Ajker Patrika

গতবার নৌকা নিয়ে বিজয়ী এবার নৌকা হারিয়ে জয়ী

কামরুজ্জামান রাজু, কেশবপুর
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৬: ২৮
গতবার নৌকা নিয়ে বিজয়ী  এবার নৌকা হারিয়ে জয়ী

যশোরের কেশবপুরের দুটি ইউনিয়ন পরিষদের (ইউপি) গত নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছিলেন এস এম আনিছুর রহমান ও কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত। এবার দল থেকে মনোনয়ন না পাওয়ায় দলের বিদ্রোহী প্রার্থী হয়ে পুনরায় জয় পেয়েছেন তাঁরা।

আর এখানে আওয়ামী লীগের নৌকার প্রতীক নিয়ে যে দুজন নির্বাচন করেছেন তাঁরা জামানতই রক্ষা করতে পারেননি।

এস এম আনিছুর রহমান উপজেলার ত্রিমোহিনী ইউপি থেকে ও কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত সাগরদাঁড়ি ইউপিতে নির্বাচনে অংশগ্রহণ করেন। এ দুই ইউনিয়নে নৌকার ভরাডুবি হয়েছে।

মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পাওয়ায় নৌকা প্রতীকের এই দুই প্রার্থীসহ জামানত হারিয়েছেন ৬ জন।

গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপে কেশবপুর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলার ত্রিমোহিনী ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এস এম আনিছুর রহমান আনারস প্রতীক নিয়ে ৩ হাজার ৩৪৫ ভোট পেয়ে দ্বিতীয়বার চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের জাহাঙ্গীর আলম খান সুজন ২ হাজার ৫২৬ ভোট ও ঘোড়া প্রতীকের আব্বাস আলী ২ হাজার ১১২ ভোট পেয়েছেন। নৌকা প্রতীকের অহিদুজ্জামান ১ হাজার ১৭৪ ভোট ও চশমা প্রতীকের শেখ কবির আলমগীর ২৭৩ ভোট পেয়ে জামানত খুইয়েছেন।

এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১২ হাজার ১৭৬। নির্বাচনে ইউনিয়নের ৯টি ভোট কেন্দ্রের বৈধ ভোটের সংখ্যা ৯ হাজার ৪৩০। ২০১৬ সালের ২৮ মে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে এ ইউনিয়ন থেকে এস এম আনিছুর রহমান নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য।

সাগরদাঁড়ি ইউপিতে বিদ্রোহী প্রার্থী কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত চশমা প্রতীকে ৯ হাজার ৬৮৯ ভোট পেয়ে আবারও চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের শাহাদৎ হোসেন পেয়েছেন ৭ হাজার ৫১৫ ভোট। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৮৮৩।

নির্বাচনে ইউপির ১২টি ভোট কেন্দ্রের বৈধ ভোটের সংখ্যা ১৯ হাজার ৫৩৪। কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত গত ইউপি নির্বাচনে এ ইউনিয়ন থেকে নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত