খান রফিক, বরিশাল
বরিশাল নগরীতে গ্যাসচালিত থ্রি হুইলার অটোরিকশার ভাড়া দ্বিগুণ করা হয়েছে। চলতি সপ্তাহ থেকে নগরীর সব রুটে এই ভাড়া বৃদ্ধিতে যাত্রীদের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা চালকদের হাঙ্গামা লেগেই আছে। চালকেরা জানিয়েছেন, গ্যাসের দাম বাড়ায় মালিকেরা গাড়ির জমা বাড়িয়েছেন। তাই তারা ১০ টাকার জায়গায় ১৫-২০ টাকা নিচ্ছেন ভাড়া। তবে বরিশাল জেলা ত্রি হুইলার মালিক সমিতি এ অভিযোগ নাকচ করে দিয়ে বলেছে, নগরীর সব রুটে চার্ট অনুযায়ী সিএনজি চালিত অটোরিকশার ভাড়া এখনো যাত্রীপ্রতি ১০ টাকা। কিন্তু মেট্রোপলিটন পুলিশ ভাড়া বেশি চাইলে অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়ে দায় সারছে।
বরিশাল নগরীর সাগরদী এলাকা থেকে মঙ্গলবার সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন আরিফ হোসেন নামে এক ব্যবসায়ী। সদর রোডে পৌঁছে তার কাছে ভাড়া চাওয়া হয় ২০ টাকা। যাত্রী আরিফ বলেন, ১৫ টাকার ভাড়া কেন ২০ টাকা নেওয়া হচ্ছে। তিনি চালককে চ্যালেঞ্জ করলে সে জানান মালিক-শ্রমিক নেতারা ভাড়া বৃদ্ধি করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, চলতি সপ্তাহ থেকে হুট করে গ্যাসের দাম বৃদ্ধির খোঁড়া অজুহাত দেখিয়ে ভাড়া বাড়ানো হয়েছে। কথা হয় বিবির পুকুর পাড়ের অপেক্ষমাণ অর্ধশত সিএনজিচালিত অটোরিকশা চালকের সঙ্গে। তারা জানান, পাম্পে গ্যাসের দাম লিটার প্রতি ৪৮ টাকার স্থলে ৬০ টাকা করা হয়েছে।
বর্তমানে রুপাতলী থেকে সদর রোড ১০ টাকার স্থলে ২০ টাকা, রুপাতলী থেকে লঞ্চঘাট ১০ টাকার স্থলে ২০ টাকা, চৌমাথা থেকে লঞ্চঘাট ১০ টাকার জায়গায় ১৫ টাকা, নথুল্লাবাদ থেকে লঞ্চঘাট ১০ টাকার জায়গায় ১৫ টাকা, নথুল্লাবাদ থেকে রুপাতলী ১০ টাকার স্থলে ১৫-২০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে।
বরিশাল জেলা ত্রি হুইলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান দুলাল এ বিষয়ে জানান, নগরীর সব রুটে আগের ভাড়া ১০ টাকা করেই রয়েছে। চালকেরা কি করে ১০ টাকার ভাড়া ২০ টাকা নেয়?
বিআরটিএর বরিশালের উপপরিচালক মো. জিয়াউর রহমান বলেন, ‘নগরীতে নতুন করে সিএনজি চালিত অটোরিকশার ভাড়া নির্ধারণ করা হয়নি। গ্যাসের দামের সঙ্গে ভাড়া বৃদ্ধির সম্পর্ক নেই।’ রাজধানীতে বাড়তি ভাড়া রোধে অভিযান হলেও বরিশাল নগরীতে কেন উদ্যোগ নেওয়া হচ্ছে না এ প্রসঙ্গে বলেন, ‘আপনি নিশ্চিত থাকেন সহসাই ব্যবস্থা নেব।’
বরিশাল জেলা থ্রি হুইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন লিটন মোল্লা বলেন, ডিজেলের দাম বাড়ালেও গ্যাসের দাম তো বাড়েনি। যারা ১০ টাকার স্থলে ১৫ থেকে ২০ টাকা যাত্রীদের কাছ থেকে নেয় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ট্রাফিক) তানভির আরাফাত বলেন, ‘ভাড়া বাড়ানো হলে ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য যাত্রীদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।’
বরিশাল নগরীতে গ্যাসচালিত থ্রি হুইলার অটোরিকশার ভাড়া দ্বিগুণ করা হয়েছে। চলতি সপ্তাহ থেকে নগরীর সব রুটে এই ভাড়া বৃদ্ধিতে যাত্রীদের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা চালকদের হাঙ্গামা লেগেই আছে। চালকেরা জানিয়েছেন, গ্যাসের দাম বাড়ায় মালিকেরা গাড়ির জমা বাড়িয়েছেন। তাই তারা ১০ টাকার জায়গায় ১৫-২০ টাকা নিচ্ছেন ভাড়া। তবে বরিশাল জেলা ত্রি হুইলার মালিক সমিতি এ অভিযোগ নাকচ করে দিয়ে বলেছে, নগরীর সব রুটে চার্ট অনুযায়ী সিএনজি চালিত অটোরিকশার ভাড়া এখনো যাত্রীপ্রতি ১০ টাকা। কিন্তু মেট্রোপলিটন পুলিশ ভাড়া বেশি চাইলে অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়ে দায় সারছে।
বরিশাল নগরীর সাগরদী এলাকা থেকে মঙ্গলবার সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন আরিফ হোসেন নামে এক ব্যবসায়ী। সদর রোডে পৌঁছে তার কাছে ভাড়া চাওয়া হয় ২০ টাকা। যাত্রী আরিফ বলেন, ১৫ টাকার ভাড়া কেন ২০ টাকা নেওয়া হচ্ছে। তিনি চালককে চ্যালেঞ্জ করলে সে জানান মালিক-শ্রমিক নেতারা ভাড়া বৃদ্ধি করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, চলতি সপ্তাহ থেকে হুট করে গ্যাসের দাম বৃদ্ধির খোঁড়া অজুহাত দেখিয়ে ভাড়া বাড়ানো হয়েছে। কথা হয় বিবির পুকুর পাড়ের অপেক্ষমাণ অর্ধশত সিএনজিচালিত অটোরিকশা চালকের সঙ্গে। তারা জানান, পাম্পে গ্যাসের দাম লিটার প্রতি ৪৮ টাকার স্থলে ৬০ টাকা করা হয়েছে।
বর্তমানে রুপাতলী থেকে সদর রোড ১০ টাকার স্থলে ২০ টাকা, রুপাতলী থেকে লঞ্চঘাট ১০ টাকার স্থলে ২০ টাকা, চৌমাথা থেকে লঞ্চঘাট ১০ টাকার জায়গায় ১৫ টাকা, নথুল্লাবাদ থেকে লঞ্চঘাট ১০ টাকার জায়গায় ১৫ টাকা, নথুল্লাবাদ থেকে রুপাতলী ১০ টাকার স্থলে ১৫-২০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে।
বরিশাল জেলা ত্রি হুইলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান দুলাল এ বিষয়ে জানান, নগরীর সব রুটে আগের ভাড়া ১০ টাকা করেই রয়েছে। চালকেরা কি করে ১০ টাকার ভাড়া ২০ টাকা নেয়?
বিআরটিএর বরিশালের উপপরিচালক মো. জিয়াউর রহমান বলেন, ‘নগরীতে নতুন করে সিএনজি চালিত অটোরিকশার ভাড়া নির্ধারণ করা হয়নি। গ্যাসের দামের সঙ্গে ভাড়া বৃদ্ধির সম্পর্ক নেই।’ রাজধানীতে বাড়তি ভাড়া রোধে অভিযান হলেও বরিশাল নগরীতে কেন উদ্যোগ নেওয়া হচ্ছে না এ প্রসঙ্গে বলেন, ‘আপনি নিশ্চিত থাকেন সহসাই ব্যবস্থা নেব।’
বরিশাল জেলা থ্রি হুইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন লিটন মোল্লা বলেন, ডিজেলের দাম বাড়ালেও গ্যাসের দাম তো বাড়েনি। যারা ১০ টাকার স্থলে ১৫ থেকে ২০ টাকা যাত্রীদের কাছ থেকে নেয় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ট্রাফিক) তানভির আরাফাত বলেন, ‘ভাড়া বাড়ানো হলে ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য যাত্রীদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে