Ajker Patrika

‘পুরস্কার নয়, মানুষের জন্য লিখতেন হাসান আজিজুল হক’

রাবি প্রতিনিধি
‘পুরস্কার নয়, মানুষের জন্য লিখতেন হাসান আজিজুল হক’

উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক পুরস্কারের জন্য নয়, মানুষের জন্য লিখতেন বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। তিনি বলেছেন, ‘স্যার পুরস্কারের জন্য লিখতেন না, তিনি সব সময় মানুষের জন্যই লিখতেন। তিনি জীবনসংলগ্ন মানুষ ছিলেন। সব সময় তিনি উজানেই নৌকা ভাসাতে চেয়েছেন।’

গতকাল মঙ্গলবার দুপুরে কথাশিল্পী হাসান আজিজুল হকের প্রথম প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম। উপাচার্য আরও বলেন, ‘হাসান আজিজুল হক কথাসাহিত্যে তাঁর নিজস্ব ভুবন তৈরি করেছিলেন। তাঁর অসামান্য ভাষাভঙ্গি, অশ্রুতপূর্ব সংলাপ, অনাস্বাদিত চরিত্র নির্মাণ এবং গল্প বলার যে ধরন তা ৫০ বছর ধরে বাংলা সাহিত্যের পাঠককে মুগ্ধ করে রেখেছে। তাঁর মৃত্যু শুধু আমাদের আবেগ সঞ্চার ও অভিভূতই করে না, আমাদের বিপন্নতাও বাড়ায়।’

স্মরণসভায় মুখ্য আলোচক বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার ও বিশিষ্ট রবীন্দ্র গবেষক অধ্যাপক সনৎ কুমার সাহা বলেন, ‘হাসান আজিজুল হক তাঁর চিন্তা ও সাহিত্যের মাধ্যমে শুধু বাংলায় নয়, সারা বিশ্বে সমাদৃত হয়েছেন।’ এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থিত হাসান আজিজুল হকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে একে একে বিভিন্ন বিভাগ ও সামাজিক সংগঠনগুলো শ্রদ্ধা নিবেদন করে। পরে দুপুরে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

প্রসঙ্গত, দীর্ঘদিন অসুস্থ থাকার পর হাসান আজিজুল হক ২০২১ সালের ১৫ নভেম্বর নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে তিন দশক ধরে অধ্যাপনা শেষে ২০০৪ সালে অবসর নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ‘বঙ্গবন্ধু চেয়ার’ হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। সাহিত্যে অবদানের জন্য ১৯৭০ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ১৯৯৯ সালে একুশে পদক এবং ২০১৯ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয় তাঁকে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত