যুদ্ধ বন্ধের আহ্বান প্রিয়াঙ্কার

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৮: ৪০

ফিলিস্তিনে তীব্র হচ্ছে মানবিক সংকট। খাদ্যের অভাব তো রয়েছেই। নিরাপদ আশ্রয় না থাকায় তীব্র শীতে অসুস্থ হয়ে পড়ছে মানুষ। প্রায় বন্ধ হয়ে গেছে আহতদের চিকিৎসাসেবাও। অবরুদ্ধ গাজা উপত্যকার এই অবস্থায়ও হামলা বন্ধ করেনি ইসরায়েল। এ পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। যার অর্ধেকের বেশি শিশু ও নারী। এ পরিস্থিতিতে শিশুদের কথা চিন্তা করে হলেও ফিলিস্তিনে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

ইউনিসেফের শুভেচ্ছাদূত প্রিয়াঙ্কা। সারা বিশ্বের শিশুদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেন তিনি। ফিলিস্তিনের শিশুদের এ অমানবিক পরিস্থিতি সইতে পারছেন না প্রিয়াঙ্কা। তিনি চাইছেন, এ যুদ্ধের অবসান হোক। ইনস্টাগ্রামে অভিনেত্রী লিখেছেন, ‘শিশুদের জন্য গাজা উপত্যকা এখন বিশ্বের সবচেয়ে ভয়াবহ জায়গায় পরিণত হয়েছে। সাত দিনের যুদ্ধবিরতির পর গাজায় আবার হামলা শুরু হয়েছে। যুদ্ধবিরতির আগে ৪৮ দিনের ক্রমাগত বোমাবর্ষণে ৫ হাজার ৩ শর বেশি ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। এখনো অনেক শিশু নিখোঁজ, অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।’

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেলের উদ্ধৃতি দিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘আমরা সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে শিশুদের সুরক্ষা নিশ্চিত করে। ফিলিস্তিন ও ইসরায়েলের সব শিশুর সুন্দর ভবিষ্যৎ পাওয়ার অধিকার রয়েছে।’
এর আগেও ফিলিস্তিনে ইসরায়েলের হামলার বিষয়ে প্রতিবাদে সরব হয়েছিলেন প্রিয়াঙ্কা। গত নভেম্বরে হলিউডের অনেক তারকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে খোলাচিঠি পাঠিয়ে অনুরোধ করেছিলেন, অবিলম্বে এ যুদ্ধ বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। ওই চিঠিতে প্রিয়াঙ্কা চোপড়ার নামও ছিল।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত