সিলেট ভেন্যুর খেলা শুরু আজ

সিলেট প্রতিনিধি
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৮: ৪৯
Thumbnail image

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ‘বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২১-২০২২’-এর সিলেট ভেন্যুর খেলা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার।

এ উপলক্ষে গতকাল বুধবার জেলা ক্রীড়া ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় জানানো হয়, সিলেট জেলা স্টেডিয়ামে কাল (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৫টায় প্রথম দিনের খেলায় মুখোমুখি হবে রহমতগঞ্জ এমএফএস ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আগামী ২৩ ফেব্রুয়ারি আবাহনী বনাম মোহামেডান, ২ মার্চ রহমতগঞ্জ বনাম উত্তর বারিধারা ক্লাব, ৬ মার্চ আবাহনী বনাম সাইফ স্পোর্টিং, ১২ মার্চ রহমতগঞ্জ বনাম বাংলাদেশ পুলিশ, ১৮ মার্চ রহমতগঞ্জ বনাম স্বাধীনতা ক্রীড়া সংঘ এবং ৩ এপ্রিল আবাহনী বনাম বসুন্ধরা কিংস, ৭ এপ্রিল আবাহনী বনাম উত্তর বারিধারা ও ৮ এপ্রিল রহমতগঞ্জ বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। এ ভেন্যুতে মোট ৯টি ম্যাচ একই সময়ে অনুষ্ঠিত হবে।

আগামী বুধবার সিলেট ভেন্যুতে প্রথমবারের মতো মুখোমুখি হবে আবাহনী ক্রীড়া চক্র ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। এর আগে সিলেটে দুটি দল মুখোমুখি হয়নি।

সংবাদ সম্মেলনে লিগের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।

প্রতিটি ম্যাচ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে না বলে জানিয়েছেন মাহি উদ্দিন সেলিম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল-আজাদ, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি বিজিত চৌধুরী, অতিরিক্ত সাধারণ সম্পাদক গোলাম জাবির চৌধুরী জাবু, যুগ্ম-সম্পাদক হানিফ আলম চৌধুরী, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী, সিনিয়র সাংবাদিক ইকরামুল কবির, ইমজা সভাপতি মঈনউদ্দিন মঞ্জু, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মাসুক মিয়া ও সিরাজ উদ্দিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শপথ নিয়েই বাইডেনের নীতি বাতিল ও ১০০ নির্বাহী আদেশের ঘোষণা ট্রাম্পের

আয়রন রঙের শার্ট, কালো প্যান্ট পরবে পুলিশ

বিচার বিভাগের সমস্যা তুলে ধরলেন বিচারক, আনিসুল হক বললেন ‘সমস্যা কেটে যাবে’

শাহজালাল বিমানবন্দরে চাকরি নেননি মনোজ কুমার, বিজ্ঞাপনচিত্র নিয়ে বিভ্রান্তি

সিলেটে রিসোর্টে ৮ তরুণ-তরুণীকে জোর করে বিয়ে, কিছু না করেই ফিরে এল পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত