Ajker Patrika

কিশমিশ নিয়ে দেব-রুক্মিণী

বিনোদন ডেস্ক
আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১০: ১১
কিশমিশ নিয়ে দেব-রুক্মিণী

‘সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়…’—ভালোবাসার মানে বোঝা মোটেও সহজ নয়। রুক্মিণীর প্রেমসাগরে ডুব দিয়েই দেব বুঝতে চান ভালোবাসার মানে। তাই দর্শকের জন্য নিয়ে আসছেন সিনেমা ‘কিশমিশ’। ২৯ এপ্রিল মুক্তি পাবে দেব প্রযোজিত সিনেমাটি। ‘কিশমিশ’ সিনেমায় দেবকে দেখা যাবে তিনটি চরিত্রে। কোঁকড়া চুল, গোল ফ্রেমের চশমা কিংবা পাঞ্জাবি-ধুতি পরা দেবের লুক ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসা পেয়েছে।

দেব বলেন, ‘আমাকে চারটি লুকে দেখা যাবে, রুক্মিণীকে দুই লুকে। সিনেমাটি তিন সময়ের প্রেমের গল্প বলবে। ৮ থেকে ৮০ বছরের সবারই গল্পটি ভালো লাগবে।’

‘কিশমিশ’ সিনেমায় রুক্মিণী অভিনয় করেছেন রোহিনীর চরিত্রে। রুক্মিণী বলেন, ‘একটা সময় শুনেছি কম হলেও পাঁচ দিন লাগত প্রেমপত্র লিখতে, আরও পাঁচ দিন লাগত সেই প্রেমপত্র পৌঁছাতে। এই ইমোজির যুগেএমন গল্প দর্শকের অন্য রকম ভালো লাগা উপহার দেবে।’

শুধু পর্দায় নয়, বাস্তবজীবনেরও জুটি দেব-রুক্মিণী। ‘চ্যাম্প’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধেছিলেন দুই তারকা। তারপর ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’, ‘পাসওয়ার্ড’ সিনেমায়ও দেখা গেছে তাঁদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

একাত্তর ও এক-এগারোর সময় বাংলাদেশ বিষয়ে মার্কিন নীতি ভুল ছিল: ড্যানিলোভিচ

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত