Ajker Patrika

৬৮ বছর পর জমির দখল পেলেন বাদী

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৬: ৪২
৬৮ বছর পর জমির দখল পেলেন বাদী

দিনাজপুরের বিরামপুরে মামলার ৬৮ বছর পর আদালতের রায়ে জমির দখল বুঝে পেয়েছেন বাদী। ১৯৫৩ সালে শুরু হয় মামলাটি। চলতি বছর মামলাটি নিষ্পত্তি হয়।

আদালতের আদেশে গতকাল শনিবার প্রশাসনের উপস্থিতিতে ঢোল পিটিয়ে ও লাল পতাকা টাঙিয়ে বাদী পক্ষকে ১৬ দশমিক ৭৫ একর জমির দখল বুঝিয়ে দেওয়া হয়েছে।মামলা সূত্রে জানা গেছে, বর্তমান বিরামপুর উপজেলার কোঁচগ্রামের চৌধুরী পরিবারের মাঝে জমির ভাগ বাটোয়ারা নিয়ে ১৯৫৩ সালে বাটোয়ারা মামলারসূত্রপাত হয়।

দীর্ঘদিন মামলা চলার পর ২০২১ সালে দিনাজপুর জেলা যুগ্ম আদালত বাদী মো.নাহিম চৌধুরীর পক্ষে ডিক্রি প্রদান করেন।

আদালত বাদী পক্ষকে উল্লেখিত জমি বুঝিয়ে দেওয়ার জন্য আদালত নিযুক্ত প্রতিনিধি ও পুলিশ প্রশাসনকে নির্দেশ দেয়। সে মোতাবেক গতকাল শনিবার জেলা জজ আদালতের নাজির শাহ আলম, অ্যাডভোকেট কমিশনার আনারুল ইসলাম সরকার, বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্তের নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঢোল পিটিয়ে ও লাল পতাকা টাঙিয়ে চমির দখল বুঝিয়ে দেয় বাদী পক্ষকে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত আজকের পত্রিকাকে বলেন, ‘বিজ্ঞ আদালতের নির্দেশে মামলার বাদীকে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

খামেনিকে চিঠি দিয়ে যে প্রস্তাব দিলেন ট্রাম্প

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত