Ajker Patrika

বাবুগঞ্জে রাস্তার কাজ ফেলে রাখায় দুর্ভোগ

বাবুগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৫ মে ২০২২, ১২: ১৩
বাবুগঞ্জে রাস্তার কাজ ফেলে রাখায় দুর্ভোগ

বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের পাংশা গ্রামে নির্মাণাধীন ৫০০ মিটার রাস্তা খোঁড়াখুঁড়ি করে ফেলে রাখায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫০০ শিক্ষার্থীসহ সহস্রাধিক মানুষ ভোগান্তি পোহাচ্ছ।

জানা যায়, গত দুই মাস ধরে পাংশা গ্রামের মোসলেম আলী খান দাখিল মাদ্রাসা থেকে সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীনের বাড়ি পর্যন্ত নির্মাণাধীন আধা কিলোমিটার রাস্তা ঠিকাদার ফেলে রেখেছেন। এতে চরম ভোগান্তি পড়েছে শিক্ষার্থী ও এলাকাবাসী।

মোসলেম আলী খান দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আহমদ উল্লাহ বলেন, ‘সামান্য বৃষ্টিতেই রাস্তা তলিয়ে যাতায়াত অনুপযোগী হয়ে পরে।’

উপজেলা উপসহকারী প্রকৌশলী মো. কামাল হোসেন বলেন, রাস্তাটিতে দুই এক দিনের মধ্যে বালু ফেলবে বলে জানিয়েছেন ঠিকাদার প্রতিষ্ঠান কোহিনুর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী।

কাজের দায়িত্বে থাকা সাব ঠিকাদার মো. টুবলুর মোবাইল ফোনে কল দিলেও ধরেননি।

বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মোসলেম আলী খান মডেল দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল বলেন, ‘রাস্তার কাজ যে ঠিকাদার প্রতিষ্ঠান পায় তারা কাজ না করে সাব ঠিকাদার নিয়োগ দিয়ে থাকে। ফলে কাজগুলো ধীর গতিতে সম্পন্ন হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত