বেহাল সড়ক, ভোগান্তি

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৬: ৫৯
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৯: ১৬

কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের মহিষবাতান দুনা মোড় থেকে মহিষবাতান পূর্বপাড়া জামে মসজিদ পর্যন্ত রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। মাত্র অর্ধকিলোমিটার কাঁচা রাস্তাটি পাকা না হওয়ায় আশপাশের কয়েক গ্রামের মানুষকে বছরের পর বছর চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বেহাল সড়কটি দিয়ে চলতে গিয়ে অনেক সময় ঘটছে দুর্ঘটনা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জয়ন্তীহাজরা ইউনিয়নের মহিষবাতান গ্রামের এ রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ। এটি গ্রামের কয়েকশ মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম। বর্তমানে রাস্তাটির অধিকাংশ স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। প্রতিদিনই গর্তে যানবাহনগুলো পড়ে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এসব গর্তের কারণে রাস্তাটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।

স্থানীয়দের দাবি, রাস্তাটি বেহাল হওয়ায় সাধারণ মানুষকে যাতায়াতের সময় গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। তাঁরা রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন।

কথা হয় ওই এলাকার বাসিন্দা ধোকড়া কোল ডিগ্রি কলেজের শিক্ষার্থী সোহেল রানা সঙ্গে। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই রাস্তার এ অবস্থা দেখে আসছি। রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃষ্টি হলে এ রাস্তায় দুর্ভোগের অন্ত থাকে না। এখানে প্রায়ই ঘটে ছোট বড় দুর্ঘটনা।’

একই এলাকার হালিম শেখ (৬০) বলেন, ‘শুধু রাস্তাটির জন্য বর্তমানে আমরা চরম বেকায়দায় পড়ে আছি। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া কঠিন। কোনো প্রকার যানবাহন চলাচলের উপায় নাই। কেবল আধা কিলোমিটার ওই রাস্তা এলাকাবাসীর জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে।’

নবনির্বাচিত জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল শাকিব খান টিপু বলেন, ‘আগে আমি ওই ওয়ার্ডের ইউপি সদস্য ছিলাম। এখনো দায়িত্ব বুঝে পাইনি। দায়িত্ব পেলে সাংসদের বিশেষ বরাদ্দ নিয়ে রাস্তাটির উন্নয়নের কাজ করব।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত