Ajker Patrika

হাসিনার জায়গায় খালেদার নাম, ফেসবুকে সমালোচনা

মনিরামপুর প্রতিনিধি
আপডেট : ২৭ মার্চ ২০২২, ১১: ০১
হাসিনার জায়গায় খালেদার নাম, ফেসবুকে সমালোচনা

ভুলবশত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশ গড়ার কারিগর বলে সমালোচনার মুখে পড়েছেন মনিরামপুরের আব্দুল হাই নামের এক আওয়ামী লীগ নেতা। গত শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে আয়োজিত গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ ঘটনা ঘটে। আব্দুল হাই মনিরামপুরের চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক।

জানা গেছে, আলোচনা সভায় উপস্থিত নেতা-কর্মীদের শুভেচ্ছা জানিয়ে আব্দুল হাই তাঁর বক্তব্যে বলেন, ‘সংগ্রামী সাথিরা আমার, আপনারা জানেন, ২৬ মার্চ পাকিস্তানিরা বাংলাদেশের মানুষকে গণ হারে হত্যা করেছিল। তারপর বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ স্বাধীনতা সার্বভৌমত্ব পেয়েছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপ দিয়েছেন। আজকে বাংলাদেশের মানুষ তাকিয়ে দেখুন, দেশ গড়ার কারিগর উন্নয়নের কারিগর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া।’

আব্দুল হাইয়ের এ বক্তব্যের পর আলোচনা সভায় উপস্থিত জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মিকাইল হোসেন দেশনেত্রী শেখ হাসিনা বলে ওঠেন। তখন আব্দুল হাই তাঁর বক্তব্য শুধরে নিয়ে দেশনেত্রী শেখ হাসিনা বলে বক্তব্য শেষ করেন।

এদিকে আব্দুল হাইয়ের এ বক্তব্যের এ ভিডিও গতকাল শনিবার দুপুরে ফেসবুকে ছড়িয়ে পড়লে আব্দুল হাইয়ের বিরুদ্ধে সমালোচনা ঝড় ওঠে। একাধিক স্থানীয় আওয়ামী লীগ নেতা তাঁকে দল থেকে বহিষ্কারের দাবি তোলেন।

এ বিষয়ে জানতে চাইলে আব্দুল হাই বলেন, ‘শেখ হাসিনার নাম বলতে গিয়ে খালেদার নাম বলে ফেলেছি। আমি তো মানুষ, ভুল তো হতেই পারে।’

চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম মিলন বলেন, ‘আব্দুল হাই বিএনপির কর্মী ছিলেন। ২০০৮ সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

বোনের বাড়িতে ‘ধর্ষণের’ শিকার: ২৪ ঘণ্টা পরও অচেতন শিশু, মূর্ছা যাচ্ছেন মা

আওয়ামী লীগ নেতা ‘ব্যাটারি বাবু’ ভবনে ঢুকে হাওয়া!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত