Ajker Patrika

যুবকের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার

প্রতিনিধি, মানিকগঞ্জ
আপডেট : ২৩ আগস্ট ২০২১, ১১: ৪৪
যুবকের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার

মানিকগঞ্জে বুদ্দু মিয়া (৩৪) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার জাগীর ইউনিয়নের দিয়ারাভবানী এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

বুদ্দু মিয়া ওই এলাকার আমজাদ ব্যাপারীর ছেলে।

নিহত বুদ্দু মিয়ার বড় ভাই মো. সাইফুল মিয়া বলেন, ‘বুদ্দু মিয়া ঢাকার শ্যামবাজার এলাকার একটি কাঁচামালের আড়তে কাজ করতেন। পেট ব্যথার কারণে গত দুই দিন আগে তিনি ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন। তিনি আরও বলেন, রোববার সকালে তাঁর ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল। কিন্তু কাজের কারণে তাঁর স্ত্রী বাড়িতে না থাকায় যেতে পারেনি। পেট ব্যথার অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেয়ে সবার অজান্তে নিজ ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।’

মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক রিপন দাস বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে গলায় ফাঁসরত অবস্থায় বুদ্দু মিয়ার লাশ উদ্ধার করা হয়। তাঁর পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহটি ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।’

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান বলেন, ‘এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত