কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
আইন ভঙ্গ করে পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নে বেড়িবাঁধ দখল করে অবৈধভাবে ইটভাটা নির্মাণ করা হয়েছে। কচা নদী ও খালের মাটি কেটে ইটভাটায় ব্যবহার করা হচ্ছে। ইটভাটা দ্রুত সরিয়ে নেওয়ার দাবি এলাকাবাসীর।
গতকাল বুধবার সরেজমিন দেখা গেছে, কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের জোলাগাতি এলাকায় কচা নদীতীরবর্তী সাউথের খাল নামক স্থানে বেড়িবাঁধ দখল করে অবৈধভাবে ইটভাটা নির্মাণ করা হয়েছে। ইট বানাতে পাশের নদী ও খালের মাটি নিয়ে ভেকু দিয়ে কেটে নেওয়া হচ্ছে। ভাটায় আগুন জ্বালাতে এবং ইট পোড়ানোর জন্য খাল ও নদীর পাড়ে কাঠের স্তূপ করে রাখা হয়েছে। এলাকাবাসী জানান, তিন বছর ধরে এভাবেই ইট তৈরি করা হচ্ছে। ইটভাটার কারণে পরিবেশ হুমকির মুখে। ইটভাটা তৈরি করেছেন পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের মো. জসিম খান। ওই ইটভাটা স্থাপনের জন্য পরিবেশ ছাড়পত্রও নেওয়া হয়নি।
স্থানীয় ইউপি সদস্য মামুন হাওলাদার বলেন, ‘আমি এ বিষয়ে কিছু বলতে পারব না। আপনি ইটভাটার মালিকের সঙ্গে কথা বলুন।’
এ ব্যাপারে ইটভাটার মালিক জসিম খান বলেন, ‘বরিশাল পরিবেশ অধিদপ্তরে আবেদন করা হয়েছে। নতুন বেড়িবাঁধ হলে ইটভাটা সরিয়ে নেওয়া হবে।’ সরকারি জায়গার মাটি অবৈধভাবে কাটার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘স্থানীয় ইউপি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন, তিনি সবকিছু জানেন।’
ইউপি চেয়ারম্যান সিকদার মো. দেলোয়ার হোসেনকে মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।
পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেন, অবৈধভাবে ইট তৈরি করতে দেওয়া হবে না। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হবে।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা বলেন, অবৈধ ইটভাটা ধ্বংস করা হবে। সরকারি জায়গা দখল করে মাটি উত্তোলন করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইন ভঙ্গ করে পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নে বেড়িবাঁধ দখল করে অবৈধভাবে ইটভাটা নির্মাণ করা হয়েছে। কচা নদী ও খালের মাটি কেটে ইটভাটায় ব্যবহার করা হচ্ছে। ইটভাটা দ্রুত সরিয়ে নেওয়ার দাবি এলাকাবাসীর।
গতকাল বুধবার সরেজমিন দেখা গেছে, কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের জোলাগাতি এলাকায় কচা নদীতীরবর্তী সাউথের খাল নামক স্থানে বেড়িবাঁধ দখল করে অবৈধভাবে ইটভাটা নির্মাণ করা হয়েছে। ইট বানাতে পাশের নদী ও খালের মাটি নিয়ে ভেকু দিয়ে কেটে নেওয়া হচ্ছে। ভাটায় আগুন জ্বালাতে এবং ইট পোড়ানোর জন্য খাল ও নদীর পাড়ে কাঠের স্তূপ করে রাখা হয়েছে। এলাকাবাসী জানান, তিন বছর ধরে এভাবেই ইট তৈরি করা হচ্ছে। ইটভাটার কারণে পরিবেশ হুমকির মুখে। ইটভাটা তৈরি করেছেন পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের মো. জসিম খান। ওই ইটভাটা স্থাপনের জন্য পরিবেশ ছাড়পত্রও নেওয়া হয়নি।
স্থানীয় ইউপি সদস্য মামুন হাওলাদার বলেন, ‘আমি এ বিষয়ে কিছু বলতে পারব না। আপনি ইটভাটার মালিকের সঙ্গে কথা বলুন।’
এ ব্যাপারে ইটভাটার মালিক জসিম খান বলেন, ‘বরিশাল পরিবেশ অধিদপ্তরে আবেদন করা হয়েছে। নতুন বেড়িবাঁধ হলে ইটভাটা সরিয়ে নেওয়া হবে।’ সরকারি জায়গার মাটি অবৈধভাবে কাটার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘স্থানীয় ইউপি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন, তিনি সবকিছু জানেন।’
ইউপি চেয়ারম্যান সিকদার মো. দেলোয়ার হোসেনকে মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।
পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেন, অবৈধভাবে ইট তৈরি করতে দেওয়া হবে না। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হবে।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা বলেন, অবৈধ ইটভাটা ধ্বংস করা হবে। সরকারি জায়গা দখল করে মাটি উত্তোলন করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে