খান রফিক, নিজস্ব প্রতিবেদক
জেলা পরিষদ নির্বাচনে বরিশালে এবার ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাদের মধ্যে প্রকাশ্যে লড়াই শুরু হয়েছে। দলীয় মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন গতকাল বৃহস্পতিবার পর্যন্ত বরিশালের পাঁচজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এঁদের অনেকেই আওয়ামী লীগের পোড় খাওয়া নেতা। নানাভাবে তদবির-লবিং করছেন সম্ভাব্য প্রার্থীরা। এবার স্থানীয় পর্যায়ে নাম প্রস্তাবের ক্ষমতা খর্ব হওয়ায় স্বপ্ন দেখছেন ত্যাগী নেতারা। এ সুযোগে বরিশালে জেলা পরিষদে চেয়ারম্যান পদে চমক আসতে পারে বলে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রে জানা গেছে।
নৌকা প্রতীক পেতে মনোনয়নপত্র জমা দিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও বিএম কলেজের সাবেক ভিপি মো. আনোয়ার হোসাইন, কৃষক লীগের কেন্দ্রীয় নেতা খান আলতাফ হোসেন ভুলু, আওয়ামী লীগ নেতা মো. মইদুল ইসলাম এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হেসেন।
খোঁজ নিয়ে জানা গেছে, এবার জেলা পরিষদ নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগের হাতে কোনো ক্ষমতাই রাখেনি কেন্দ্র। যে কারণে কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন গ্রহণ করেছে দলটি। এর কারণ হিসেবে জানা গেছে, বিগত সময়ে স্থানীয়ভাবে নাম প্রস্তাব নিয়ে বিভিন্ন জেলা প্রশ্নবিদ্ধ হয়েছে। মনোনয়নপ্রত্যাশী একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এবার বড় সুযোগ ত্যাগীদের। সভাপতি নিজেই আমলনামা দেখে মনোনয়ন দেবেন।’
নৌকার মনোনয়নপ্রত্যাশী বরিশাল মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও বিএম কলেজের সাবেক ভিপি আনোয়ার হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘দলীয় সভাপতি ও মনোনয়ন বোর্ড যাকে যোগ্য মনে করবেন তাকেই দলীয় মনোনয়ন দেবেন। দল যাকে মনোনয়ন দেবে তাঁর পক্ষে সবাই কাজ করবে।’ অনেকটা আবেগতাড়িত হয়ে তিনি বলেন, ‘ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে লড়াই করেছি। একটু সম্মান পেতে তিনবার উপজেলা চেয়ারম্যান, একবার জেলা পরিষদ ও সংসদ সদস্যপদে মনোনয়ন চেয়েছি। আরও একবার চেষ্টা করছি মূল্যায়নের আশায়।’
মনোনয়নপ্রত্যাশী কৃষক লীগ নেতা খান আলতাফ হোসেন ভুলু বলেন, তিনি ৬ দফা আন্দোলনে বঙ্গবন্ধুর সঙ্গে জেল খেটেছেন। এমন ইতিহাস কারোরই নেই।’
মনোনয়নপ্রত্যাশী বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর বলেন, ‘মনোনয়ন পেলে নির্বাচন করব। না পেলে দল যাকে মনোনয়ন দেবে তাঁর পক্ষে কাজ করব।’
আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্বে থাকা কেন্দ্রীয় এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘স্থানীয় ইমেজ আছে এমন প্রার্থী জেলা পরিষদে খুঁজছে দল। কেননা আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এ বিষয়েও প্রভাব রয়েছে। যে কারণে বরিশাল জেলা পরিষদে নৌকার টিকিটে প্রার্থিতায় আসতে পারে’—চমক এমনটিই জানালেন কেন্দ্রীয় ওই আওয়ামী লীগ নেতা।
উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন। এ জন্য আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। এই নির্বাচনে নৌকা
ছাড়া দৃশ্যমান আর কোনো দলের প্রার্থী না থাকায় আওয়ামী লীগ নেতারা দলীয় সমর্থন পেতে মরিয়া হয়ে উঠেছেন।
জেলা পরিষদ নির্বাচনে বরিশালে এবার ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাদের মধ্যে প্রকাশ্যে লড়াই শুরু হয়েছে। দলীয় মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন গতকাল বৃহস্পতিবার পর্যন্ত বরিশালের পাঁচজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এঁদের অনেকেই আওয়ামী লীগের পোড় খাওয়া নেতা। নানাভাবে তদবির-লবিং করছেন সম্ভাব্য প্রার্থীরা। এবার স্থানীয় পর্যায়ে নাম প্রস্তাবের ক্ষমতা খর্ব হওয়ায় স্বপ্ন দেখছেন ত্যাগী নেতারা। এ সুযোগে বরিশালে জেলা পরিষদে চেয়ারম্যান পদে চমক আসতে পারে বলে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রে জানা গেছে।
নৌকা প্রতীক পেতে মনোনয়নপত্র জমা দিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও বিএম কলেজের সাবেক ভিপি মো. আনোয়ার হোসাইন, কৃষক লীগের কেন্দ্রীয় নেতা খান আলতাফ হোসেন ভুলু, আওয়ামী লীগ নেতা মো. মইদুল ইসলাম এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হেসেন।
খোঁজ নিয়ে জানা গেছে, এবার জেলা পরিষদ নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগের হাতে কোনো ক্ষমতাই রাখেনি কেন্দ্র। যে কারণে কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন গ্রহণ করেছে দলটি। এর কারণ হিসেবে জানা গেছে, বিগত সময়ে স্থানীয়ভাবে নাম প্রস্তাব নিয়ে বিভিন্ন জেলা প্রশ্নবিদ্ধ হয়েছে। মনোনয়নপ্রত্যাশী একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এবার বড় সুযোগ ত্যাগীদের। সভাপতি নিজেই আমলনামা দেখে মনোনয়ন দেবেন।’
নৌকার মনোনয়নপ্রত্যাশী বরিশাল মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও বিএম কলেজের সাবেক ভিপি আনোয়ার হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘দলীয় সভাপতি ও মনোনয়ন বোর্ড যাকে যোগ্য মনে করবেন তাকেই দলীয় মনোনয়ন দেবেন। দল যাকে মনোনয়ন দেবে তাঁর পক্ষে সবাই কাজ করবে।’ অনেকটা আবেগতাড়িত হয়ে তিনি বলেন, ‘ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে লড়াই করেছি। একটু সম্মান পেতে তিনবার উপজেলা চেয়ারম্যান, একবার জেলা পরিষদ ও সংসদ সদস্যপদে মনোনয়ন চেয়েছি। আরও একবার চেষ্টা করছি মূল্যায়নের আশায়।’
মনোনয়নপ্রত্যাশী কৃষক লীগ নেতা খান আলতাফ হোসেন ভুলু বলেন, তিনি ৬ দফা আন্দোলনে বঙ্গবন্ধুর সঙ্গে জেল খেটেছেন। এমন ইতিহাস কারোরই নেই।’
মনোনয়নপ্রত্যাশী বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর বলেন, ‘মনোনয়ন পেলে নির্বাচন করব। না পেলে দল যাকে মনোনয়ন দেবে তাঁর পক্ষে কাজ করব।’
আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্বে থাকা কেন্দ্রীয় এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘স্থানীয় ইমেজ আছে এমন প্রার্থী জেলা পরিষদে খুঁজছে দল। কেননা আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এ বিষয়েও প্রভাব রয়েছে। যে কারণে বরিশাল জেলা পরিষদে নৌকার টিকিটে প্রার্থিতায় আসতে পারে’—চমক এমনটিই জানালেন কেন্দ্রীয় ওই আওয়ামী লীগ নেতা।
উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন। এ জন্য আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। এই নির্বাচনে নৌকা
ছাড়া দৃশ্যমান আর কোনো দলের প্রার্থী না থাকায় আওয়ামী লীগ নেতারা দলীয় সমর্থন পেতে মরিয়া হয়ে উঠেছেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে