জামাল মিয়া, বিশ্বনাথ
বিশ্বনাথ পৌর এলাকার পুরানগাঁও কোনাপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল হামিদ। আট সদস্যের পরিবার তাঁর। নিজের কোনো চাষের জমি ছিল না। তাই অভাব-অনটন লেগে থাকত। অন্যের জমিতে সবজি চাষ করে এখন তিনি স্বাবলম্বী। পরিবারেও এখন অভাব-অনটন নেই।
অন্যের জমিতে তিনি প্রতি বছরের মতো এবারও বিভিন্ন জাতের সবজি চাষাবাদ করেছেন। প্রতি শীতে সবজি চাষাবাদ করে লাখ টাকা উপার্জন করেন। আধুনিক প্রযুক্তি ও উন্নতমানের বীজ ব্যবহার করায় তাঁর সবজি উৎপাদন বেশ ভালো।
চাষি আব্দুল হামিদ জানান, অন্যের জমিতে অন্যান্য ফসলের মতো তিনি সবজি চাষে আগ্রহী হয়ে ওঠেন। প্রায় ২৫ শতক জমিতে ১২ হাজার টাকা ব্যয় করে এবার শসা চাষ করেন। দেড় মাস পর তিনি সাফল্যের মুখ দেখতে পান। শসার ভালো ফলন হয়। প্রতি কেজি শসা পাইকারি বিক্রি করেন ১৫ টাকা দামে।
চাষি আব্দুল হামিদ বলেন, প্রতিদিন গাছের পরিচর্যায় বেশ সময় দিই। বর্তমানে আমার জমিতে প্রচুর শসা রয়েছে। শীত ও বর্ষা মৌসুমে আমি মৌসুমি শাক-সবজি চাষ করি। এ মৌসুমে জমিতে লাল শাক, শিম, মুলা, লাউ, ফুলকপি, টমেটো চাষাবাদ করেছি। সবজি চাষাবাদ করা এখন তাঁর নেশায় পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, ইতিমধ্যে শীতকালীন শাক বিক্রি করে লাভের মুখ দেখেছেন। এ পর্যন্ত তিনি প্রায় ২৫ হাজার টাকার শসা বিক্রি করেছেন। আরও প্রায় ৪০ হাজার টাকার শসাসহ অন্যান্য ফসল বিক্রি করতে পারবেন। সরকারি সুযোগ-সুবিধা পেলে ভবিষ্যতে ব্যাপকভাবে শাক-সবজি উৎপাদন করতে পারবেন। কৃষি অফিসের লোকজনকে তাঁর শসার বাগান দেখে যাওয়ার অনুরোধ করেন তিনি।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় বলেন, ‘উপজেলার বেশ কয়েকটি গ্রামে প্রচুর পরিমাণে মৌসুমি চাষাবাদ হয়। ফলনও খুব ভালো হয়। আমাদের পক্ষ থেকে কৃষকদের আধুনিক তথ্যপ্রযুক্তি ও বীজ সরবরাহ করা হয়।’
বিশ্বনাথ পৌর এলাকার পুরানগাঁও কোনাপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল হামিদ। আট সদস্যের পরিবার তাঁর। নিজের কোনো চাষের জমি ছিল না। তাই অভাব-অনটন লেগে থাকত। অন্যের জমিতে সবজি চাষ করে এখন তিনি স্বাবলম্বী। পরিবারেও এখন অভাব-অনটন নেই।
অন্যের জমিতে তিনি প্রতি বছরের মতো এবারও বিভিন্ন জাতের সবজি চাষাবাদ করেছেন। প্রতি শীতে সবজি চাষাবাদ করে লাখ টাকা উপার্জন করেন। আধুনিক প্রযুক্তি ও উন্নতমানের বীজ ব্যবহার করায় তাঁর সবজি উৎপাদন বেশ ভালো।
চাষি আব্দুল হামিদ জানান, অন্যের জমিতে অন্যান্য ফসলের মতো তিনি সবজি চাষে আগ্রহী হয়ে ওঠেন। প্রায় ২৫ শতক জমিতে ১২ হাজার টাকা ব্যয় করে এবার শসা চাষ করেন। দেড় মাস পর তিনি সাফল্যের মুখ দেখতে পান। শসার ভালো ফলন হয়। প্রতি কেজি শসা পাইকারি বিক্রি করেন ১৫ টাকা দামে।
চাষি আব্দুল হামিদ বলেন, প্রতিদিন গাছের পরিচর্যায় বেশ সময় দিই। বর্তমানে আমার জমিতে প্রচুর শসা রয়েছে। শীত ও বর্ষা মৌসুমে আমি মৌসুমি শাক-সবজি চাষ করি। এ মৌসুমে জমিতে লাল শাক, শিম, মুলা, লাউ, ফুলকপি, টমেটো চাষাবাদ করেছি। সবজি চাষাবাদ করা এখন তাঁর নেশায় পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, ইতিমধ্যে শীতকালীন শাক বিক্রি করে লাভের মুখ দেখেছেন। এ পর্যন্ত তিনি প্রায় ২৫ হাজার টাকার শসা বিক্রি করেছেন। আরও প্রায় ৪০ হাজার টাকার শসাসহ অন্যান্য ফসল বিক্রি করতে পারবেন। সরকারি সুযোগ-সুবিধা পেলে ভবিষ্যতে ব্যাপকভাবে শাক-সবজি উৎপাদন করতে পারবেন। কৃষি অফিসের লোকজনকে তাঁর শসার বাগান দেখে যাওয়ার অনুরোধ করেন তিনি।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় বলেন, ‘উপজেলার বেশ কয়েকটি গ্রামে প্রচুর পরিমাণে মৌসুমি চাষাবাদ হয়। ফলনও খুব ভালো হয়। আমাদের পক্ষ থেকে কৃষকদের আধুনিক তথ্যপ্রযুক্তি ও বীজ সরবরাহ করা হয়।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে