কোম্পানীগঞ্জ প্রতিনিধি
কোম্পানীগঞ্জ উপজেলার হাওরবেষ্টিত দিঘলবাকেরপাড়-ফেদারগাঁও উচ্চবিদ্যালয়ে নির্মাণ করা হয়েছে আধুনিক বন্যা আশ্রয়কেন্দ্র। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এটি নির্মিত হয়েছে। ৩ কোটি ৪৭ লাখ ১৭ হাজার ৪১ টাকায় আশ্রয়কেন্দ্রটি নির্মাণ করেছে এমএইচটিসি-এমএকেসি (জেভি) নামের ঠিকাদারি প্রতিষ্ঠান।
জানা গেছে, দিঘলবাকেরপাড়-ফেদারগাঁও উচ্চবিদ্যালয়ে নির্মিত আধুনিক সুযোগ-সুবিধার ভবনটি শিক্ষার্থীরা বিদ্যালয়ের ভবন হিসেবেই ব্যবহার করবে। এতে বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবর্তন ঘটবে। একই সঙ্গে ভবনটিতে বন্যাসহ যে কোনো দুর্যোগে চার শতাধিক মানুষ আশ্রয় নিতে পারবে। ভবনটিতে বিশুদ্ধ পানি, পয়োনিষ্কাশন ও নানা সুযোগ-সুবিধার পাশাপাশি নির্মিত হয়েছে বড় আকারের একটি শেড। যেখানে শতাধিক গবাদিপশুও আশ্রয় নিতে পারবে।
ফেদারগাঁও গ্রামের বাসিন্দা শরিফ উদ্দিন বলেন, বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত তিন শতাধিক শিক্ষার্থী পড়ালেখা করছে। ফেদারগাঁও, বেতমুড়া, দিঘলবাকেরপাড়, কাকুরাইল, লোভাহাওর, শান্তিপুর, নতুন জীবনপুর, করাতিবাড়ি, মনুরপাড়, বেকিমুড়ারপাড়, রনিখাইকান্দিসহ যোগাযোগবিচ্ছিন্ন ও পিছিয়ে থাকা প্রায় ১৫টি গ্রামের শিক্ষার্থীদের একমাত্র মাধ্যমিক বিদ্যালয় এটি।
ফেদারগাঁও গ্রামের আব্দুল করিম ও আনসার উদ্দিন বলেন, দুর্গম প্রত্যন্ত অঞ্চলে দীর্ঘ এক দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে দিঘলবাকেরপাড়-ফেদারগাঁও উচ্চবিদ্যালয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই নানামুখী সমস্যায় জর্জরিত হলেও স্থানীয় সাংসদ ও প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদের ঐকান্তিক প্রচেষ্টায় পাল্টে গেছে বিদ্যালয়ের চিত্র। তৃতীয় তলায় একটি ভবন নির্মাণ করে গড়ে তোলা হয়েছে বন্যা আশ্রয়কেন্দ্র।
স্থানীয় ইউপি সদস্য চাঁন মিয়া বলেন, একটি যোগাযোগবিচ্ছিন্ন ও অবহেলিত জনপদ উত্তর রনিখাই ইউনিয়ন। এখানে শিক্ষার হার একেবারেই শূন্যের কোটায় ছিল। তবে এই মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই এ ইউনিয়নে শিক্ষার হার বেড়েছে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক রানু বিশ্বাস বলেন, বিগত কয়েক বছরে বিদ্যালয়টি শিক্ষার মান ও ভালো ফলাফলের দিক থেকে উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এগিয়ে রয়েছে। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার ফলে দুর্গম গ্রামগুলোতে বাল্যবিবাহ, মাদক নির্মূলসহ সামাজিক অবক্ষয় অনেকটাই কমেছে।
বিদ্যালয়ের শিক্ষার্থী জহুরা জান্নাত মেরিন বলে, ‘প্রাইমারি পড়ার পর আর কোনো বিদ্যালয়ে পড়াশোনার সুযোগ ছিল না আমাদের। দিঘলবাকেরপাড়-ফেদারগাঁও উচ্চবিদ্যালয়ে আমার মতো শত শত শিক্ষার্থী পড়াশোনার সুযোগ পেয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং বলেন, হাওরবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এই আধুনিক বন্যা আশ্রয় কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করবেন।
কোম্পানীগঞ্জ উপজেলার হাওরবেষ্টিত দিঘলবাকেরপাড়-ফেদারগাঁও উচ্চবিদ্যালয়ে নির্মাণ করা হয়েছে আধুনিক বন্যা আশ্রয়কেন্দ্র। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এটি নির্মিত হয়েছে। ৩ কোটি ৪৭ লাখ ১৭ হাজার ৪১ টাকায় আশ্রয়কেন্দ্রটি নির্মাণ করেছে এমএইচটিসি-এমএকেসি (জেভি) নামের ঠিকাদারি প্রতিষ্ঠান।
জানা গেছে, দিঘলবাকেরপাড়-ফেদারগাঁও উচ্চবিদ্যালয়ে নির্মিত আধুনিক সুযোগ-সুবিধার ভবনটি শিক্ষার্থীরা বিদ্যালয়ের ভবন হিসেবেই ব্যবহার করবে। এতে বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবর্তন ঘটবে। একই সঙ্গে ভবনটিতে বন্যাসহ যে কোনো দুর্যোগে চার শতাধিক মানুষ আশ্রয় নিতে পারবে। ভবনটিতে বিশুদ্ধ পানি, পয়োনিষ্কাশন ও নানা সুযোগ-সুবিধার পাশাপাশি নির্মিত হয়েছে বড় আকারের একটি শেড। যেখানে শতাধিক গবাদিপশুও আশ্রয় নিতে পারবে।
ফেদারগাঁও গ্রামের বাসিন্দা শরিফ উদ্দিন বলেন, বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত তিন শতাধিক শিক্ষার্থী পড়ালেখা করছে। ফেদারগাঁও, বেতমুড়া, দিঘলবাকেরপাড়, কাকুরাইল, লোভাহাওর, শান্তিপুর, নতুন জীবনপুর, করাতিবাড়ি, মনুরপাড়, বেকিমুড়ারপাড়, রনিখাইকান্দিসহ যোগাযোগবিচ্ছিন্ন ও পিছিয়ে থাকা প্রায় ১৫টি গ্রামের শিক্ষার্থীদের একমাত্র মাধ্যমিক বিদ্যালয় এটি।
ফেদারগাঁও গ্রামের আব্দুল করিম ও আনসার উদ্দিন বলেন, দুর্গম প্রত্যন্ত অঞ্চলে দীর্ঘ এক দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে দিঘলবাকেরপাড়-ফেদারগাঁও উচ্চবিদ্যালয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই নানামুখী সমস্যায় জর্জরিত হলেও স্থানীয় সাংসদ ও প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদের ঐকান্তিক প্রচেষ্টায় পাল্টে গেছে বিদ্যালয়ের চিত্র। তৃতীয় তলায় একটি ভবন নির্মাণ করে গড়ে তোলা হয়েছে বন্যা আশ্রয়কেন্দ্র।
স্থানীয় ইউপি সদস্য চাঁন মিয়া বলেন, একটি যোগাযোগবিচ্ছিন্ন ও অবহেলিত জনপদ উত্তর রনিখাই ইউনিয়ন। এখানে শিক্ষার হার একেবারেই শূন্যের কোটায় ছিল। তবে এই মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই এ ইউনিয়নে শিক্ষার হার বেড়েছে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক রানু বিশ্বাস বলেন, বিগত কয়েক বছরে বিদ্যালয়টি শিক্ষার মান ও ভালো ফলাফলের দিক থেকে উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এগিয়ে রয়েছে। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার ফলে দুর্গম গ্রামগুলোতে বাল্যবিবাহ, মাদক নির্মূলসহ সামাজিক অবক্ষয় অনেকটাই কমেছে।
বিদ্যালয়ের শিক্ষার্থী জহুরা জান্নাত মেরিন বলে, ‘প্রাইমারি পড়ার পর আর কোনো বিদ্যালয়ে পড়াশোনার সুযোগ ছিল না আমাদের। দিঘলবাকেরপাড়-ফেদারগাঁও উচ্চবিদ্যালয়ে আমার মতো শত শত শিক্ষার্থী পড়াশোনার সুযোগ পেয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং বলেন, হাওরবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এই আধুনিক বন্যা আশ্রয় কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করবেন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে