Ajker Patrika

আমের ভারে নুয়ে পড়েছে ডাল

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ১৬ মে ২০২২, ১২: ১৫
আমের ভারে নুয়ে পড়েছে ডাল

আগৈলঝাড়া উপজেলায় এবার আমের ফলন ভালো হয়েছে। বেশির ভাগ গাছ ভরে গেছে আমে। আম বাজারে আসতেও আর বেশি দেরি নেই। পাইকারেরাও তাই আমের আড়তগুলোতে আগাম বায়না দিতে শুরু করেছেন।

উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ফজলি, গোপালভোগ, ল্যাংড়া, লোকনা ও আম্রপালিসহ হরেক রকমের সুস্বাদু আম ধরেছে প্রচুর। আমের সুবাস ছড়িয়ে পড়েছে গ্রামে-পাড়া-মহল্লায়। কয়েকটি কালবৈশাখীতে বেশ কিছু আম পড়ে গেলেও আমের ফলনে বড় প্রভাব পড়েনি।

এদিকে আমের ভালো ফলনে খুশি আমচাষি ও ব্যাপারীরা। তাঁরা জানান, সময়মতো বৃষ্টি হওয়ায় আমের ফলন ভালো হয়েছে। আর দু-এক দিনের মধ্যেই জমে উঠবে বিভিন্ন বাজারে আমের হাট। শত শত শ্রমিক কর্মব্যস্ত হয়ে উঠবেন।

উপজেলার কালুপাড়া গ্রামের আম চাষি রাকিব হোসেন জানান, বাগানগুলোতে এবার প্রচুর আম রয়েছে। যদিও ঝড়ে অনেক আম পড়ে গেছে। তারপরও আমের ফলন ভালো হওয়ায় আমচাষি ও ব্যবসায়ীরা এবার লাভবান হবেন বলে জানান তিনি।

স্থানীয় আম ব্যবসায়ী মিজানুর রহমান আকন ও তুহিন জানান, ভালো জাতের আমগাছগুলোতে আম ধরায় এবার ভালো লাভ করবেন বলে তাঁরা আশা করছেন।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায় জানান, সময়মতো বৃষ্টি হওয়ায় প্রায় প্রতিটি গাছে আম ধরেছে। এ ছাড়া গাছে মুকুল আসার সময়ও আবহাওয়া বেশ ভালো ছিল। আমচাষিরা নিয়মিত পরিচর্যা করেছেন। ফলে তাঁরা এবার আম বিক্রি করে লাভের মুখ দেখবেন। কৃষি বিভাগ থেকে পরামর্শ দেওয়া হয়েছে সব সময়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত