কামরুজ্জামান রাজু, কেশবপুর
যশোরের কেশবপুরের দুটি ইউনিয়ন পরিষদের (ইউপি) গত নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছিলেন এস এম আনিছুর রহমান ও কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত। এবার দল থেকে মনোনয়ন না পাওয়ায় দলের বিদ্রোহী প্রার্থী হয়ে পুনরায় জয় পেয়েছেন তাঁরা।
আর এখানে আওয়ামী লীগের নৌকার প্রতীক নিয়ে যে দুজন নির্বাচন করেছেন তাঁরা জামানতই রক্ষা করতে পারেননি।
এস এম আনিছুর রহমান উপজেলার ত্রিমোহিনী ইউপি থেকে ও কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত সাগরদাঁড়ি ইউপিতে নির্বাচনে অংশগ্রহণ করেন। এ দুই ইউনিয়নে নৌকার ভরাডুবি হয়েছে।
মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পাওয়ায় নৌকা প্রতীকের এই দুই প্রার্থীসহ জামানত হারিয়েছেন ৬ জন।
গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপে কেশবপুর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলার ত্রিমোহিনী ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এস এম আনিছুর রহমান আনারস প্রতীক নিয়ে ৩ হাজার ৩৪৫ ভোট পেয়ে দ্বিতীয়বার চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের জাহাঙ্গীর আলম খান সুজন ২ হাজার ৫২৬ ভোট ও ঘোড়া প্রতীকের আব্বাস আলী ২ হাজার ১১২ ভোট পেয়েছেন। নৌকা প্রতীকের অহিদুজ্জামান ১ হাজার ১৭৪ ভোট ও চশমা প্রতীকের শেখ কবির আলমগীর ২৭৩ ভোট পেয়ে জামানত খুইয়েছেন।
এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১২ হাজার ১৭৬। নির্বাচনে ইউনিয়নের ৯টি ভোট কেন্দ্রের বৈধ ভোটের সংখ্যা ৯ হাজার ৪৩০। ২০১৬ সালের ২৮ মে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে এ ইউনিয়ন থেকে এস এম আনিছুর রহমান নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য।
সাগরদাঁড়ি ইউপিতে বিদ্রোহী প্রার্থী কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত চশমা প্রতীকে ৯ হাজার ৬৮৯ ভোট পেয়ে আবারও চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের শাহাদৎ হোসেন পেয়েছেন ৭ হাজার ৫১৫ ভোট। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৮৮৩।
নির্বাচনে ইউপির ১২টি ভোট কেন্দ্রের বৈধ ভোটের সংখ্যা ১৯ হাজার ৫৩৪। কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত গত ইউপি নির্বাচনে এ ইউনিয়ন থেকে নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
যশোরের কেশবপুরের দুটি ইউনিয়ন পরিষদের (ইউপি) গত নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছিলেন এস এম আনিছুর রহমান ও কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত। এবার দল থেকে মনোনয়ন না পাওয়ায় দলের বিদ্রোহী প্রার্থী হয়ে পুনরায় জয় পেয়েছেন তাঁরা।
আর এখানে আওয়ামী লীগের নৌকার প্রতীক নিয়ে যে দুজন নির্বাচন করেছেন তাঁরা জামানতই রক্ষা করতে পারেননি।
এস এম আনিছুর রহমান উপজেলার ত্রিমোহিনী ইউপি থেকে ও কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত সাগরদাঁড়ি ইউপিতে নির্বাচনে অংশগ্রহণ করেন। এ দুই ইউনিয়নে নৌকার ভরাডুবি হয়েছে।
মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পাওয়ায় নৌকা প্রতীকের এই দুই প্রার্থীসহ জামানত হারিয়েছেন ৬ জন।
গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপে কেশবপুর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলার ত্রিমোহিনী ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এস এম আনিছুর রহমান আনারস প্রতীক নিয়ে ৩ হাজার ৩৪৫ ভোট পেয়ে দ্বিতীয়বার চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের জাহাঙ্গীর আলম খান সুজন ২ হাজার ৫২৬ ভোট ও ঘোড়া প্রতীকের আব্বাস আলী ২ হাজার ১১২ ভোট পেয়েছেন। নৌকা প্রতীকের অহিদুজ্জামান ১ হাজার ১৭৪ ভোট ও চশমা প্রতীকের শেখ কবির আলমগীর ২৭৩ ভোট পেয়ে জামানত খুইয়েছেন।
এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১২ হাজার ১৭৬। নির্বাচনে ইউনিয়নের ৯টি ভোট কেন্দ্রের বৈধ ভোটের সংখ্যা ৯ হাজার ৪৩০। ২০১৬ সালের ২৮ মে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে এ ইউনিয়ন থেকে এস এম আনিছুর রহমান নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য।
সাগরদাঁড়ি ইউপিতে বিদ্রোহী প্রার্থী কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত চশমা প্রতীকে ৯ হাজার ৬৮৯ ভোট পেয়ে আবারও চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের শাহাদৎ হোসেন পেয়েছেন ৭ হাজার ৫১৫ ভোট। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৮৮৩।
নির্বাচনে ইউপির ১২টি ভোট কেন্দ্রের বৈধ ভোটের সংখ্যা ১৯ হাজার ৫৩৪। কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত গত ইউপি নির্বাচনে এ ইউনিয়ন থেকে নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে