুর উপজেলার সঙ্গে ওসমানীনগরেও ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন ওসমানীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু লায়েছ মো. দুলাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত